আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
শত যন্ত্রণার মাঝে আমি খুঁজি
একটু স্বস্তির নিঃশ্বাস,
ঘোর অন্ধকারের মাঝে আমি খুঁজি
একটু আলোর বিন্যাস।
লেখক
লেখকের অনুভূতি:
জীবনের সীমানায় তুমি ভালোবাসার উজ্জ্বল আকাশ-হৃদয়ের অন্ধকার ছড়িয়ে বাড়াও আলো বিন্যাস।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
জীবনের প্রতিটি মোড়ে বুঝেছি শত বেদনা,
হয়েছি নির্বাক হয়েছিলাম অসহায়,
এ বেদনা যেন স্মৃতির পাতায় আবদ্ধ,
জানিনা কবে হবে এই অতীতের শ্রাদ্ধ।
0.00 SBD,
3.50 STEEM,
3.50 SP
হৃদয়ে পুষে রাখা শত বেদনা,
আজ যেন হয়েছে মেঘের বন্যা,
বেদনার রং দেখে আমি হতবাক
কি করে গুচবে ওগো কষ্টের দাগ?
বেদনারা আজকাল হয়ে গেছে চুপ,
চুপিসারে বয়ে বেড়ায় কষ্টের রূপ,
হাসি দেখে বুঝে না কেউ মনের জ্বালা,
বেদনারা বুকে বসে দিয়ে যায় সারা।।
0.00 SBD,
3.48 STEEM,
3.48 SP
যন্ত্রনাতেও খুঁজছি আমি
আলোয় ভরা দিন
সকল ব্যথায় মনের কোণে
গোছানো মার্জিন
সময় হলে সকল আশা
জাগে আবার মনে
আলোয় আলোয় পূর্ণ হবে
আঁধার ভরা কোণে
0.00 SBD,
3.47 STEEM,
3.47 SP
আশা আছে বলেই আমরাও বেঁচে আছি৷ যতদিন বেঁচে থাকব ততদিন আশাও থাকবে৷ সুন্দর লিখেছ৷
ব্যথায় যখন হৃদয় ভরে
আঁধার আসে নেমে
ক্লান্তি আসে, হাপিয়ে উঠি
যেন জীবন গেছে থেমে
একটু শ্বাস একটু আশ
হয়তো থাকে বেঁচে
তাইতো খুঁজি আশার আলো
জানি আঁধার যাবে ঘুঁচে।
0.00 SBD,
3.45 STEEM,
3.45 SP
ধূসর বেদনায় হারিয়ে গিয়েও
আমি খুঁজি নতুন আশার দিশা,
নিঃসঙ্গতার গভীর অরণ্যে
আমি খুঁজি স্নিগ্ধতার নীড়-নিশা।
শব্দের মাঝে হারিয়ে যাই আমি,
তবু খুঁজি নীরবতার গান,
ঝড়ের বুকে দাঁড়িয়ে থেকেও
আমি খুঁজি প্রশান্তির বিহান।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
শত বেদনার মাঝেও আমি খুঁজি নিজেকে
নিজের অস্তিত্ব এবং সত্ত্বাকে,
একটু শান্তির শ্বাস প্রবাহ নিতে চাই।
অমাবস্যাতেও আমি সন্ধান করি
একটি টিমটিম করা জোনাকিপোকা,
আর ছিটকে পড়া এক টুকরো দেশলাইয়ের আলো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
সহস্রবার মরে গিয়েও আমি বেঁচে আছি।
শত কষ্টের মাঝে ও নিজেকে টিকিয়ে রেখেছি।
কষ্টে নিমজ্জিত হয়েও সুখের নেশায় পা বাড়াই।
দুঃখগুলো আপন সঙ্গী করে, আপনাতেই হারাই।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
অজস্র কষ্ট আর হতাশায় ডুবে খুজি আমি
কিঞ্চিৎ সুখ শান্তির ঠিকানা,
অথৈ বেদনার রঙে নিমজ্জিত হয়েও খুঁজি
একটুখানি প্রশান্তির ছোঁয়া।
জীবনের সীমানায় দাঁড়িয়ে তুমি,
আলোকছায়ার এক রংধনু,
হৃদয়ের আঁধার ছুঁয়ে দিয়ে,
তুমিই গড়ো আলোঘর তুমি।
তোমার স্পর্শে জেগে ওঠে,
ভালোবাসার নরম ভাষা,
তুমি আকাশ, তুমি আলো,
তুমিতেই মেলে প্রাণের আশা।
যতই আসুক দুঃখ কষ্ট
আমি তো নই অসহায়
জীবনের মাঝে খুঁজে নিতে চাই
স্বস্থির নিঃশ্বাস,
অন্ধকারে না হারিয়ে
জ্বলছি আমি প্রদীপ হয়ে,
দুঃখ কষ্ট কে জয় করে
বেদনাকে সঙ্গে নিয়ে আছি আমি বেশ।