এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা (DIY Events Week Announcement) [04 Mar-10 Mar '24]

image.png
আমার বাংলা ব্লগের" প্রায় ৩ বছর পূর্বের এক ডিসকর্ড হ্যাংআউট-এ আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসের যেকোন প্রথম সপ্তাহ ব্যাপী "এসো নিজে করি" কর্মসূচি পালিত হবে । সেই মতো প্রায় ৬ মাস যাবৎ "এসো নিজে করি" সপ্তাহ পালিত হয়েছিল । তারপরে, ধীরে ধীরে সেটি বন্ধ হয়ে যায় । আজ আবার দীর্ঘদিন পরে এই ক্রিয়েটিভ উইকটি ফিরে পেতে চাচ্ছি ।

English DIY শব্দটি হলো একটি abbreviation, এটির পূর্ণ রূপ হলো Do It Yourself. আমাদের কমিউনিটিতে আমরা এটিকেই "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করে থাকি ।

DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার নিজেরও বাড়তি একটা টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ১৫০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহব্যাপী "DIY" বা "এসো নিজে করি" বা "ক্রিয়েটিভ উইক (Creative Week)" ইভেন্টটি আবার চালু করা হলো আজ থেকে।

নিম্নে মার্চ মাসের DIY Event Week এর বিস্তারিত নিয়ম কানুনগুলো তুলে ধরা হলো --

ইভেন্টের নাম :
DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহ)

ইভেন্টে অংশগ্রহণের সময়কাল :
প্রত্যেক ম

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67