#মোবাইল_চার্জ_দেওয়ার_সময়_ভুল_গুলো_কখনই_করবেন_না! 😐

in #android6 years ago

38967967_719225858469544_180182004145324032_n.jpg
আসসালামু আলাইকুম সবাইকে। ☺

Smartphone এর ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়, এটা নতুন কোন কথা নয়! 🙁
নতুন ফোন কেনার কিছুদিন পর থেকেই অনেক মানুষকে এই সমস্যায় ভুগতে হয়, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যাবহার করেন। 🙁
Smartphone এর Battery কতদিন চলবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কীভাবে ব্যাটারিতে চার্জ দিচ্ছেন, তার উপরে! 🙂

আজ একনজরে দেখে নিন, স্মার্টফোন চার্জিংয়ের সময়ে কী কী পদ্ধতি অনুসরণ করা উচিতঃ-

১. মোবাইলের গায়ে কোনও Protective Cover থাকলে চার্জ দেওয়ার সময়ে তা খুলে নিন কারণ Charging সময়ে Phone এর Battery হাল্কা গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু ফোনের গায়ে কোনও Cover থাকলে ফোনটি ঠান্ডা
হওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। 😣

২. দ্রুত Mobile Charge করার জন্যও অনেক Charger পাওয়া যায় কিন্তু এই পদ্ধতিতে ফোন চার্জ না করাই ভাল! কারণ, দ্রুত ফোন চার্জ করার অর্থ Mobile এর Battery তে স্বাভাবিকের
থেকে বেশি মাত্রায় Voltage পাঠানো যার কারনে মোবাইলের তাপমাত্রাও অনেকটা বেড়ে এবং তা Battery এর উপরে ক্ষতিকারক প্রভাব ফেলে। অতএব এ ক্ষেত্রে সাবধান থাকুন। 🙂

৩. সবসময়ে Mobile এর নিজস্ব Charger দিয়ে ফোন Charge করুন, ফোনের নিজস্ব Charger সঙ্গে আপনি যে Charger ব্যবহার করছেন, সেটি যদি না মিলে সেক্ষেত্রে মোবাইল Battery পারফরম্যান্স, Charge ধরে রাখার ক্ষমতা এবং
Battery এর আয়ুর উপরে প্রভাব পড়ে! তাই যেই Charger দিয়ে Charge দিবেন সেই Charger টি আপনার মোবাইল নির্মাতা সংস্থার অনুমোদিত কিনা, সেটিও খেয়াল করুন।☺

৪. সারারাত ধরে কখনওই Mobile চার্জে দিয়ে রাখবেন না এর ফলে Over Charging হয়ে মোবাইলের ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ☺

৫. কমদামি Charger কখনই ব্যবহার করবেন না কারণ এই ধরনের Charger গুলোতে ভোল্টেজে তারতম্য, Over Charging এর মতো সমস্যার সঙ্গে মোকাবিলা প্রতিরোধ করার ক্ষমতা থাকে না, Charger টি কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে ফোন
এবং ব্যাটারির উপরেও তার প্রভাব পড়ে। ☺

৬. যখনই Mobile এ Charge দিবেন অন্তত ৮০ শতাংশ পর্যন্ত ব্যাটারি Charge করে নেওয়ার চেষ্টা করবেন।

৭. Charge একটু কমে গেলেই আবার Charge এ লাগিয়ে দেওয়ার প্রবণতা ঠিক নয়, Battery তে ২০% চার্জ হলে আবার ফোন চার্জে লাগানো উচিত। অকারণে বার বার Charge দিলে ব্যাটারির আয়ু কমে আসে কিন্তু আবার ব্যাটারির চার্জ একদম নিঃশেষ হতে দেওয়াও ঠিক নয়!

৮. Third Party Battery Apps গুলো কখনওই ব্যবহার করবেননা যেমনঃ Battery Saver কারণ এগুলিতে উল্টো ব্যাটারিরই ক্ষতি হয়, কারণ এই ধরনের App একটানা Background
এ চলতেই থাকে! 😣

৯. এমন Power Bank ব্যবহার করুন, যেগুলি ভোল্টেজের তারতম্য, Shock Circuit বা Over Voltage এর মতো সমস্যা হলে প্রতিরোধ করতে পারে। ☺

১০. Mobile Charge এ দিয়ে বালিশের নিচে রেখে ঘুমাবেননা এতে করে ইলেক্ট্রন গুলো চার্জিত হয়ে Mobile টি Damage সহ নিজের ক্ষতি হতে পারে! 😮

আজ এই পর্যন্তই ☺
steem 2.jpg

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.039
BTC 94737.56
ETH 3267.66
SBD 6.82