জেনারেল রাইটিং-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব||

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট আপনাদের সবার মাঝে শেয়ার করব। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব:

india-322_1280.jpg

source


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মধ্যবিত্ত মানুষদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সময়ের সাথে সাথে সবকিছুর দাম আমাদের মত মধ্যবিত্ত মানুষদের হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। সবজির বাজার থেকে শুরু করে মাছের বাজার সবকিছুই যেন আমাদের সাধ্যের বাহিরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষরা বেশি ভোগান্তির মধ্যে পড়েছে। খেটে খাওয়া দিনমজুররা অসহায় হয়ে পড়েছে। তাদের আয় রোজগার না বাড়লেও খরচ বেড়ে গেছে। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়েই চাল, ডাল, সবজি সবকিছু কিনে বাড়ি ফেরে। আর পরিবারের মানুষগুলো তার জন্য অপেক্ষা করে। কিন্তু দিনশেষে যদি তারা পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দিতে না পারে এর চেয়ে ব্যর্থতা আর কিছুতেই নেই। চালের দাম যেমন বেড়ে গেছে তেমনি বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের সবজির দাম। প্রত্যেকটা সবজির দামে মনে হয় যেন আগুন লেগেছে।

খেটে খাওয়া মানুষরা যেখানে দুবেলা পেট ভরে ভাত খাওয়ার অর্থ জোগাড় করতে পারেনা সেখানে ১০০ টাকা কেজি দরে সবজি কিনে খাওয়া তাদের কাছে অনেক বেশি কঠিন। মাছ-মাংস কিনে খাওয়ার সামর্থ্য হয়তো তাদের নেই তবে সময়ের সাথে সাথে সবজি কিনে খাওয়ার সামর্থ্য তারা হারিয়ে ফেলছে। এরকম খারাপ পরিস্থিতিতে সাধারণ মানুষরা একদম ভালো নেই। আর আমাদের মত মধ্যবিত্ত মানুষরা আরও বেশি বিপাকের মধ্যে পড়েছে।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির প্রভাব যেমন আমাদের উপর পড়েছে তেমনি নিম্ন আয়ের মানুষের উপর বেশি পড়েছে। তাদের আয় বাড়েনি কিন্তু খরচ যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে তাদের দুবেলার খাবার জোটানোই কঠিন হয়ে গেছে। জানিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কখনো নিয়ন্ত্রণ হবে কিনা। তবে এভাবে চলতে থাকলে আমরা যেমন বিপদের মধ্যে পড়বো তেমনি সাধারণ খেটে খাওয়া মানুষদের না খেয়ে মরতে হবে।

বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই প্রভাব দেখে আমরা কেউ ভালো নেই। আর নিজের অভিজ্ঞতা থেকেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবাই প্রার্থনা করি সবকিছু যেন আবারো আমাদের সবার সাধ্যের মধ্যে চলে আসে। আর দুবেলা আমরা যেন সবাই খেয়ে পড়ে বাঁচতে পারি।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন। আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

ঠিকই বলেছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধগতিতে সব চেয়ে বিপদে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা আর মধ্যবিত্তরা। দৈনিক আয় করা মানুষে এই বাজারে পরিবারের সদস্যদের মুখে দু'বেলা সব্জি ভাতের যোগার করতেই হিমসিম খাচ্ছে। যে হারে সব্জি ও মাছের দাম বাড়ছে তা এখন নাগালের বাহিরে চলে যাচ্ছে নিম্ন আয়ের ও মধ্যবিত্তদের। দ্রুত এর সমাধান হওয়া দরকার। বেশ সময় উপযোগী লিখা লিখেছেন। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

আমাদের সমাজের নিম্ন আয়ের মানুষগুলো আরো বেশি সমস্যা করেছে আপু। দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।

 4 months ago 

ভাইয়া বড়লোকদের তো অনেক টাকা আছে আর গরিবদের অনেক কষ্ট কিন্তু মধ্যবিত্তদের তার থেকেও বেশি কষ্ট। এরা না পারে ভালোটা গ্রহণ করতে আবার না পারে না খেয়ে থাকতে। দিন দিন যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে এতে সবারই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে অনেক কথা লিখেছেন। আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। এরকম দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকলে খুবই সমস্যা এর সমাধান দ্রুত করা প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

ঠিক বলেছেন আপু বড়লোকদের হয়তো সেই সমস্যা নেই। কিন্তু গরিব যারা রয়েছে তাদের বেশি সমস্যা হয়েছে আপু।

 4 months ago 

বর্তমান দিনদিন যে অবস্থা হচ্ছে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতিতে চলতে থাকলে দেশের মানুষ অকালে মৃত্যুবরণ করবে কার অভাবে। হয়তো এর পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে। তবে এমন পর্যায় দ্রুত আমাদের সকলের মাঝ থেকে বিদায় নিয়ে এই কামনা করি।

 4 months ago 

দিনে যত যাচ্ছে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আমরা সবাই এই সমস্যার মধ্যে পড়েছি আপু।

 4 months ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা কেউ ভালো নেই।আসলে মাছ মাংস খেলে হয়তো পারা যায় কিন্তু সবজি না খেলে দরিদ্র মানুষ কিভাবে বাঁচবে। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে আমরা কেউ ভালো নেই। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 months ago 

প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। এর জন্য হিমশিম খাচ্ছে সর্ব শ্রেণীর মানুষ। সর্ব শ্রেণীর মানুষের মধ্যে প্রভাব পড়েছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির। তাই দোয়া করে দ্রুত একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা সৃষ্টি হোক দেশের মধ্যে।

 4 months ago 

সময়ের সাথে সাথে সব কিছুর দাম অনেক বেড়ে যাচ্ছে। আর আমরা সবাই হিমশিম খাচ্ছি। এই প্রভাব সবার উপরেই পড়েছে ভাই।

 4 months ago 

ভাইয়া বর্তমান সময়ে বাংলাদেশে কিশোর দাম অনেক বেশি। একদম ঠিক বলেছেন খেটে খাওয়া মানুষগুলো মাছ-মাংস খেতে পারবেনা কিন্তু শাকসবজি ও কিনে খেতে কষ্ট হয়ে থাকতে। আর সবজির দাম ১০০ টাকা করে। অনেক মানুষ আছে দিনমজুর কাজ করে ওই টাকা দিয়ে বাজার করে প্রত্যেক দিনের খাওয়ার খায়। তবে এভাবে চলতে থাকলে একদিন মধ্যবিত্ত মানুষগুলো গরীব হয়ে যাবে। আর গরিব হয়ে যাবে ফকির। সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

আপু আপনি বানান ঠিকভাবে লিখবেন। তাহলে বানানের অর্থটা ঠিক থাকবে। সবকিছুর দাম সত্যি অনেক বেড়ে গেছে আপু।

 4 months ago 

আসলে বর্তমানে এখন দেশের অবস্থা যেরকম হয়ে দাঁড়িয়েছে তা কখনোই হয়েছে বলে মনে হয় না৷ এই বন্যার পাশাপাশি অনেক ধরনের সমস্যার কারণে এখন সব কিছুর দাম একেবারে বেশি৷ একই সাথে এখানকার যে সকল শাক সবজি রয়েছে সেগুলোর দাম এত বেশি যে মানুষরা এগুলো কিনে খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে৷ মধ্যবিত্ত মানুষজন এই খাবার কিনে খেতে পারছে না৷ অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে৷ ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 4 months ago 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা আর বলতে ইচ্ছা করে না। কোন সরকার বাজার নিয়ন্ত্রন করতে পারে না। কেউ সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না। বাংলাদেশের মানুষ সিন্ডিকেটের কাছে জিম্মি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.24
JST 0.034
BTC 96580.26
ETH 2763.74
SBD 0.66