কবিতা নং-৫৬ “কবির প্রতি, প্রিয়ার জন্যে”
“কবির প্রতি, প্রিয়ার জন্যে”
- হামিদুল হক তরুন
হে কবি, একটা কবিতা লিখে দাওনা ?
আমার প্রিয়ার স্মরণে,
ও না হরিণীর মতো চঞ্চল, নিষ্পাপ
সাগর সম গভীরতা নয়নে।
ওর গায়ে মাটির গন্ধ, প্রকৃতির রূপ
হৃদয় দারুন উদার
ওকে দেখলে আমি হয়ে যাই উদাস
তৃঞ্চা মেটেনা দেখার।
ও ভিষন খেয়ালী, লতার মতো লাজুক
কন্ঠে মায়াবী সুর
যেনো নীল আকাশের নীচে সবুজের মাঝে
বেহেস্তী কোনো হুর।
ইচ্ছে করে বুকটা চিরে হৃদয় যেখানে আছে
সেখানে আটকে রাখি
বলোনা কবি কোন্ ভাষায়, কোন ইংগিতে
মোর প্রিয়াকে কাছে ডাকি।