ফুসকা 😋
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় পরিবারসহ সুস্থ আছি, ভালো আছি। যাই হোক, আজ আপনাদের সাথে নতুন একটি পোষ্ট শেয়ার করতে চলে এসেছি। পোস্ট টি আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো চলুন, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের পোষ্ট টি তে.... ৷
প্রিয় কমিউনিটির সকলের মঙ্গল কামনা করে আমার আজকের পোষ্ট শুরু করতে চলেছি। আপনাদের সাথে দৈনন্দিন নানা বিষয় শেয়ার করতে বেশ ভালো লাগে। কারণ আপনারা আরেক বর্ধিত পরিবার ই। আপনাদের সকলেরও নানা ধরনের পোস্ট পড়তেও ভালো লাগে। আসলে জীবন তো নানা ধরনের ছোট ছোট মুহুর্তের ই সমষ্টি। তেমনি একটি ছোট স্মৃতি আজ আপনাদের সাথে তুলে ধরবো।
আপনাদের সাথে আগেও নানা পোস্ট এ আমার ননদ ঐশীর কথা শেয়ার করেছিলাম। আমার বাসায় থেকেই নভেম্বর- ডিসেম্বর মাসে সে ক্লাস করেছে। কিন্তু জানুয়ারি তে তার হল এ সীট নিশ্চিত হয়ে যায়। তাই জানুয়ারির শুরুর দিকে হলে উঠে পরে। আজ যেহেতু শুক্রবার, তাই ওকে ডেকেছিলাম বাসায়। শুক্র- শনিবার ওর ক্লাস বন্ধ থাকে। যেহেতু দুদিন ছুটি, আর এভাবে পরিবারের বাহিরে তার এটাই প্রথম থাকা, তাই খারাপ লাগা টা স্বাভাবিক। এছাড়াও আমারও বাসায় একাই থাকা হয়। সেকারণেই ডেকেছিলাম যে ও যেনো মন খারাপ করে না থাকে আবার বাসায় আসলে আমারও সময়টা ভালো কাটে। সকাল সকাল ই চলে এসেছিলো ঐশী। সারাদিন বেশ গল্প করতে করতেই কেটেছে। সন্ধ্যার দিকে হুট করে ফুসকা খাওয়ার ভীষণ ক্রেভিং হচ্ছিলো আমার। ফুসকা তো প্রায় সকল মেয়েরই পছন্দের তালিকার উপরের সারিতেই থাকে। তাই ঐশীকে বলার পর সেও নাচতে নাচতে রাজী হয়ে যায়। চটজলদি রেডি হয়ে দুজনে নেমে পরি ফুচকা খেতে।
খাবারের মাঝে ফুসকা এবং ভেলপুরিই এমন দুটা খাবার যেটা আমি অনায়াসে একা একাই ইঞ্জয় করে খেতে পারি। অন্য কোন খাবার আমি বাহিরে একা খেতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে একা একা খেতে। যাই হোক, আজ তো সঙ্গী আছেই সাথে! তাই আমাদের এলাকাতেই পরিচিত যে দোকানের ফুসকা বেশি মজার, সেই দোকানে চলে গেলাম। দোকান বলতে ফুড কার্ট আর কি! রাকিব মামার ফুসকা নিয়ে অনেক আগেও একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে। রাকিব মামার ফুসকার দোকানে গিয়ে দুই প্লেট ফুসকা অর্ডার দিলাম। উনার ফুসকা তো মজা হয়ই,তার চেয়েও বেশি মজা লাগে সাথের টক টা! টক- মিষ্টি ফ্লেভারের ভীষণ মজার টক সার্ভ করেন উনি ফুসকার সাথে, খেতে ভীষণ ইয়াম্মি 😋। আমি তো রিফিল নেই ই সবসময় 😋। আজকে ভীড় তেমন ছিলো না দোকানে। তাই বেশিক্ষণ ওয়েট করতে হয় নি। হাতে পেয়ে ছবি তোলার আগেই পটাপট দুইটা ফুসকা মুখে চালান হয়ে গিয়েছিল দুজনেরই 😂। তারপর দুটো ফটোগ্রাফি করে নিলাম। তারপর তো প্লেটের ফুসকা আরাম করে, শান্তি করে খেলাম দুজনে মিলে। মন শান্তি তো সব শান্তি 😍। তারপর কিছুক্ষণ হাটাহাটি করে ঘুরে ফিরে আবার বাসায় চলে এসেছি।
যাই হোক, আমার আজকের পোষ্ট এপর্যন্ত ই রইলো। আজ আর আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমার জন্য দোয়ার দরখাস্ত রইলো আপনাদের কাছে। সকলের সুস্থতা কামনা করে আজকের লেখা এখানেই শেষ করছি।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। OR
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাথে করে আমাকে ও একটু ডাকতেন। তাহলে তো আমারও খাওয়া হয়ে যেত প্রিয় ফুচকা। যাই হোক এমন মানসিকতা দেখে বেশ মুগ্ধ হলাম দিদি। আসলে বন্ধের দিনগুলো যদি কাছের মানুষগুলো কে নিয়ে কিছু সময় অতিবাহিত করা যায় তাহলে কিন্তু খারাপ লাগে না। ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ মাকসুদা আপু। বন্ধের দিনগুলোয় কাছের মানুষেরা একসাথে থাকলে আসলেই সময়টা বেশ ভালো যায়।
ফুচকা হচ্ছে বাঙালি মেয়েদের একটা জাতীয় খাবার বলা চলে।ফুচকার স্বাদ সবকিছুকেই হার মানায়। আপনার ননদ ঐশীকে নিয়ে তাহলে তো আপনি আনন্দে দিন কাটিয়েছেন যেহেতু তার শুক্র শনি ছুটি। ভালোই করেছেন তাকে বাসায় ডেকে কারণ পরিবার ছাড়া একা থাকতে প্রথম প্রথম একটু মন খারাপই হয়। বেশ গুছিয়ে কথাগুলো শেয়ার করেছেন আমাদের মাঝে দেখে ভালো লাগলো।
আসলেই! পরিবার ছাড়া ১ম ১ম একা থাকার সময়গুলো ভীষণ কষ্টকর কাটে। সবকিছুতেই যেনো বারবার বাসার কথাই মনে পড়ে। আর ফ্রি সময়ে তো আরোও বেশি। তাই চেষ্টা করেছি।
মেয়েদের ১০ টি প্রিয় খাবারের মধ্যে যদি ধরি তাহলে আমি ১ নাম্বারে রাখবো ফুসকাকে। মেয়েরা এতো বেশি ফুসকা খেতে পছন্দ করে তা আমি বলে শেষ করতে পারবো না। আপনি আপনার ননদকে নিয়ে বেশ ভালোয় সময় অতিবাহিত করেছেন। যদিও দিনটি ছুটির দিন ছিল।
আপনি ঠিক ই বলেছেন! তবে ফুসকা আর আইসক্রিম দুটোই এক নম্বরে থাকবে বোধ হয়! 😋
আপনার সময় টা বেশে ভালো কেটেছে সঙ্গে ঐশী আপুরও। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার সাথে ফুসকা খেতে গিয়েছেন। ফুসকা টা আপনার বেশ পছন্দের যা বুঝলাম আপনি একা একা গিয়ে খেতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন। বেশ সুন্দর ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।
হ্যা ভাই। ফুসকা ছাড়া অন্য কোনো খাবার ই আমি একা একা খেতে পারিই না ওভাবে বাহিরে গিয়ে। ভীষণ অস্বস্তি লাগে কেনো জানি না।