কবিতা নং-৪৩ “ক্ষণিক অবসরে”

in #art6 years ago

1994- Jannatul Ferdows + Family.jpg

“ক্ষণিক অবসরে”

  • হামিদুল হক তরুন
    30547142_1963723000609057_744181507_o.jpg

ক্ষণিক অবসরে বসে আছি একা নদীর কিনারায়
ঢেউয়ের মতো হারানো স্মৃতি প্রাণে দোলা দিয়ে যায়।

মনে আছে পরের গাছে ডালিম পাড়ার কারণে
একদিন বাবার চরম প্রহারে ফোসকা পড়েছিলো চরণে।

মাধ্যমিকে প্রথম যেদিন করেছিলাম পদার্পণ
ভয়ে আর লাজে সবার মাঝে চলছিলো না দম।
30739983_246254942608398_7351823605077901312_n.jpg

প্রথম প্রেমের ছটা যেদিন জেগেছিলো মোর প্রাণে
চারিদিকে সেদিন দেখেছিলাম সুখ সেই প্রেমেরই টানে।

সংসার জীবন ধিরে ধিরে যখন বেঁধে ফেললো মোরে
স্বাধীনতা যেনো হায় হারিয়ে গেলো অনেক দুরে।

শত সাদা বকের মাঝে আজ আবার পেয়েছি স্বাধীনতা
ঢেউয়ের তালে হৃদয় থেকে তাই বেরিয়ে আসছে কথা।

পড়ন্ত বিকেলের অপরূপ প্রকৃতি দেখবো প্রাণ ভরে
ব্যস্ত জীবনের সমস্ত কাজ ফেলে এই ক্ষণিক অবসরে।
1994- Afroza Khatun Kakoli 2.jpg

বন্ধুরা ভালো কমেন্ট ক্রে জানিয়ো। সাথে থাকার জন্য ধ্ন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.24
JST 0.040
BTC 104212.42
ETH 3316.45
SBD 5.87