মাথা উঁচু করে বাঁচা কাকে বলে? উন্নয়নের পরিভাষা কি?

in Incredible India3 months ago
1000032704.png

আজকে নিজের অভিমত একটি ছোট্ট কবিতার মাধ্যমে প্রকাশের প্রয়াস করেছি বটে, তবে অনেকেই সহমত পোষন নাও করতে পারেন।

কথাগুলো শুধু লিখতে হবে বলে লিখেছি তাই নয়, আমি মনে প্রাণে এই শিক্ষা পেয়েই বড়ো হয়েছি।

তার প্রমাণ হিসেবে গতকাল একটি আন্দোলনের পিটিশনে আমি সই করেছি, যেটি আমার এক্ পরিচিত উকিল বন্ধুর মাধ্যমে আমি পেয়েছিলাম।

আমার সেই পিটিশনে স্বাক্ষর একটি শান্ত প্রতিবাদ ছিল, বর্বরতার বিরুদ্ধে।

এছাড়াও, আপনাদের অনেকের জানা আমি বিভিন্ন ভাষার লেখা পড়ি, গত পরশু এরকম একটি লেখা পড়ে আমি শিউরে উঠেছিলাম।

সুরক্ষার স্বার্থে দেশের নাম উল্লেখ করছি না!
যেখানে আমাদের এক বন্ধু লিখেছিল, সকালে ঘুম থেকে উঠে সে জানতে পারে, গত রাত্রে ব্যাংকে পাহারারত দুই পুলিশ কর্মী নিহত হয়েছেন সন্ত্রাসী এবং লুঠতরাজদের হাতে!

যদিও বিস্তারিত কিছুই উল্লেখ করেনি, তবে এইটুকুই যথেষ্ট এটা বোঝার জন্য, প্রতিটি দেশেই বোধহয় কম বেশি অশান্তি প্রিয় মানুষের অবস্থান আছে।
যারা দেশ বোঝেন না, তারা কেবলমাত্র বোঝে আত্মতৃপ্তি আর আত্ম-স্বার্থের কথা!

তাই আজকে কবিতার নাম হিসেবে

উন্নয়ন
শব্দটিকে বেছে নিয়েছি।



IMG_20240812_233628.jpg
(সমাজ তথা দেশের প্রকৃত স্তম্ভ ঐক্যতা এবং সম্প্রীতি)

উন্নয়ন!

সংঘবদ্ধ হয়ে একসাথে পথ চলা;
মানুষ নামক একটাই জাতি সমস্বরে বলা!
থাকবে না যেথা অবক্ষয়ের ছবি;
ধোঁয়ায় পড়বে না ঢাকা পূব গগনের রবি!

যেথা থাকবে একটাই পরিচয়;
সকলেই মোদের আপন,
অপরিচিত কেউ নয়।

সম্মান যেথা সকলের সমান;
পাশে পাওয়া যায় হলে অভিমান!
নেই যেথা জাতিভেদ, নেই দলাদলি;
বিপদে সকলেই সংঘবদ্ধ,
খেলে না রক্তের হোলি।

মানবিকতার ভাষা যাদের
কম বেশি জানা;
সহমর্মিতায় অঙ্গীকারবদ্ধ
হতে, নেই যেথা মানা!

হানলে আঘাত রুখে দাঁড়াতে
নেই যেথা দ্বিধাবোধ;
ইতিহাস যারা মুছে দিতে চায়
তারা তো নির্বোধ!

অতীত যেখানে শিখিয়েছে
ঐক্যতাই মোদের বল;
শান্তির দিবাকর উদিত হোক
পিছনে ফেলে অবক্ষয়ের কোলাহল।

নব প্রজন্মকে, প্রবীণ শেখাবেন
ইতিহাসের গুরুত্ব কোথায়!
শান্তি দ্বারাও হয় সমাধান
রাখতে হবে মাথায়।

শিখতে হবে সকলকে
প্রকৃত উন্নয়নের অর্থ;
নইলে ইতিহাসের সংগ্রাম, ত্যাগ,
সম্পূর্ণটাই হয়ে যাবে ব্যর্থ।

- সুনীতা দত্ত।

IMG_20240812_233534.jpg
(ভালবাসা এবং অহিংসা বেছে নিতে হবে, প্রতিবাদের ভাষা হিসেবে)

আমার কাছে মাথা উঁচু করে বাঁচা মানে, সম্মান যতটা অন্যের থেকে আশা করবো, তার চাইতে অন্যকে বেশি সম্মান দেওয়া নির্ভেজাল ভাবে, মন থেকে।

বাংলায় একটা প্রবাদ আছে,

'ঘুঁটে পোড়ে, গোবর হাসে!'

গোবর যেদিন বুঝবে তার পরিণতি, সেদিন হয়তো শুভবুদ্ধির উদয় হবে।

যতদিন আমরা অন্যের পরিস্থিতি নিয়ে পাশে দাঁড়ানোর পরিবর্তে, তাদের শান্তির ভাষায় শিক্ষিত করার পরিবর্তে, উপহাসকে নিজেদের অভ্যেস করে অন্যের পরিস্থিতি নিয়ে পরিহাস করে যাবো নিজ নিজ যুক্তিতে;
ততদিন জানবেন উপরের প্রবাদ সেই মানুষের জীবনেও একদিন সত্যি হবে।

1000005964.jpg
1000004940.jpg
1000004598.jpg
1000004755.jpg
(জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর!- স্বামী বিবেকানন্দের সেই কথাগুলো বোধহয় আধুনিক সমাজ ভুলতে বসেছি!)

আজকে যদি অন্যের পরিস্থিতি নিয়ে পরিহাস করি, আগামীকাল আমাদের জন্য একই পরিস্থিতি অপেক্ষারত কিনা সেটা কি আমাদের কারোর জানা আছে?

আমি সুরক্ষিত এটাই যথেষ্ট নয়! উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়ন, যেখানে সকলে মাথা উঁচু করে বাঁচার, তথা প্রয়োজন পড়লে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার সাহস রাখতে সক্ষম।

আমি ভালো আছি, এটা ততক্ষণ সত্যি যতক্ষণ আমার চারপাশটা ভালো আছে।
যদি বাকিদের অস্তিত্ব না থাকে, তাহলে আমিও সময়ের আগেই নিঃশ্চিহ্ন হয়ে যাবো।

1000006417.jpg
(সন্ত্রাসমুক্ত, নির্মল হোক আকাশ, বাতাস তথা সমগ্র পৃথিবীর মানুষের চেতনা!)

আমরা অনেকেই বাকপটু কারণ, সেটা ঘরে বসে সুরক্ষিত ছাদের নিচে করতে কোনো বেগ পেতে হয় না, কিন্তু আসল পরিচয় তখন পাওয়া যায়, যখন পদক্ষেপ নেবার পালা আসে।

তখন কিন্তু বেশিরভাগ মানুষের অজুহাতের অন্ত নেই! মুশকিল হলো, সমাজের এক্ শ্রেণী শিক্ষিত মূর্খের অবস্থান, যারা জ্ঞান পাপী।

বেশ মজার বিষয়, আমরা একটা আঙ্গুল অন্যের দিকে তাক করলে বাকিগুলো যে, নিজেদের দিকেই চেয়ে আছে সেদিকে খুব কম মানুষের নজর যায়!

উন্নয়ন আর সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচার অধিকার পেতে হলে, পছন্দের কথা প্রথমেই ভুলতে হবে!
সেক্ষেত্রে সকলেই এক্ এবং অভিন্ন এই মানসিকতা রাখতে পারলেই বোধহয় প্রকৃত মানুষ তথা প্রকৃত উন্নয়ন সম্ভব।

আমরা কথা বলার পরে বুঝি ঠিক বললাম না ভুল, যদি কাজটা একটু উল্টোভাবে করার অভ্যেস করি? মানে আগে ভেবে, তারপর কথা বলি, তাহলে অনেক সমস্যার সমাধান এমনিতেই সম্ভব।

পূর্বেই উল্লেখিত অভিমত সম্পূর্ণ নিজস্ব, আর একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে, শিক্ষা আমি শৈশব থেকে পেয়ে বড়ো হয়েছি, এটা খানিক তার বহিঃপ্রকাশ।

1000010907.gif

1000010906.gif

Sort:  
 3 months ago 

সত্যি কথা বলতে আমাদের শিক্ষার বড্ড অভাব। কারণ কিছু ঘটনা আমাকে এই মুহূর্তে বিচলিত হতে বাধ্য করছে। কি জন্য নিজেকে আমরা শিক্ষিত বলি এটাই ভাবতে পারছি না। মাঝখানে বাহ্যিক মানুষ আবরণের মানুষ গুলো আজ পশুর স্বরূপ ধারণ করেছে।

উন্নয়ন শব্দটির অর্থ বোঝার মতো শিক্ষা পর্যন্ত আমাদের নেই, এটাই আমরা। সবাইকে নিয়ে ভালো থাকাটাই আমার কাছে ভালো যেটা আপনার লেখাতেও স্পষ্ট। সময় সর্বদা এক গতিতে যায় না এটাও পরিবর্তনশীল। তাই উল্লাসের নামে রক্তে খেলা এটাকে কি বলবো আমি নিজেও জানি না।

আপনার লেখাতে উপস্থাপিত কবিতাটি উন্নয়নের গভীর অর্থ বহন করে যেটা বোঝার জন্য প্রকৃত শিক্ষা থাকা দরকার শুধু মাত্র কাগজে টিক মার্ক যথেষ্ট না। আমিও নিজেকে শিক্ষিত বলবো না তবে কিছুটা বাস্তবতার আলোকে উপলব্ধি করতে পেরেছি।

পাশাপাশি, উপরোল্লেখিত দুইটি অনুচ্ছেদ হয়তো লেখার বাইরের কিন্তু এই লেখার পরিপ্রেক্ষিতে আমি আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আক্ষেপ প্রকাশ করেছি যেটা আমার মতো প্রতিটি সাধারণ মানুষের কাম্য বলে আমার মনে হয়।

TEAM 1

Congratulations!

THE QUEST TEAM has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags


post.PNG

Curated by : @sduttaskitchen

 3 months ago 

@sduttaskitchen,
ধন্যবাদ ম্যাম, আপনার মূল্যবান সময় ও মূল্যায়নের জন্য। ❤️

Loading...

It seems like there is unrest everywhere right now. I don't know about the incident you shared today. But the case that happened in Kolkata two-three days ago, with the doctor girl, is soul-stirring. It has shaken everyone's soul that how can a man stoop so low, how can he commit such atrocity. Somewhere our country's law becomes weak here. Because there is no definite punishment for this crime. The case is heated up in the media for a few days. After that, no one knows how and what happens. There will be marches, protests, everything happens, but when will the victim who lost her life or her family get justice. How much pain her daughter or that girl must have suffered that night due to this protest, only that girl knows. The day our country's law will create a harsh punishment for this, that day perhaps boys will think not once but a thousand times to commit such a crime. I am very angry and sad about this incident. He does not deserve to be called a human being. I feel that the pain that the boy gave to that girl, the same pain should be given to him. What more can I say, I am speechless.

 3 months ago 

I joined a petition filed by various Indians for the same reason. It's disheartening to see that there is little progress toward achieving peace, which is far from being a true reflection of civilization. My article and poem are driven by various reasons, and I believe it's time to bring attention to these issues.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.


1.gif

TEAM 7

Congratulations, your post has been successfully curated by Team 7 via @𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲

 3 months ago 

At last my article encouraged by my sweet friend 😄@𝐢𝐫𝐚𝐰𝐚𝐧𝐝𝐞𝐝𝐲

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91335.22
ETH 3181.67
USDT 1.00
SBD 3.00