কোথাও নিরাপত্তা নেই।

in আমার বাংলা ব্লগ2 days ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000175385.jpg

Pixabay



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। বর্তমানে আমাদের দেশের মানুষজন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি এগুলো বেড়েই চলছে। নতুন করে গণঅভ্যুত্থানের মাধ্যমে সাধারণ মানুষ শান্তি চেয়েছিল কিন্তু বর্তমানে শান্তি থেকে অশান্তি বেশি হচ্ছে। বর্তমানে নিউজফিডের খারাপ সংবাদ দেখলে ভীষণ খারাপ লাগে। বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতিতে রয়েছে যেখানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভীষণ অবনতি হয়েছে। এমন ভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরো অনেক বেশি খারাপ হবে। আমাদের দেশে যারা বড় বড় পর্যায়ে রয়েছে তারা বিভিন্ন প্রটোকল নিয়ে রাস্তায় চলাফেরা করে কিন্তু সাধারণ মানুষের তো কোন প্রোটোকল নেই। আমার কাছে এখন এমনটা মনে হচ্ছে এসব বড় বড় পর্যায়ের মানুষরা আমাদের দেশে সাধারণ মানুষ গুলোকে এখন অবহেলা করছে আর এই কারণেই পরিস্থিতি এত ভয়ানক হয়ে উঠেছে। একটি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যত বেশি মজবুত হয় জনগণ তত বেশি শান্তিতে বসবাস করতে পারে।

আমি কিছু দিনের পরিস্থিতি যদি বলি তাহলে খবরের পাতায় দেখা যায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, খুন‌ এগুলো ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগের একটা নিউজ দেখে ভীষণ হতাশ হয়েছিলাম। ঢাকা থেকে রাজশাহী গামী একটি বাসের ভেতরে ডাকাতি করে তারপর বাসের ভেতরে থাকা দুইজন মহিলাকে শ্লীলতাহানির ঘটনা।

শুধু যে শ্লীলতাহানি তা নয় একজন মহিলাকে ধর্ষণের ঘটনাও ঘটেছে। এরকম ঘটনার পরে পাশাপাশি দুটি থানার পুলিশ এটা নিয়ে কোন তৎপরতা দেখায়নি। আগেকার দিনে বাংলা ছবিতে দেখতাম দুটি থানার মধ্যবর্তী এলাকায় কোন কিছু ঘটলে কোন থানাতেই কেস নিতে চাইতো না। এই ঘটনাটায় ঠিক এমনটাই ঘটেছে। তবে পরবর্তীতে নিউজ চ্যানেল গুলো ঘটনাটা একটু হাইলাইট করলে যে, থানায় ঘটনাটা ঘটেছে সেই থানার ওসিকে ক্লোজ করা হয়।

পরবর্তীতে নতুন করে মামলা নেয়া হয়েছে এখন দেখা যাক ন্যায় বিচার কেমন হয়। তারপরে একুশে ফেব্রুয়ারির দিনে আরেকটা ঘটনা দেখে আরও বেশি হতাশ হয়ে ছিলাম। একুশে ফেব্রুয়ারি ফুল কুড়িয়ে একটি মেয়ে শিশু বাসায় ফিরছিল এমন সময় তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এরকম প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো দেখতে দেখতে ক্লান্ত লাগে। একজন মানুষ কিভাবে এমন অপরাধগুলো করতে পারে সেটা আমার মাথায় আসেনা।

এসব নর পিশাচ মানুষ হয়ে জন্ম নিয়েছে কিন্তু মনুষ্যত্ব এদের ভেতরে নেই। গত কালকে রাতে বন্ধু রাহুলের সাথে বর্তমানে আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গল্প করছিলাম। কারণটা হচ্ছে এপ্রিলের প্রথমের দিকে বাইক নিয়ে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ট্যুর দেওয়ার ইচ্ছা রয়েছে। কিন্তু দেশের পরিস্থিতি এতটা খারাপ থাকলে হয়তো আমাদের এত বড় ট্যুর দেয়া হবে না।

কয়েকদিন আগেও দেখতে পেলাম যে, মেরিন ড্রাইভের রাস্তায়‌ একটা ছেলে এবং একটা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এখন আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি যদি উন্নতি না ঘটে তাহলে হয়তো এত বড় একটা ট্যুর দেয়া হবে না। গতকালকে রাত বারোটার পর একটা ভিডিও দেখতে পেলাম যে, ঢাকার বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়িক থেকে ২০০ ভোরি স্বর্ণ ও এক লক্ষ টাকা লুট এবং সে ব্যবসায়ীকে গুলি করা হয়েছে।

আর এমনটা ঘটেছে সেই স্বর্ণ ব্যবসায়ীর বাসার খুবই কাছে থেকে। এরকম পরিস্থিতিতে ‌ গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে। তারপর রাত তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস করে জানায় যে, আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নতি করবে। এখন দেখার বিষয় নিরাপত্তা ব্যবস্থা আর কতটা উন্নতি করা হয়।

এরকম পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন। এখন নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে।



পোস্টের বিবরন

পোস্ট ধরন| জেনারেল রাইটিং
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 days ago 
1000175386.jpg1000175387.jpg1000175388.jpg
 2 days ago 

সত্যি, বর্তমানে বাংলাদেশের প্রতিটি জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। আসলেই আমাদের নিরাপত্তা কোথায়? কোথাও নিরাপত্তা নেই। দিন দিন দেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পারিপার্শ্বিক অবস্থা দেখলে ঘর থেকে বের হতেই ভয় লাগে। ছাত্র সমাজ যে সংস্কারের জন্য আন্দোলন করল সেই সংস্কার আজ কোথায়? চারিদিকে শুধু ভয় আর ভয়। প্রতিটি জনগণ এখন হয় কাবু হয়ে থাকে। এখন প্রতিটি সাধারণ মানুষের একটাই চাওয়া সেটা হলো নিরাপত্তা। সময়োপযোগী দারুন একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। এরকম সময় আমাদের সবাইকে যথেষ্ট সচেতন ভাবে চলতে হবে।

 yesterday 

হ্যাঁ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই প্রতিনিয়ত অপরাধমূলক কাজের নিউজ শুধু সামনে আসে যেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করছে। আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনী যদি শক্ত অবস্থান নেয় তাহলে এই সমস্ত অপরাধ মূলক কাজ খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে।

 yesterday 

বর্তমান সময়ে এখন শান্তির চেয়ে অশান্তি বেশি। নিরাপত্তার চেয়েও অনিরাপত্তাই বেশি হচ্ছে। আসলে সাধারণ মানুষ কোথায় যাবে। এসব অন্যায়ের বিচার তারা কোথায় পাবে। এমন কোন স্থান নেই সব দিক যেন দুর্বল হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বলতে দেশে কোন কিছুই নেই। ঘটনাগুলো আমিও শুনেছি। শুনে ভীষণ খারাপ লেগেছে। আসলে নিরাপত্তা কোথাও নেই। এখন বাড়ি থেকে বের হতে ভয় লাগে। পরিস্থিতি সব দিকেই খুব খারাপ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 87880.32
ETH 2431.51
USDT 1.00
SBD 0.69