এবার প্রথম আমরা পেয়াজের চারা রোপন করলাম।।

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমাদের কৃষি প্রকল্পের অংশ হিসেবে এবার প্রথমবারের মতো পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে। পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ মসলা ফসল, যা আমাদের দৈনন্দিন রান্নার অন্যতম উপাদান। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া সম্ভব।

IMG20250101120456.jpg

আমাদের জমির মাটি দোআঁশ প্রকৃতির, যা পেঁয়াজ চাষের জন্য উপযোগী। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করা হয়েছে। পরে জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়েছে। উন্নত জাতের পেঁয়াজ বীজ ব্যবহার করে প্রথমে নার্সারিতে চারা তৈরি করা হয়। ৪-৫ সপ্তাহ পর চারা উপযুক্ত আকার ধারণ করলে সেগুলো মূল জমিতে রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়।

IMG20250101120450.jpg

IMG20250101120501.jpg

চারা গুলিকে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে, প্রতি সারির দূরত্ব ২০ সেমি ও প্রতি চারা ১০ সেমি ব্যবধানে বসানো হয়েছে। সন্ধ্যার দিকে রোপণ করা হয়েছে, যাতে গরমের কারণে চারাগুলো শুকিয়ে না যায়।

IMG20250101120516.jpg

নিয়মিত পানি সেচ দেওয়া হচ্ছে, বিশেষ করে শুষ্ক মৌসুম। আগাছা দমন ও মাটির উর্বরতা বজায় রাখতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন রোগ ও পোকামাকড় থেকে ফসল রক্ষা করতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে ১০০-১২০ দিনের মধ্যে পেঁয়াজ সংগ্রহ করা সম্ভব হবে। ভালো উৎপাদন হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে পেঁয়াজ চাষের পরিকল্পনা নেওয়া হবে।

IMG20250101120530.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ,বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
এই প্রথমবারের মতো পেঁয়াজ চাষের অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ। সঠিক যত্ন নিলে এটি লাভজনক ফসল হতে পারে। ভবিষ্যতে আরও আধুনিক পদ্ধতি ব্যবহার করে উন্নত উৎপাদনের চেষ্টা করা হবে।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96119.00
ETH 2609.80
USDT 1.00
SBD 2.30