app

in #app7 years ago

প্রিয় ড্রিমপ্লয় মেম্বার ও লিডারবৃন্দ,
শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আগামি ১৭ জুলাই ২০১৮ ড্রিমপ্লয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড সহ বিভিন্ন এচিভারদের সংবর্ধনা প্রদান করা হবে।

অনেক চড়াই উৎড়াই করে ড্রিমপ্লয় তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে । এই মুহুর্তে একজন মেম্বার ১৬ টি উপায়ে কাজ করে ইনকাম করতে পারছেন।

** রেফারেল ইনকামের মিনিমাম উইথড্রো ছিল 20$। আমাদের অনেক মেম্বার ও লিডার 10$ করার অনুরোধ করেছিলেন। আমরা সেটা বিবেচনা করে - প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিনিমাম 5$ করেছি। এখন থেকে ১৭ জুলাই পর্যন্ত রেফারেল ইনকাম 5$ হলেই উইথড্রো করতে পারবেন।

** ড্রিমপ্লয়ের ইনকাম সেক্টরঃ (1) ভিডিও এড - এড ভ্যালি (2) ভিডিও এড - ভিডিও ওয়াল (3) সার্ভে (4) গেমস ডাউনলোড (5) পিপিডি (6) ইউটিউব (7) ব্লগ (8) মাইক্রোওয়ার্কস (9) সার্ভে -ওয়েব।

** অরবিট টাইমসঃ অরবিট টাইমস সবার জন্য অপেন হয়ে গেছে এখন সবাই লগইন করে ইনকাম করতে পারবেন। হিন্দি এবং ইংরেজি ভার্সনের কাজ শুরু হচ্ছে। এখানেও কয়েকভাবে ইনকাম করতে পারবেন। (10) পত্রিকা পড়ে, লাইক ও শেয়ারের মাধ্যমে (11) নিউজ লিখে (12) বিজ্ঞাপন কালেকসন করলে সেখান থেকে ১৫% প্রফিট পাবেন।

** Unistag : Unistag অনলাইন শপিং প্লেস। এখানে পণ্য ক্রয় বিক্রয় করে ভালো ইনকাম করতে পারেন। এখানে যেভাবে ইনকাম পাবেন- (13) পণ্য ক্রয় করে (14) পণ্য বিক্রয় করে (15) এফিলিয়েশনের মাধ্যমে।
(16) রেফারেল ইনকাম।

** Lesson Ray ( E-learning) : এডুকেশন প্রজেক্টের সবচেয়ে বড় প্লাটফরম লেসন রে এপস সম্প্রতি প্লে স্টোরে দেওয়া হয়েছে। এখানে প্রাইমারি, জেএসসি, ক্যাডেট, এস এস সি, এইচ এস সি, বিসিএস সহ বিভিন্ন চাকরির 3D এনিমেটেড লেকচার, Live Exam থাকবে। ড্রিমপ্লয়ের মেম্বার গণ এখানের বিভিন্ন কোর্স সেলের মাধ্যমে একটা বিশাল ইনকামের সুযোগ পাবেন।

** আইডি এক্টিভেশন ও রেফারেল ইনকামঃ পূর্বে ইসলামী ব্যাংকের এম ক্যাশের ফরম পূরণের মাধ্যমে আইডি এক্টিভ করা হতো কিন্তু অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আমরা অনেক মেম্বারকে টাকা পাঠিয়েছি কিন্তু এজেন্টের অভাবে টাকা তুলতে পারেন নি। আবার অনেকে অফিসে এমক্যাশের ফরম পাঠানো কে কঠিন মনে করেছেন। তাই গত মাস থেকেই আমরা বিকাশ ও রকেট সংযোজন করেছি। আইডি এক্টিভেশনের সিস্টেম এও পরিবর্তন এনেছি যা ওয়েবসাইটের চ্যালেঞ্জ নামক অপশনে গেলেই বিস্তারিত জানতে পারবেন।

** ইতোপূর্বে দেখেছি অনেকে রেফারেল বাড়ানোর জন্য ফেসবুক, ইউটিউবে স্পন্সর আইডি দিয়ে প্রমোশন করেন কিন্তু পরবর্তিতে সেই মেম্বারের আর কোন খোজ নেন না। মেম্বার এড করলেই হবে না তাকে কাজ শেখানো, হোয়াটসএপ বা মেসেন্জার গ্রুপে এড করা, নিয়মিত যোগাযোগ রাখাটাও জুরুরী। তাই কেউ যদি কোন গ্রুপে এড হতে না পারেন, তাহলে আমাদের কোম্পানীর হোয়াটসএপ নাম্বার এ নাম, আইডি লিখে মেসেজ দিবেন আমরাই ট্রেইনিং গ্রুপে এড করে দেবো।
হোয়াটসএপ নাম্বারঃ 01716967050

** ড্রিমপ্লয়ের বিভিন্ন কাজ, এফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং সহ বিভিন্ন কাজের একটা ট্রেইনিং প্যাকেজ পাচ্ছেন Lesson Ray এপসে। আগে কাজ শিখুন তারপর কাজ করুন।

** প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৭ জুলাই এর মধ্যে যারা এচিভার হবেন তাদের নিম্নের পুরুষ্কারে পুরুস্কৃত করা হবে। Gold : Samsung Galaxy S6 ( Price: 44,900 BDT)
Silver: Special Shopping Package ( Price: 5000 BDT)
Bronze: Special Shopping Package ( Price: 2000 BDT)
প্রত্যেক এচিভারের জন্য থাকছে বিশাল সম্মাননা, ক্রেস্ট সহ অনেক কিছু।

** ড্রিমপ্লয়ের থিম সং এর কাজ শুরু হচ্ছে যার ভিডিও তে সেরা লিডারদের কাস্ট করা হবে। থিম সং এর ভিডিও দেখবে সারা বিশ্ব।

** ঈদের পর লোকাল প্রজেক্টের অংশ বিশেষ আইটি ইন্সটিটিউট শুরু হচ্ছে বিশাল কলেবরে। বাংলাদেশের একটা বড় এবং বিখ্যাত কোম্পানী লোকাল প্রজেক্টকে পেট্রোনাইজ করার আশা ব্যক্ত করেছেন।

** অনেকেই কাজ না বুঝে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। কারো কাজ করতে ইচ্ছা না হলে কাজ করবেন না। নিজের বংশের পরিচয় সোশ্যাল মিডিয়ার দেওয়ার প্রয়োজন তো নেই। ব্যবহারেই বংশের পরিচয়।

ড্রিমপ্লয় এগিয়ে যাবে ইনশাল্লাহ। উদ্দেশ্য যেখানে সৎ, ইচ্ছা যেখানে প্রবল পথ সেখানে মসৃন। স্লোলি বাট সিউরলি এগিয়ে যাবো ।

আমাদের টেকনিক্যাল টিম রাত দিন পরিশ্রম করে যাচ্ছে শুধু আপনাদের জন্য। দোয়া চাই, যাতে ড্রিমপ্লয় কে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেছেন সেটা যেন সৃষ্টিকর্তা বাস্তবায়ন করেন।

আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি.. আপনারা এতদিন অসীম ধৈর্য নিয়ে ড্রিমপ্লয়ের সাথে লেগে আছেন, দুঃসময়ে যারা অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে আসছেন, আমরা সত্যি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।

আপনাদের সফলতা কামণা করছি। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে।।।

ধন্যবাদান্তে
টিম ড্রিমপ্লয়

জয়েন করুন রেফার 890025 image

Sort:  

Get your post resteemed to 72,000 followers. Go here https://steemit.com/@a-a-a

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 98006.15
ETH 3630.21
USDT 1.00
SBD 3.23