Hibiscus flowers

in #ala2 years ago

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



FB_IMG_1673063619448.jpg

FB_IMG_1673063624485.jpg

IMG_20230107_112448.jpg

জবা ফুল পছন্দ করে না এমন মানুষ কোথাও থাকতে পারে না। জবাফুল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি খাবার ও খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। এটি কোমল পানীয় তৈরিতেও ব্যবহৃত হয়। তাই অনেকেই বাণিজ্যিকভাবে জবা ফুলের চাষ করছেন। আর এর পাতা গবাদি পশু ও ছাগলের চর হিসেবে ব্যবহৃত হয়। হিবিস্কাস রোজা-সিনেনসিস খাদ্য এবং খাবারের স্বাদ হিসাবেও ব্যবহৃত হয়। গাছের কচি, কোমল পাতা পালং শাকের মতো চীনে রান্না করে খাওয়া হয়। অন্যত্র সবচেয়ে কোমল পাতা সালাদে কাঁচা রাখা হয়।

তাছাড়া এই জবা ফুল দিয়ে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টবে লাগানো। একটা ফুল টবের ফুল হলো সাধারণত ছোট হয়ে থাকে। তবে এই ছোট গাছে এত বড় ফুল হবে কখনো কল্পনা করতে পারিনি। তাছাড়া যিনি এ ফুলি লাগিয়েছেন তিনি আমার বন্ধু হয়। সে হাইব্রিড জাতের উন্নত মানের গাছগুলো লাগিয়েছে। এই গাছগুলো দাম খুব বেশি। যাইহোক আমি তাকে জিজ্ঞেস করে বললাম কিছু ফটোগ্রাফি করে রাখি নাকি। তখন সে বলল কোন সমস্যা নেই ফটোগ্রাফি করতে পারো। তারপর আমি আমার মোবাইল ফোনটি বের করে কিছু ফটোগ্রাফি করি। ফটোগ্রাফি গুলো অনেক ভাল হয়েছিল কেননা গাছটির নিচে থাকা কারণে অনেক সুন্দর ভাবে ক্যাপচার করা সম্ভব হয়েছে।


THANK YOU FOR STOPPING BY!




Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95745.34
ETH 2808.33
SBD 0.67