আল্লু
আরিয়া 2 দেখেই সেই যে মুগ্ধ হয়েছি, তার রেশ হয়তো সারাজীবন থেকেই যাবে।
মাশালা মুভির দর্শক হিসেবে সাউথের মুভিগুলোর তুলনা নেই। তোমার মুভিগুলো তেমনই হলেও প্রতিবারই তুমি নিজেকে চেঞ্জ করেছ। তোমার হেয়ার স্টাইল থেকে লুক, সব আলাদা।
তুমিই একমাত্র নায়ক যে কখনোই একই নায়িকার সাথে (মুভির শেষে যার সাথে মিল দেখানো হয়) দুইটি মুভি করনি!!! জুটি প্রথায় তুমি হয়তো বিশ্বাসী নও, কিংবা তুমি জানো যে মুভি হিট করার জন্য তুমি একাই যথেষ্ট!!!
অনেকেই তোমার সিনেমার লজিক খুঁজে পাননা, কাহিনী কি বুঝেন না (বিশেষ করে DJ মুভির) ।। তারা হয়তো অন্য নায়কদের একাই একশত গুন্ডাদের এক ঘুষিতে উড়িয়ে দেওয়ার মাঝে লজিক ও কাহিনী খুঁজে পান।
থাক, তোমার এতো লজিক ওয়ালা মুভি করতে হবেনা। তুমি শুধু তোমার স্টাইল দিয়ে, তোমার নাচ ও গান দিয়ে, দুষ্টুমিষ্টু এক্সপ্রেশন দিয়ে আমার মত শুধুই বিনোদন প্রেমী দর্শকদের আনন্দ দাও, এই দোয়াকরি!!
This is the great famous young star. Action superstar is the another name of him. Happy Birthday to this superstar.
https://steemit.com/@a-0-0