পানিহাটা ভ্রমণ

in #abb-intro2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই

আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে আমিও ভালো আছি

আমি কিছুদিন আগে একটি জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলাম আর সেই জায়গাটির নাম ছিল পানিহাটা , আর আজকে আপনার সাথে সেই পানিহাটা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব এবং সেই জায়গা সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব ।

প্রথমে বলে নেই পানিহাটা কোথায় অবস্থিত সেটা আগে বলেনি পানিহাটা শেরপুর জেলা নালিতাবাড়ী থানা নাকুগাঁ স্থলবন্দরের পাশে অবস্থিত ।

images (2).jpeg

মূলত পানিহাটা হল একটি পাহাড়ি অঞ্চল সে কারণেই সেখানে অনেক মানুষ ভ্রমণ করতে যায় আর সেখানকার জায়গা গুলো খুবই ভালো সেখান থেকে অনেক জিনিস অনেক প্রকৃতির মজা ভোগ করা যায় ।

আপনারা যখন পানিহাটা যাবেন প্রথমে আপনারা দেখতে পারবেন সেখানে একটি খেলার মাঠ তার পাশে দেখতে পারবেন একটি উঁচু পাহাড় এবং এই পাহাড়ের নিচে দেখতে পারবেন একটি নদী খুবই সুন্দর দেখতে পুরো ওয়েদারটা আর নদীর ওপারেই হলো ভারত সেখানে আপনারা ভারতীয় মানুষ দেখতে পারবেন ভারতীয় গাড়ি দেখতে পারবেন আরও দেখতে পারবেন ভারতের একটা ব্রিজ ।

ব্রিজের এপাশের জায়গাটুকু হলো বাংলাদেশ আর তার বিপরীত জায়গাটুকু হল ভারত এক কথায় বলা যায় যে বাংলাদেশ ভারতের সীমান্ত হলো ইব্রিজ আপনি যদি সেখানে প্রমাণ করতে চান সে ক্ষেত্রে আপনি ব্রিজের কাছাকাছি যেতে পারবেন কিন্তুুপারা যেতে পারবেন না সেখানে বিএসএফ নিয়োগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে তারা আপনাদেরকে যেতে দিবে না এবং কি ভারত থেকে যদি কেউ বাংলাদেশে আসতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের বিজিবি তাদেরকে বাংলাদেশ আসতে দেবে না ।

images (3).jpeg

পানিহাটা মাঠের পূর্ব দিকে একটু ছোট পাহাড় আছে তার উপর রয়েছে খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক খ্রিস্টানদের কবর এবং কি যিশু খ্রীষ্টের সমাধি সেখানে আপনারা গড়ে সব দেখতে পারবেন এবং কি আপনি তার বার্ষিকী ঘোরাঘুরি করেন সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক উপজাতি মানুষদের ঘরবাড়ি ।

পানিহাটা যাওয়ার আগে একটি জায়গা পাবেন যে জায়গার নাম নাকুগাঁও স্থলবন্দ সেই স্থলবন্দর দিয়ে আপনারা ইন্ডিয়া যেতে পারবেন , এবং শেষ স্থলবন্দরের পাশে দেখতে পারেন বাংলাদেশী সীমানার ভিতরে অনেক পাথর যেগুলো আনা হয় ভারত থেকে, আর ভারত থেকে আনা পাথরগুলো বাংলাদেশে এনে ছোট ছোট করে পুরা বাংলাদেশ সে পাথরগুলো সাপ্লাই দেয়

আনুমানিক 3,000 দিনমজুর - বেশিরভাগ মহিলা - নাকুগাঁ বন্দরের পাথর ক্রাশিং সাইটগুলিতে কাজ করে আর তারা প্রতিদিন ৪০০ টাকা অর্জন করে ।

তো এই ছিল আমার মোটামুটি সংক্ষিপ্ত এই জায়গা গুলোর বিষয়ে জানানোর , আর আপনারা যদি আরো ভালোভাবেই এই জায়গা গুলো সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ভ্রমণ করে আসবেন তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন আমি এবং দেখতে পারবেন।

যদি আমার কোথাও বলতে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি ভুলটি ধরিয়ে দেবেন ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করব ।

আসসালামু আলাইকুম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67975.29
ETH 3240.67
USDT 1.00
SBD 2.66