মহা বন আমাজন | কেন এত ভয়ংকর আমাজন জঙ্গল ? Amazon Jungle Fact in Bangla

in #amazon3 years ago (edited)

দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন। এটি পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আমাজন বনের জীবনীশক্তি। মহাবন আমাজন দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে, আমাজন বাংলাদেশের তুলনায় প্রায় 38 গুন বড়। সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার মধ্যে অর্ধেকই হল এখানে।

আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগের ইওসিন যুগে। সেসময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। অ্যামাজন জাঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এ বনের মোট ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। আমাজন বন এতটাই বড় যে, এটি আয়তনে ভারতের ৫ গুন এবং বাংলাদেশের ৩৮ গুণ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104391.62
ETH 3259.92
SBD 4.09