বৃষ্টিতে আমরা জা শিখি।

in #amarbanglavlog2 years ago

woman-1807533_1280.jpg

  1. শহর জুড়ে বৃষ্টি নামুক! তুমি খুঁজে নিও ঠাই!প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক; শেষ অবধি তোমাকে চাই।

  2. আকাশ থেকে বৃষ্টি নামলে থেমে যায়; কিন্তু মানুষের চোখে বৃষ্টি নামলে সহজে থামতে চায় না।

  1. যদি কখনো দেখো আকাশে কালো মেঘ জমে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে নিও আমি ভালো নেই!

  2. সেই বৃষ্টি আজও তোমায় তেমনি ভালোবাসে, এক পশলাই তুমিও ভিজলে আমার জ্বর আসে।

  3. বৃষ্টির প্রতিটি ফোঁটায় আমি তোমায় অনুভব করি! তাই বৃষ্টি আমাকে ছুঁলে মনে হয় তুমিই আমায় ছুঁয়ে দিলে।

  1. যদি বৃষ্টি হতাম…তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম! চোখে জমা বিষাদটুকু এক নিমেষে ধুয়ে দিতাম।

  2. শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই..!! যদিও তুমি অনেক দুরে; তবুও রেখেছি তোমায় মন পাঁজরে

  3. বৃষ্টি তুমি ছুঁয়ে দাও তারে! প্রতিটা ফোঁটায় আমি অনুভব করি যারে।

  4. কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা জলছবি আর আঁকবে না জমানো অনেক গল্প ছিলো থাক !!!! তুমি বুঝবে না

  5. বৃষ্টি তুমি আবার নামও আমার শহর জুড়ে, কষ্ট গুলো ধুয়ে দাও নিজের মতো করে।

  1. যদি ডেকে বলি, এসো হাত ধরো চলো ভিজি আজ, বৃষ্টিতে! এসো গান করি মেঘমাল্লার করূণাধারার দৃষ্টিতে।
  1. তুমি আমার প্রিয় থেকে অনেকটা বেশী প্রিয়! ভালোবাসার বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে নিও।

  2. বৃষ্টির সন্ধ্যে; কফি কাপে এক চুমুকে, প্রাক্তন তুমি সঙ্গী; সাথে হেডফোন, নিকোটিন টানে আবেগগুলো একলা ঘরে বন্দি!

  3. মেঘলা আকাশ কাজের ছুটি বৃষ্টি বাদল দিনে! তোমার সাথে ভিজতে চাওয়ার অসুখ আনি কিনে।

  4. বেলা অবেলা তুমি বৃষ্টি হয়ে এসো আমায় স্পর্শ করার ছলে, আমি না হয় ছাতা ছাড়া অপেক্ষা করবো ঐ কদম গাছটার তলে!

  5. নীল আকাশ ভাসছে দেখো; কালো মেঘের ভেলায়। এই বুঝি বৃষ্টি এলো; ভর দুপুর বেলায়।

  6. মেঘলা আকাশ ঝোড়ো বাতাস বৃষ্টি ঝরুক তোমার নামে; শব্দেরা না হয় থাকুক বন্দী যত্নে রাখা গোপন খামে!
    নিম্নচাপ! আমার ঘরে ঝাপসা স্মৃতি স্বভাবতই মন খারাপ।

  1. বৃষ্টি যতোটা কাছে, ঠিক ততোটা কাছে আমি তোমাকে চাই।
  1. বৃষ্টি কিংবা কবিতা- দুই’য়ে মিলেই তুমি তিলোত্তমা!

  2. আকাশ কালো বৃষ্টি আসায় মন খারাপ করে ছিলাম..!! এমনও তো বৃষ্টি সেদিন প্রথম প্রেমে পড়েছিলাম।

  3. চোখ তো মেঘ নয়, তবুও কেনো বৃষ্টি ঝরে!

  4. তুমি যদি বৃষ্টি হও, তবে এক নিমেষেই নিজেকে ভিজিয়ে নেবো।

  5. তুমি মেঘ আমি বৃষ্টি***তোমার জন্য আমার সৃষ্টি।

  6. আমি ছিলাম বৃষ্টি..! তুমি মেঘের গর্জন শুনে পালিয়েছিলে।

  7. একলা দুপুর রোদের হাসি, বৃষ্টি মেঘের আনা গোনা..!! ভিজবো আমি তোমায় নিয়ে; কেটে যাবে পুরো বেলা।

বৃষ্টি নিয়ে উক্তি গুলি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।।

Sort:  

It is plagiarism content. Please share your own quality and quantity content. Otherwise, you can face our downvote trail. Any type of plagiarism is not allowed on steemit.
Source

Plagiarism, Spam, and Abuse

Thank you.
From,
The Detective of Steem Abuse team.

3QSRTKmhQCHwi5QTxzuTheFdToPmoVWVuQpPSqtV8P9MNR1nWj6bceMTt7yhBkLKN4SwMc633NQabVydAR8BBmKf3nfqQD4jJqm2JwRzs1.Z6eCWw79GsnK2wwqUZDQw8yeP75gbwmoWnS46Bg4YCFNGqj42KqiENDRtTzUSN6szNMjJ3NjhAp3cwuTR4AMxtYxne9DzCP5HYzY5EMB3eDwPvyyW12FjuYpBp.png

Contact us on our discord server in "appeal" channel

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 81549.76
ETH 2085.72
USDT 1.00
SBD 0.84