করবো তারে বিয়ে আব্দুল কাইউম
করবো বিয়ে আমি কিন্তু
দ্বীনদারী এক ললনা
মনের মাঝে থাকবে না যার
কোন প্রকার ছলনা।
চেহারাটা দেখলে যেন
মনে আসে প্রশান্তি
এক পলকেই দূর হয়ে যায়
সারাদিনের ভোগান্তি।
মিষ্টি মধুর কথায় যেন
কলিজা যায় জুড়িয়ে
ছলনাতে কোন কথা
না যেন দেয় ঘুরিয়ে।
বংশবলীর প্রভাব যেন
ছড়ায় থাকে নাম ডাকে
জ্ঞান গরিমা শিক্ষা দিক্ষার
কমতি যেন না থাকে।
লজ্জাহীনার মতো যে জন
বের হবেনা ঘর থেকে
সুযোগ পেলেই গোপন বন্ধু
আনবেনা ঘরে ডেকে।
পর্দানিশি মিষ্টি ভাষী
রবের প্রতি থাকবে ভয়
সংসারেতে ভেজাল হলে
কৌশলে সব করবে জয়।
অহরহ পর পুরুষে
দেখেনি যার চেহারা
সংগোপনে প্রেমের মাঝে
হয়নি যে জন মন হারা।
অল্পে তুষ্ট থাকবে সদা
হবে তো সে দ্বীনদারী
নিজের স্বার্থ রাখতে বজায়
করবে নাতো মনভারী।
দৃষ্টি দিলে যার চেহারায়
পড়বেনা চোখের পলক
মনের মাঝে শান্তি পাবো
দেখলে যারে এক ঝলক।
আমার কাজে সদা যে জন
করবে সহযোগিতা
সেই ললনার জন্য লিখবো
মন ভুলানো কবিতা।
যোগাড় করে দাও যদি কেউ
এমন একটা হুরপরী
নেব তাকে স্বযতনে
নিজ ঘরে আপন করি।
নগদ মোহর দেব তারে
কোন যৌতুক নেবো না
যত্ন করে রাখবো তারে
দুঃখ পেতে দেবো না।
চলবো দুজন রবের পথে
হালাল হারাম সব মেনে
আর দেরি নয় এমন সাথী
আমার নিকট দাও এনে।
করবো বিয়ে আমি কিন্তু
রাসূল যেমন বলেছেন
সুন্নাতি কায়দাতে যেমন
সাহাবীরা চলেছেন।