স্বরচিত কবিতা: বসন্তের প্রতিশ্রুতি
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা বসন্তের প্রতিশ্রুতি কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
---|
কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে কী দান—তা বলে শেষ করতে পারব না।
বসন্ত মানে নতুন শুরু, প্রাণের জয়গান। এটি ভালোবাসার ঋতু, কবিতার পাতায় পাতায় যার স্বাদ লেগে থাকে। পল্লী-বাংলার মাঠে যখন সরস্বতী পূজার উৎসব বা দোলের রঙ খেলায় মেতে ওঠে মানুষ, তখন বসন্ত হয়ে ওঠে সমস্ত হৃদয়ের অলংকার।প্রকৃতি আর মানুষের মিলনমেলায় বসন্ত চিরকালই অনুপ্রেরণা। তাহলে চলুন এবার কবিতাটি শুরু করা যাক।
বসন্তের প্রতিশ্রুতি:
লেখক : আবু বকর সিদ্দিক
ফাল্গুনের হাওয়ায় আজ
ভেসে আসে গন্ধরাজ,
শিমুলের রাঙা চিঠি
লিখে দেয় অকারণ।
কৃষ্ণচূড়া মেঘে মেশে,
পলাশের অগ্নি-বেশে
জ্বলে ওঠে বনভূমি
নতুন রঙের বরষণ।
কোকিলের কণ্ঠে শুনি
বৃষ্টিস্নাত সুরের ধ্বনি,
আমের মুকুলে লেগে
মৌমাছির গুঞ্জরণ।
বসন্ত এসেছে বলে
হৃদয়ে জাগে অকারণ,
ফাগুনের এই মন্ত্র
ভেঙে দেয় সব বন্ধন।
সমাপ্ত :
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Comment Link🖇️
1.https://x.com/Moto5g638776/status/1907753823764107773?t=a8-Coj90bMvp0rPnfrN_sA&s=19
2.https://x.com/Moto5g638776/status/1907754721101984016?t=QFzf2jQduPCAjCRuLwSfNQ&s=19
3.https://x.com/Moto5g638776/status/1907759169459073451?t=wIA_0W2wJCeOhigK5KQWGQ&s=19
X-promotion
বাহ ভাই আপনি অনেক চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন পরে মুগ্ধ হয়ে গেলাম। বসন্তের রঙে প্রতিটা জীবন রঙিন হয়ে উঠুক। আপনার কবিতার প্রত্যেকটা লাইন অসাধারণ লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বসন্ত শুধু যে মানুষের মনকে রাঙ্গিয়ে তোলে এমনটা নয়। বসন্ত প্রকৃতিকে ও খুব সুন্দর করে রাঙিয়ে তুলে চারদিকে ঝলমল করে প্রকৃতি। খুব সুন্দর অনুভূতি নিয়ে আপনি দারুন একটি কবিতা লিখলেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে।