এবিবি ফান প্রশ্ন- ৩১৫ || বাঙালিরা ঝগড়ার সময় কেন বলে? "তুই জানিস আমি কে?"
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাঙালিরা ঝগড়ার সময় কেন বলে? "তুই জানিস আমি কে?"
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বাঙালিদের ভুলে যাওয়ার স্বভাব আছে তো তাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাঙালিরা অলস হলেও অতিরিক্ত ডায়ালগ বাজ সেটা অস্বীকার করা যাবে না।তাই বর্তমানে যে যত বেশি ডায়ালগ দিতে পারবে সেই বেশি টিকে থাকতে পারবে,এইজন্য আর কিছু পারুক না পারুক ঝগড়াতে বাঘের মাসি বলে ঠিক পরিচয় দেয়।।☺️☺️
একদম ঠিক বলেছেন আপু ডায়লগ দিতে তারা অনেক বেশি পছন্দ করে। তাই তো কথায় কথায় ডায়লগ মারে।
হি হি যেমন অলস তেমন ডায়ালগবাজ আরকি।
বাঙালিদের একটা স্বভাব আছে, সেটা হলো নিজের যে কোন ক্ষমতা নেই তা অন্যকে বুঝতে দেয় না । সেই জন্য অন্যের সাথে ঝগড়ার সময় "তুই জানিস আমি কে" -এই কথা বলে কনফার্ম করে নেয় সামনের পক্ষের লোক তার সম্পর্কে জানে কিনা। 😁🤭 যদি সামনের পক্ষের লোক জানে তার আসল পরিচয় তাহলে সে চুপ হয়ে যায় আর যদি সামনের পক্ষের লোক তার সম্পর্কে না জানে, তাহলে কিছু সময় একটু চিৎকার করে নেয়। হিহি🤭🤭
আমার তো মনে হচ্ছে আপনি ঝগড়ার উপর পিএইচডি করেছিলেন 😁। তাইতো সুন্দর করেই বুঝিয়ে বলেছেন 🤭।
হিহি🤭😂😂🤭 না ভাই, ঝগড়ার উপর পিএইচডি করিনি, জাস্ট একটু কল্পনা করেই বললাম।
আসলে ঝগড়ার সময় যারা এটা বলে, তারা এটা বলে মনে করিয়ে দিতে চায় যে,সে ঝগড়াটে পরিবার বা গোষ্ঠীর মানুষ। আর সেজন্য ঝগড়া করে তার সাথে কেউ পারবে না। মূলত যারা এই কথা বলে,তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই এটা বলে। আবার তাদের কাছে এটা এক ধরনের ক্রেডিট মনে হয়😂😂।
বিঃদ্রঃ আর যা-ই হোক,তাদের বুদ্ধি কিন্তু মারাত্মক। ঝগড়া করে জেতার জন্য দারুণ টেকনিক এপ্লাই করে 🤣🤣।
ঝগড়াটে পরিবারের লোক গুলো একটু বেশি ঝগড়া করে। কারণ পরিবার থেকে তারা প্রপার ট্রেনিং নিয়ে আসে। ঝগড়া করে জেতা কিন্তু এক প্রকারের প্রতিভা।
এটা হচ্ছে স্পেশাল প্রতিভা 🤣। এমন প্রতিভা আছে নাকি আপু 😂?
হা হা 😄
তার যে কোন ক্ষমতা নাই সামনের লোকটা জানে কিনা সেটাই পরীক্ষা করার জন্য এটা বলে থাকে 🤪
যদি একবার বুঝতে পারে সামনের লোকটা তাকে ভালোভাবে চিনতে পারে না, তখন বানিয়ে বানিয়ে এমন কথা বলে সামনের লোকটা যেন ভড়কে যায় 😄
আমি কিন্তু অমুক নেতার ছোট ভাই 🤪
অপর লোকটি তার সম্পর্কে জানে কিনা এটাই যাচাই করে আর কি। দারুন বলেছেন ভাইয়া বেশ ভালো লাগলো।
এই প্রশ্নের উত্তর আমিও দীর্ঘদিন যাবৎ খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাই না তারপরও মনেমনে একটা উত্তর ভেবে নিয়েছি নিজেকে মনে হয় আমাররিকার প্রধানমন্ত্রীর নাতি মনে করে ।
তাহলে তো বাঙালি জাতি আমেরিকার নাতি হয়ে যেত এতদিন 🤣।
বাঙালিরা ঝগড়ার সময় কেন বলে তুই জানিস আমি কে?
কারন , সে যাচাই করে আসলে তার অবস্থান কোথায়। সে যে আসলেই কিছুইনা সে এটা ঢাকার জন্য এরকম বলে থাকে । তার দুর্বলতা যাতে সামনের লোকটা জেনে না যায় তাই তার দুর্বলতা ঢাকার জন্য সে হাক ডাক করে তখন বলে ওঠে "তুই জানিস আমি কে?"
একে অন্যের সাথে যখন ঝগড়া করে তখন মেঝাঝ হয়ে যায় নিয়ন্ত্রনের উদ্ধে । তখন প্রতিপক্ষকে মনে হয় শ্রেষ্ঠ বিভীষণ।ওই কটূক্তির সাথে মুখ ফসকে এটাও বেরিয়ে যায় তুই জানিস আমি কে??? অথচ তারা নিজেরাই তো জানে না যে সে কে!!!!!
ঝগড়া, ক্ষমতা, চাপাবাজী আর চা দোকানের আড্ডাতে যদি নোবেল দেয়া হতো তাহলে বাঙালি ছাড়া আর কেউ পেতনা। বাঙালির চাপার জোর অকল্পনীয়, তাই তারা ঝগড়া লাগলে চাপাবাজী আর ক্ষমতার প্রতিযোগিতা দেয়। তাই তারা এক পর্যায়ে বলে "তুই জানিস আমি কে"?
তবে আমি নিশ্চিত জানি সে-যে কে, সে নিজেও জানেনা।
বাঙালির সকল ক্ষমতার উৎস চা দোকান। চা দোকান বিলুপ্তির সাথে সাথে বাঙালির ক্ষমতাও বিলুপ্ত হয়ে যাবে।
আসলে বাঙ্গালীদের স্মৃতিশক্তি একটু বেশি দুর্বল। যার কারনে তারা ঝগড়া করার সময় নিজেকেই চিনতে পারেনা 😁। আর এই জন্য যার সাথে ঝগড়া করে তাকে বলে "তুই জানিস আমি কে" 🤣🤣। ভুল করে হলেও তখন সত্যি কথাটা তাদের মুখ দিয়ে বের হয়ে যায় 😁😁। যদিও ঝগড়ার অভিজ্ঞতা নেই তবুও কিছু কথা বললাম😜। এখানে আবার যদি ঝগড়াটে কেউ থাকে, তাহলে আবার আমার সাথেই ঝগড়া করবে। সত্যি বললাম কেউ যেন কিছু মনে না করে তাই আমি এখন যাচ্ছি 🏃।
নিজেকে প্রেসিডেন্ট মনে করে তাই বুঝাতে চায় আমি কে বলে অপর পক্ষকে ।