Arsenic Pollutants Cause Disease In The Human Body
আর্সেনিক সারা বিশ্বে এখন একটি বড়ো চিন্তার বিষয়বস্তু। আর্সেনিক পানীয় জল থেকে মানুষের শরীররে বাসা বাধে। ১৯৭৮ সালে ভারতে fast আর্সেনিকের খবর পাওয়া যায়। সাধারণত কৃষি ভিত্তিক কাজে যেসব রাসায়নিক সার জমিতে দেওয়া হয় এই রাসায়নিক জমিতে মিশে এবং এই সব থেকে আর্সেনিকে জল দুষিত হচ্ছে। পানীয় জল পান করে সারা বিশ্বের আর্সেনিকের কবলে পরছে। আর্সেনিক মানব শরীরে ঢুকলে সহজে ধরা পরে না ধীরে ধীরে অবনতির পথে যায়। হাতের ও পায়ের তালুতে লাল ছোপ দাগ হয় আর্সেনিকের জন্য। আর্সেনিকের জন্য মানুষের মৃত্যু হতে পারে। আর্সেনিক দুষিত জল পান করা বন্ধ করতে হবে বৃষ্টির জলে আর্সেনিক দুষিত হয় না বৃষ্টির জল ধরে রেখে তা পান করতে হবে। তবেই আর্সেনিক থেকে মুক্তি পাওয়া যাবে।