অ্যান্টার্কটিকায় আছড়ে পড়লো ভিনগ্রহের মহাকাশযান!

in #alien7 years ago (edited)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৮, ১০:০৩

image-71876 (1).jpg
ভিনগ্রহীদের নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সায়েন্স ফিকশন সিনেমায় দেখা মেলে ভিনগ্রহীদের। ওসব সিনেমায় দেখানো হয় ভিনগ্রহীদের মহাকাযান। যেটাকে বলা হয় ফ্লাই সসার। বাস্তবে এই অবদি ভিনগ্রহবাসী কিংবা ফ্লাই সসারের দেখা মেলেনি।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে অ্যান্টার্কটিকায় আছড়ে পড়েছে ভিনগ্রহবাসীদের ফ্লাই সসার। তাদের দাবি গুগল আর্থে অ্যান্টার্কটিকায় একটি অজানা বস্তুর দেখা মিলেছে। একেই বলা হচ্ছে ভিনগ্রহীদের মহাকাশযান, যেটা নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে নির্জন তুষারের বুকে।

দক্ষিণ জর্জিয়ার এক প্রত্যন্ত অঞ্চল। জনা কুড়ি লোক কোনও মতে টিকে রয়েছে সেখানে। ঠিক ওই অঞ্চলেই ধরা পড়েছে ওই ছবি।

ছবিটিকে নিয়ে হৈচৈ শুরু হয়েছে। তবে ‘ভিনগ্রহীদের যান’ তত্ত্বে সায় নেই বহু মানুষেরই। তাদের মতে, ওটা বরফের শরীর ভেদ করে উঠে আসা পাথরের চাঁই হতে পারে। দূর থেকে সেটাকেই ইউফো বলে মনে হচ্ছে।

আর এক দল রয়েছেন রসিকতার মেজাজে। তাঁরা বলছেন, ওটা ইউফোও নয়, পাথরও নয়। ওটা আসলে সান্টা ক্লজের স্লেজ গাড়ি! গুগল আর্থে সেই গাড়ির ছবিই ধরা পড়েছে।
(ঢাকাটাইমস/৬মার্চ/এজেড)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96274.97
ETH 2711.89
SBD 0.63