চরম হুঁশিয়ারি: আক্রান্ত হলে বিশ্বের মানচিত্র থেকে একেবারে মুছে যাবে আমেরিকা

in #america7 years ago

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং। রাষ্ট্রসঙ্ঘে এমনটাই জানাল উত্তর কোরিয়া। রাষ্ট্রসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে সোমবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেন, “কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যে কোনও মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমেরিকার বিদ্বেষী নীতি ও পরমাণু হামলার হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমরা কোনও অবস্থায় আমাদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার টেবিলে বসব না।” উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, একটি পরিপূর্ণ পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার চূড়ান্ত দরজা অতিক্রম করেছে তার দেশ। এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া এখন যে কোনও সময় পরমাণু বোমার হামলা চালাতে পারে।

কিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমেরিকার গোটা মূল ভূখণ্ড এখন আমাদের হামলার আওতায় রয়েছে। কাজেই মার্কিন সরকার যদি উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমিতেও আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই আমাদের শাস্তিমূলক পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98164.16
ETH 2708.07
SBD 3.05