স্পোর্টস :এফএ কাপের ফাইনাল (ম্যানস্টার ইউনাইটেড ^ ম্যানচেস্টার সিটি) || by ripon40 by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্পোর্টস :ইংলিশ লীগ (ম্যানস্টার ইউনাইটেড ^ ম্যানচেস্টার সিটি)
  • ০৪, জুন ,২০২৩
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20230604_104002.jpg

ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


ম্যানস্টার ইউনাইটেডম্যানসিটি
মোট শট-১৩মোট শট-১১ ।
টার্গেটের শট-৩টার্গেটের শট-৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৪০%বল পজিশন -৬০%
পাস করে -৩৪২পাস করে -৫১৭
পাস নির্ভুলতা-৭৮%পাস নির্ভুলতা-৮৭%
ফাউল-১১ফাউল-১২
হলুদ কার্ড- ০২হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০রেড কার্ড-০
অফসাইডস-০৩অফসাইডস-০১
কোণ- ৩কোণ- ৩
সময়কাল রাত ৮ টা০৩.০৬.২০২৩ইং
ফলাফল :ম্যানস্টার ইউনাইটেড-০১ ম্যানসিটি -০২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

IMG_20230604_104028.jpg


গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনাল। দুটো দলই ইংলিশ প্রিমিয়ার লিগের তাদের প্রতিদ্বন্দ্বীমূলক খেলা আমার খুবই ভালো লাগে খেলার মধ্যে টানটান উত্তেজনা থাকে। গত দুই তিন বছর যাবত ম্যানচেস্টার সিটি অনেক ফর্মে রয়েছে কিন্তু বেশি ভালো ভালো না সে কথা সবারই জানা। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক বছর যাবত ভালো ফর্মে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল এখন পর্যন্ত। এই বছর মোটামুটি ভালো একটা অবস্থানে আছে।

IMG_20230604_104054.jpg


ম্যানচেস্টার সিটি এই বছর অনেক ভালো খেলছে যা তুলনার বাইরে আমার কাছে অনেক ভালো লাগে তাদের খেলা। ম্যানচেস্টার সিটি এবার লীগ শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদকে হারিয়ে অসাধারণ পারফরম্যান্স তাদের। অনেকদিন আগেই এফএ কাপের ফাইনালেও উঠেছে তারা। এ বছরটা যেন তাদের ভাগ্যে লেখা আছে। সত্যিই তাদের পারফরমেন্স যেমনটা তাদের জন্য এটাই প্রাপ্য ছিল। গতকাল রাত আটটার দিকে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচটি দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম সেটা গতকাল খুব ভালোভাবে উপভোগ করেছি।

IMG_20230604_104124.jpg


দুটো দলের ম্যাচ ফর্মেশন অনেক পার্থক্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সি ফর্মেশন খেলেছিল। ম্যানচেস্টার সিটি যখন আক্রমণে ব্যস্ত থাকবে তখন ম্যানচেস্টার ইউনাইটেড এটাকিং আক্রমণ করবে সেই পরিকল্পনা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিকটেন সেই। খেলা যখন নির্দিষ্ট টাইমে শুরু হয় প্রথমে ম্যানচেস্টার সিটি আক্রমণ করে খেলার প্রথম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গুন্ডাগানের অসাধারণ শটে দারুণ একটি গোল হয়ে যায়। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া উপায় ছিল না।

IMG_20230604_104147.jpg


তাদের এই পারফরমেন্সের কাছে কোন দলেরই পাত্তা নেই যেটা সবাই বুঝে ফেলেছে ।ৎযাই হোক প্রথমার্ধে দু দল অনেক ভালো আক্রমণ করে প্রথমার্ধের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড একটি পেনাল্টি পায় যেটা ভাগ্যে ছিল। রেফারি প্রথমে পেনাল্টি না ধরলে থার্ড আম্পিয়ারের কলে ভি এ আর এর মাধ্যমে চেক করে সেটা পেনাল্টি হিসেবে গণ্য হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি কিক নেয় খুব সুন্দরভাবে ফিনিশিং করে। খেলার প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতি হয়। বল পাসিং এ ষ ম্যানচেস্টার সিটি অনেক এগিয়ে থাকলেও আক্রমণের ম্যানচেস্টার ইউনাইটেড অনেক ভালো ছিল।

IMG_20230604_104210.jpg

দ্বিতীয় অর্ধে এসে খেলাড় ৫১ মিনিটে দারুন এক ফিনিশিং এ আবারো গোল করে বসে গুন্ডোগান। সত্যি ম্যানচেস্টার সিটির ভাগ্য অনেক ভালো ছিল তারা অনেক দূর থেকে শট নিয়ে গোল করতে পেরেছে। ম্যানচেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করে গোল পরিশোধ করার জন্য কিন্তু অনেক সহজ সুযোগ তারা হাতছাড়া করে আসলে ভাগ্যে না থাকলে কিছুই করার নেই। খেলার প্লেয়ার অতিরিক্ত টাইম ে দারুন একটা সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করে বলটি জালে পাঠানোর কিন্তু গোল হওয়ার প্রায় কাছাকাছি যাওয়া য় ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার সেটা হেডের মাধ্যমে বের করে দেয়। তার কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যায়। দারুন খেলা উপহার দেয়ার মাধ্যমে ম্যানচেস্টার সিটি এফ এ কাপের ফাইনালে জয়ী হয়। এ বছর ম্যানচেস্টার সিটি সবগুলো শিরোপা জয়ের চান্স রয়েছে। তারা ট্রেবল জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এফ-এ কাপের ফাইনাল খেলাটি আমি দেখেছি ভাই। খেলাটি আমার কাছে দারুণ লেগেছে। পেপ গার্ডিওয়ালা আন্ডারে ম্যানচেস্টার সিটি দারুণ খেলে যাচ্ছে এ বছরে। খেলাটি ২-১ গোলের শেষ হয়। এই খেলায় লাস্টের দিকে ইউনাইটেড সুন্দর একটি সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল দিতে পারে নাই। আর তাই শেষ বাঁশি বাজতেই ম্যানচেস্টার সিটির প্লেয়াররা জয়ের উৎসবে মেতে ওঠে।

 2 years ago 

কালকের খেলাটা বেশ জমেছিল ভাই। আমি আর আমার বন্ধু রাজু দুজনে মিলে একসাথে এফএ কাপের ফাইনাল টা দেখেছি। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

এফ-এ কাপের ফাইনাল খেলাটি লোডশেডিং এর কারণে দেখার সুযোগ পাইনি। তবে আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে ফাইনাল খেলাটি অত্যন্ত জমজমাট হয়েছিল। আসলে এ ধরনের ফাইনাল খেলা দেখার মাঝে মজাই আলাদা। চমৎকার একটি ফাইনাল খেলার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95807.92
ETH 2778.70
SBD 0.68