একসাথে তিনটি বছর - স্মৃতিগল্প ০২
স্মৃতিগল্প ০২
দিনটা ছিল আমাদের বিবাহ বার্ষিকী ।আমাদের থার্ড এনিভার্সারি। আমাদের দুজনের জন্য খুব স্পেশাল। অনেক অপেক্ষার পর অনেক ঝামেলা ওই দিনটা আমরা পেয়েছিলাম। যেহেতু আমাদের জন্য একটা স্পেশাল চিন্তা করলাম কি করা যায়। অনেক জাকজমক কিছুনা বাড়িতে কিছু স্পেশাল রান্না করি ২ জন মিলে খাওয়া যাবে।আমরা দুজনেই এত বেশি মানুষজন সেলিব্রেশন এগুলো পছন্দ করি না। আল্লাহ হয়তো মিলিয়ে দেয় যে যেমন তার সাথে ঠিক তেমন মানুষকে বেঁধে দেয়।
আমরা দুইজনই না একটা ছবি তোলা, নাএকটু আলাদা করে বাড়িয়ে কোন গল্প বলা। আমরা যেমন মানুষের সামনেও ঠিক তেমনভাবেই প্রেজেন্ট হতে পছন্দ করে। যাই হোক যেমন ভাবা তেমন কাজ। আগের দিন দুজন মিলে চলে গেলাম বাজারে। অলওয়েজ দুজন একসাথেই বাজারে যায়।মুরগি কিনলাম ফ্রাইড রাইসের জন্য যা যা লাগে সব কিছু কিনলাম। ফিরে আসলাম। পরদিন যথাযথ রান্না শুরু করলাম। সর্বোচ্চ চেষ্টা করলাম মজা করে রান্না করার স্পেশাল মানুষটাকে একটু স্পেশাল ফিল করার জন্য। রান্না মজা হোক আর না হোক সে কখনোই আমাকে নিরাশ করে না। তাহলেও বলে ভালো হয়েছে। তারপরও সব মিলিয়ে সেদিন রান্নাটা ভালই হয়েছিল।
এভাবেই জীবনের এক একটা দিন পার করছি হাসি কান্না ঝগড়া সব মিলিয়েই দুইজন একসাথে। এইভাবে প্রায় ১১১১ তম দিন পার করছি। কবে কবে যেন তিন বছর হয়ে গেল আর এভাবেই আরো ৩০ বছর ৬০ বছর জানিনা আল্লাহ যতদিন রিযিক দিয়েছে ততদিন এভাবেই তোমার সাথে পার করতে চাই।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | মিরপুর, ঢাকা, বাংলাদেশ |