এডিস মশা
মশা আমরা সবাই চিনি। মশা নোংরা পানিতে ডিম পাড়ে। মশা মানুষের রক্ত খেয়ে জীবন যাপন করে। মশার প্রধান খাদ্য হচ্ছে রক্ত। মশা দেখতে অতি ক্ষুদ্র প্রাণী হলেও মশা অনেক মারাত্মক একটি প্রাণী। মশার কামড়ে অনেক সময় অনেক রোগ হয়ে থাকে এর মধ্যে ডেঙ্গু অন্যতম। সাধারণত এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে। ঢাকায় অধিকারের ডেঙ্গুর প্রভাব পড়েছিলো এ বছর। ডেঙ্গু একটি মারাত্মক রোগ। প্রতি বছর বর্ষাকাল থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু সিজন চলে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। আমাদের বাসা বাড়িতে অনেক জায়গায় পানি জমে থাকে এই পানিতে এডিস মশার বংশবিস্তার হয়ে থাকে। এডিস স্বচ্ছ পানিতে ডিম পারে। এডিস মশা অন্যান্য মশা থেকে আকার একটু বড় হয়ে থাকে। এডিস মশা সাধারণত ফজরের নামাজের আগ মুহূর্তে এবং বিকালের শেষভাগে কামড়িয়ে থাকে। এডিস মশার কামড়ে আমাদের শরীরে জ্বর চলে আসে। আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদের বাড়ির আশেপাশে কোথাও পানি জমে আছে কিনা। এডিস মশা স্বচ্ছ পানিতে কিংবা বৃষ্টির জমে থাকা পানিতে বংশবিস্তার করে। পানি কোথাও জমে থাকতে দেওয়া যাবে না। এসির নির্গত পানিতে ও এডিস মশা বংশবিস্তার করে থাকে। আমাদের বাসা বাড়িতে অনেকে গাছ লাগিয়ে থাকেন তবে অনেক সময় পানি জমে থাকে এই পানিতে সমস্যা বিস্তার করে থাকে তাই আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে কোন তবে পানি জমে আছে কিনা। কোথাও পানি জমে থাকলে সেটি দ্রুত অপসারণ করতে হবে। এভাবে সবাই যদি আমরা সচেতন থাকতে পারি তাহলে আমরা ডেঙ্গু থেকে পরিত্রান পাব।