আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মনে আমার ঝড়ো হাওয়া, আকাশে করেছে মেঘ।
যখন-তখন নামবে বৃষ্টি, ঝরবে সব আবেগ।
বাতাস যেন আপন কেউ, কানে কানে বলে সব।
পাখিরা আবার দল বেঁধে, করে কলরব।
লেখক
লেখক এর অনুভূতি:
অনেক সময় মনের দুঃখ কষ্ট গুলো বৃষ্টি হয়ে ঝরে। আর সেই রকম কিছু অনুভূতি আজকে এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পাখিদের কলরবে মুক্ত আকাশে,
ডানা মেলে হারিয়ে যেতে আমারও ইচ্ছা করে।
এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে,
হারিয়ে যেতে চাই আমি তোমারই সাথে।
মনের যত চাও পাওয়া,
রয়েছে আমার কল্পনাতে।
এই চাওয়া গুলো ঝরে যাবে আজ,
বৃষ্টির পানির সাথে।
বাহ খুব সুন্দর লিখেছেন ভাই।
আসলেই ভাই পাখিদের মত ডানা মেলে মুক্ত আকাশে উড়তে পারলে বেশ হতো। বেশ দারুণ লিখেছেন অনু কবিতাটি।
মেঘলা আকাশ, আমার হৃদয়ে বইছে ঝড়ো উত্তাল।
কান্নারা সব মিশে যাবে বর্ষণধারায়,নামবে আকাল।
হাওয়ারা ফিসফিসিয়ে গুনগুন করে,মনের কথা কয়।
পাখিরা সব নীড়ে ফেরে,দক্ষিণা বাতাশ বয়।।
দিদি আপনার অনু কবিতাগুলো সব সময়ই বেশ সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ দাদা,উৎসাহ দেওয়ার জন্য।
মনে আমার বর্ষার ঘনঘটা, চোখের জলে হৃদয় করেছে স্নান।
যখন-তখন ভাসবে জলে, প্রেমে হয়ে প্রত্যাখান।
কষ্টেরা যেন আপন আমার, হৃদয়ে বাড়ায় তীব্র জ্বলুনি।
বুকে রোয়া ভালোবাসার বীজ, আলোর মুখ আর দেখেনি।
দারুন ছিলো ভাই।
বাহ্ ভাই বেশ চমৎকার লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।
মেঘের দেশে ভাসিয়ে দিলাম
মনের যত কষ্ট গুলো
ভালোবাসায় মুছে দিলাম
মিছে সব আবেগ গুলো ।।
হৃদয় দিয়ে বাসবো ভালো
দেখবে তোমার দুটি চোখ
সত্যিকারের আবেগ দিয়ে
ভরবো তোমার হৃদয় বেশ।।
খুব ভালো হয়েছে আপু।
অসাধারণ লিখেছেন
ছন্দময় অনু' কবিতা পড়তে সবসময়ই অনেক বেশি ভালো লাগে আপু। আপনি দারুন লিখেছেন।
ভাবছি আমি দাওয়াই বসে, কখন আসবে বৃষ্টি।
মেঘ থেকে ঝরে পড়া, মহান সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।
ভাবছি আমি আনমনে, বয়ে চলছে হাওয়া।
অনুভবে মনে মনে, প্রিয়জনকে কাছে পাওয়া।
বাহ দারুন লিখেছেন।
মনে মনে অনুভবে প্রিয়জনকে কাছে পেলে মনের সব কষ্ট গুলো দূর হয়ে যাবে।
মন আমার ভীষণ খারাপ আকাশে জমেছে মেঘ
অঝোরে বৃষ্টি নামুক কমে যাক আবেগ
শুনেছি বৃষ্টি হলে নাকি আকাশের মন ভাল হয়ে যায়?
তাহলে নামুক বৃষ্টি কমে যাক দুঃখ
কমে যাক এই মনের যত গ্লানি!
মনের সব আবেগ তুলে ধরেছেন আপু দারুণ হয়েছে।
হৃদয়ে অনুভব করি অচীন কাহারে
অমাবস্যার কালো আঁধারে খুঁজে পাইনা তাহারে।
ক্ষুব্ধবায়ু বহে বহমান উত্তপ্ত হৃদয়ের মরুদেশে
তবুও তাকে দেখিনা সৃষ্টির অনাদিতে!
আমার বিষন্নতার ঘন কালো মেঘে
ঢেকে আছে পুরো আকাশ।
হয়তো নিরবতায় ঝরবে এক্ষুনি
আছে বিরহের যত আবাস।
স্মৃতির স্মরণে মনের গভীরে
স্নিগ্ধ এই হাওয়ায় যেন বেজে উঠে
প্রিয়তমার প্রতিধ্বনি ।
প্রানে জেগেছে উচ্ছ্বাস ,জুড়েছে নীড়ে ফেরা
বিমোহিত পাখিদের কলরব।
খুবই ভালো উদ্যোগ নিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই
মনের মাঝে কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে
ফেলে আসা দিনগুলো যে শুধু মনে পরে
সেদিন ছিলাম দুজন মিলে বড্ড বেশী কাছে
হারিয়ে গেলাম ঝরো হাওয়ায় শুধু দুজনাতে।