অনলাইন প্রতারকের সংখ্যা বেড়ে যাচ্ছে||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে একটি কথা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে আমরা অনেক খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই। সেই খারাপ অভিজ্ঞতাগুলো যখন আপনাদের মাঝে শেয়ার করি যাতে সবার মাঝে সচেতনতা তৈরি হয় এবং আপনারও প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন। তাই আজকে আমি একটি পোস্ট শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

অনলাইন প্রতারকের সংখ্যা বেড়ে যাচ্ছে:

people-2562694_1280.jpg
source


বর্তমান সময়ে আমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকি। আমরা একজন মানুষকে বিশ্বাস করে নিজের পছন্দের পণ্যটি ক্রয় করি। আমার কাছে মনে হয় ব্যবসা এমন একটা জিনিস যেখানে সততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনলাইনে বর্তমানে ছোট বড় বিভিন্ন রকমের ব্যবসায়ী ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে কারা প্রকৃত ব্যবসায়ী আর কারা প্রতারক এটা বোঝা খুবই মুশকিল। অনলাইন প্লাটফর্মে প্রতারক চেনা অনেক কঠিন।

কয়েকদিন আগে অনলাইনে একটি পণ্য দেখে আমার খুবই পছন্দ হয়। দাম নিজের সাধ্যের মধ্যেই ছিল। তাই সেলারের সাথে যোগাযোগ করলাম। তিনি দ্রুতই আমার সাথে যোগাযোগ করলেন। আর পণ্যটির পুরো ডিটেলস আমাকে বললেন। মোটামুটি আমার কাছে ভালোই মনে হল। তাই কোন কিছু না ভেবে অর্ডার করে ফেললাম। পণ্যটির দাম মোটামুটি ভালোই ছিল। তবে লোকটির কথা শুনে আমার মনে হয়েছিল উনি মিথ্যা বলবেন না। তাই পণ্যের ডিটেলস অনুযায়ী মোটামুটি সব ভালো লেগেছিল বলেই অর্ডার করে ফেললাম।

এরপর উনি কিছু টাকা আমার কাছ থেকে নিলেন। আমি সাথে সাথেই পেমেন্ট করে দিলাম। আর পণ্য হাতে পাওয়ার পর বাকি গুলো পেমেন্ট করতে চাইলাম। উনিও রাজি হয়ে গেলেন। এরপর কেটে গেল দুই দিন। আমার প্রয়োজনীয় পণ্যটি আমি হাতে পারছিলাম না। বারবার কুরিয়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে কোন খবর পাচ্ছিলাম না। এরপর দুইদিন পার হওয়ার পর আবারো কুরিয়ার সার্ভিসে চলে গেলাম। সেখানে গিয়ে তেমন কোন খবর পেলাম না। কিছুক্ষণ পর আমাকে ফোন দেওয়া হল এবং আমি সেখানে গিয়ে যখন আমার পার্সেলটি রিসিভ করলাম তখন দেখলাম সেটা প্যাকেট করা। তাই সেভাবে দেখার উপায় নেই। আমি ভাবলাম যেহেতু ডিটেলস আগেই বলা হয়েছে তাই দ্রুতই প্রেমেন্ট করে দিলাম।

যখন আমি পণ্যটি হাতে পেলাম তখন আমার এতটাই বাজে অভিজ্ঞতা হয়েছিল সেটা প্রকাশ করার মত নয়। মানুষ কয়টা টাকার জন্য যে এতটা প্রতারণা করতে পারে এটা ভেবে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে। আসলে ব্যবসায়ীরা যদি সৎ না হয় তাহলে তাদের ব্যবসা কখনো টিকিয়ে রাখতে পারবে না। এরকম প্রতারণার ফাঁদে আমরা অনেক সময় পড়ে যাই। আর অনলাইন থেকে কেনাকাটা করার উপর বিশ্বাস উঠে যায়। আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনারা সচেতন হবেন এবং পরিবারের সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবেন।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago (edited)

আসলে এখন একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে চুরি বিদ্যা মহাবিদ্যা। আর যারা এই চুরি বিদ্যা পরে জীবনে বড় হয় তারা কখনো সুখ শান্তি পায় না। ঠিক অনলাইনেও এখন বিভিন্ন ধরনের খারাপ ব্যক্তিরা বিভিন্ন
ফাঁদের সৃষ্টি করে। আর এই ফাঁদে যে একবার পড়ে যায় তার সর্বস্ব সে হারিয়ে ফেলে।

 4 months ago 

ঠিক বলেছেন দাদা অনলাইনে এরকম খারাপ লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা সবাইকে বিপদে ফেলার চেষ্টা করে।

 4 months ago 

অনলাইনে প্রতিনিয়ত মেলা রকমের প্রতারণা চলছে। আমি একবার প্রতারণার শিকার হয়ে আর এদিকে পা দেই না। কারণ লোভনীয় অফার দেখাবে কাজ দেখাবে তার মধ্য দিয়েই হাতিয়ে নেবে হাজার হাজার টাকা।

 4 months ago 

সত্যি ভাইয়া অনলাইনে অনেক রকমের প্রতারণা চলছে। আর সেই প্রতারণার শিকার হচ্ছি আমরা। সাবধানে সবকিছু করা উচিত।

 4 months ago 

অনলাইনে যেকোনো পণ্য কিনতে হলে,পার্সেল হাতে পেয়ে ভালোভাবে বুঝে নেওয়ার পর পেমেন্ট করতে হয়। নয়তো এভাবেই ঠকতে হয়। কারণ দিনদিন প্রতারকদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এরা আসলে ব্যবসায়ী নামের প্রতারক। যাইহোক আপনার বাজে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ঠিক বলেছেন ভাই সব কিছু বুঝে শুনে এরপর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ভুল থেকেই আমরা আসলে সতর্ক হই। এখন থেকে অনেক সতর্ক হতে হবে ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64