আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৮৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
একটা স্বপ্ন বার বার
অতন্দ্র করে দেয় আমায়,
একটা যন্ত্রণা বার বার
বিধ্বস্ত করে দেয় হৃদয়।
তোমায় নিয়ে দেখা স্বপ্ন
হয়ে গেলো আজ দুঃস্বপ্ন,
তোমায় নিয়ে থাকা উদ্দীপনা
হয়ে গেলো আজ ভীষণ যন্ত্রণা।
লেখক
লেখকের অনুভূতি:
হৃদয়ের গভীরে থাকা সবগুলো স্বপ্ন পূর্ণতা পায় না, হৃদয়ের সীমানায় থাকা সকল উদ্দীপনা ভোরের আলো দেখে না। কিছু কিছু স্বপ্ন যন্ত্রণায় ঢেকে যায়, কিন্তু তবুও হৃদয়ে ভালোবাসার অনুভূতি থেমে যায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যে আশায় বেঁধেছিলাম মন,
সে আশাই আজ হলো ক্ষণিকের ক্ষণ।
ভালোবাসার আলো ম্লান হয়ে গেছে,
শুধু ব্যথার অন্ধকার, বুকে রয়ে গেছে।
0.00 SBD,
3.93 STEEM,
3.93 SP
দারুন কবিতা লিখেছো খুব ভালো লেগেছে পড়ে।
একটি স্বপ্ন বারবার আসে,
যতটুকু মিষ্টি, ততটুকু ব্যথা,
চোখে ভাসে সেই স্মৃতি,
প্রতিটি মুহূর্ত যেন আগুনে পোড়া।
তোমার মুখে যে হাসি ছিল,
আজ সে হাসি কষ্টের সুরে রূপান্তরিত,
একটি প্রাপ্তির আশা ছিল,
এখন তা শুধুই শূন্যতায় ভরপূর।
0.00 SBD,
3.91 STEEM,
3.91 SP
হাতে-হাত রেখে করেছিলে পণ,
থেকে যাবে সারা জীবন
আজ তুমি সুখী,অন্যের ঘরে
আমি ঘুরি সন্ন্যাসী হয়ে।
0.00 SBD,
3.89 STEEM,
3.89 SP
খুবই সুন্দর কবিতা লিখেছেন।
প্রতিদিন ভোর হয় সূর্য উঠে
স্বপ্নগুলো বাসা বাঁধে,
তুমি আছো বলেই
জীবনের সব কল্পনা,
ভালোবাসা নয় দুঃস্বপ্ন,
তবুও আশায় বেঁধে ছিলাম বাসা,
এক বুক যন্ত্রণা করছে ক্ষত এ হৃদয়টাকে,
পাওয়া না পাওয়ার মাঝে ও
ভালোবাসা আছে আবেগ অনুভূতিগুলো,
কষ্টের মাঝেও বেঁচে থাকে।
0.00 SBD,
3.88 STEEM,
3.88 SP
বাহ দারুন লিখেছেন।
অসাধারণ হয়েছে আপু।
স্বপ্ন যখন বুনেছিলাম হৃদয় জুড়ে একা
তোমার সাথে সেই বিকেলে যেদিন প্রথম দেখা।
আজ কেন সব পড়ছে মনে নেই তো তুমি কাছে
আমার কাছে সেসব স্মৃতি সব গোছানো আছে।
কেবল তুমি নেই যে কাছে, নেই আর সেসব দিন
একলা বুকের রক্তপাতে বইছি এখন ঋণ।
0.00 SBD,
3.86 STEEM,
3.86 SP
অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেয়
আমার চোখে স্বপ্নগুলো,
ক্ষত-বিক্ষত করে দেয় মন
ঘুরেফিরে আসে কষ্ট হাজারো।
স্বপ্নেরা আজ হাতছানি দিচ্ছে
পা বাড়িয়েছে দুঃস্বপ্নদের পথে,
তোমায় নিয়ে থাকা প্রণোদনা
পথ খুঁজেছে আজ ভয়ঙ্কর পীড়া।
তোমার নামে জ্বলে আমার রাতের তারা,
তোমার কথা ভেবে ভাঙে আমার বুকের পারা,
তোমায় নিয়ে এত আশা, এত ভালোবাসা,
কেন আজ তা হয়ে গেলো শুধুই বেদনার ভাষা?
স্মৃতির পাতায় আঁকা ছবিতে
দুঃখের রং শুধু লেগে থাকে,
আলোকছায়ার মায়াবী খেলায়
হৃদয়টা আজও কেঁদে উঠে।
হারানোর ব্যথা বুকের গভীরে
শব্দহীন চিৎকার তোলে,
ভালোবাসার ম্লান গল্পগুলো
অশ্রু হয়ে চোখে গড়িয়ে পড়ে।
একটা স্বপ্ন বারবার
ধুলোর মাঝে মিশে যায়,
একটা ব্যথা নীরবে
চোখের কোণে ভাসিয়ে যায়।
তোমার নামের প্রতিটা অক্ষর
সময় মুছে দিল ধীরে,
জ্বলতে থাকা শেষ আলোটাও
নিভে গেলো স্মৃতির ঘোরে।