সন্তানকে দুধ পান করিয়ে বিতর্কের মুখে মার্কিন মডেল

model.png
আমেরিকান মডেল মারা মার্টিন ও তাঁর পাঁচ মাস বয়সের কন্যা আরিয়া। সম্প্রতি এক ফ্যাশন শোতে ক্যাটওয়াকের সময় লারা তাঁর কন্যাকে বুকের দুধ পান করান। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক ।

ক্যাটওয়াকের সময় নিজের শিশুকে বুকের দুধ পান করিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন মারা মার্টিন নামের আমেরিকান মডেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে এ ঘটনা ঘটে। তবে এমন কাণ্ডে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে।

আজ বুধবার এনডিটিভি জানিয়েছে, গত রোববার সোনালি রঙের বিকিনি পরে স্পোর্টস ইলাস্ট্রেটেড শোতে হাঁটেন মারা মার্টিন। এ সময় তিনি তাঁর পাঁচ মাস বয়সের কন্যা আরিয়াকে বুকের দুধ পান করাচ্ছিলেন।

এর একদিন পর মডেল মার্টিন তাঁর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়ায় বলেন, ‘ইতিবাচক পাবলিক প্রতিক্রিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’ তাঁর এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ‘স্থূল দেহে’ ওইভাবে হাঁটা তাঁর ‘ঠিক হয়নি’ বলেও কেউ কেউ মন্তব্য করেন।

মারা মার্টিন বলেন, ‘যা আমি প্রতিদিনই করি, তেমনটা করার জন্য আমি এবং আমার শিশু খবরের শিরোনাম হচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না। এটা সত্যিই অপমানজনক ও অকল্পনীয়।’ তবে তিনি বলেন, অন্যদের সামনে স্বাভাবিকভাবে সন্তানকে বুকের দুধ খাওয়ানো এবং এ বার্তাটি সবার সঙ্গে ভাগাভাগি করতে পারায় আমি কৃতজ্ঞ। যা সব নারীই করতে পারেন।

গত মঙ্গলবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিন বলেন, হাঁটার পথে আরিয়াকে দুধ খাওয়ানোর সিদ্ধান্তটা ছিল তৎক্ষণাৎ। সে (আরিয়া) হালকা ক্ষুধার্ত ছিল এবং সেটা ছিল রাতের খাবারের সময়। কারণ শোটি পিছিয়ে গিয়েছিল। যখন তাঁদের দলের এক সদস্য কন্যাকে দুধ পান করা অবস্থায় রানওয়েতে হাঁটার পরামর্শ দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ বলে সেটাই করেছিলেন।

এর আগে দেশটিতে রেস্তোরাঁয়, দোকানে ও গণপরিবহনে শিশুকে খাওয়ার ঘটনা খবরের শিরোনাম হয়েছে। যা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।

Sort:  

Hello, as a member of @steemdunk you have received a free courtesy boost! Steemdunk is an automated curation platform that is easy to use and built for the community. Join us at https://steemdunk.xyz

Upvote this comment to support the bot and increase your future rewards!

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91309.99
ETH 3150.55
USDT 1.00
SBD 2.89