ভবিষ্যত নিয়ে চিন্তা
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন কিছু নিয়ে। আমরা প্রতিটি মানুষই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। ভবিষ্যতে আমাদের অবস্থা কি রকম হবে সেগুলো সব আমরা পরিকল্পনা করে রাখি। কিন্তু আমরা কেউ কি জানি আমাদের মৃত্যু কোথায় লেখা আছে। দেখা যায় আগামী ১০ বছর পর কি করবে সেই পরিকল্পনা পর্যন্ত আমরা করে রাখি। কিন্তু এই পরিকল্পনা করতে করতেই আমরা মারা যাব না তার কোন ঠিক আছে। কিন্তু এই সত্য বিষয়টা নিয়ে আমরা কেউ ভাবি না। আসলে এগুলো নিয়ে ভাবার সময় নেই। তাহলে ভবিষ্যৎ আমাদের নিরাপত্তাহীন হয়ে যাবে।
ভবিষ্যৎ চিন্তা করতে করতে অনেকেই দেখা যায় যে বর্তমানকে নষ্ট করে। ধরুন একজন মানুষ যে ইনকাম করছে তা দিয়ে সে স্বাচ্ছন্দে বর্তমান সময়ে পার করতে পারে। কিন্তু সেটা না করে বর্তমান সময়ে কষ্ট করে ভবিষ্যতের জন্য জমা করে। কিন্তু ভবিষ্যতে যদি সেই বেঁচেই না থাকে তাহলে তার সারা জীবনের কষ্টই মাটি হয়ে যাবে। অনেকে আছে ১০ টাকা ইনকাম করলে সে কষ্ট করে পাঁচ টাকা খরচ করে, আর পাঁচ টাকা সঞ্চয় করে। কিন্তু দেখা যায় যে সে ৮ টাকা খরচ করে ২ টাকা সঞ্চয় করলে বর্তমানে তার আর কষ্ট করতে হচ্ছে না। সে স্বাচ্ছন্দে বর্তমান সময়টাকে পার করতে পারে। আমি এরকম সঞ্চয়ের পক্ষপাতী কখনোই না। বর্তমান সময়ে খেয়ে না খেয়ে সব ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার কোন মানে হয় না। সেই জমানো অর্থ যদি ভবিষ্যতে খরচ করার কোন গ্যারান্টি না থাকে তাহলে কেন বর্তমান সময়ে এত কষ্ট করা। এখন অনেকে আবার ভাবতে পারেন যে আমি সঞ্চয়ের বিপক্ষে কথা বলছি। আসলে আমি সঞ্চয়ের বিপক্ষে কথা বলছি না আমি বলছি সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে। আমাদের চিন্তা করা উচিত আমাদের এমনভাবে সঞ্চয় করা উচিত যেন বর্তমানে আমরা আরামে কাটানোর পর অবশিষ্ট অংশ দিয়ে সঞ্চয় করি। যাতে আমরা মারা গেলেও আফসোস না থাকে।
অনেকে আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন। কারণ মানুষের চাহিদারও কোন শেষ নেই। যার যেমন ইনকাম তার চাহিদাও সেরকম। সেরকম বললে ভুল হবে চাহিদাটা তার থেকে বেশি। একজন মানুষ ১০০ টাকা ইনকাম করলে তার চাহিদা থাকে ১৫০ টাকা। আবার একজন মানুষ ১০ হাজার টাকা ইনকাম করলে তার চাহিদা থাকে ১৫ হাজার টাকা। এজন্য চাহিদা কেউ কিছুটা সংযত করা উচিত।
কিন্তু বর্তমান সময়ে বাজারের যে অবস্থা মানুষজন সঞ্চয় করবে কোথা থেকে। বর্তমান সময়ে ভালোভাবে চলতেই পারে না ভবিষ্যতের কথা তো দূরে থাক। তারপরও আমার মনে হয় যে প্রতিটি মানুষের উচিত তার মনের চাহিদারও কিছুটা পূরণ করা। সব ভবিষ্যতের জন্য জমিয়ে না রাখা। কিন্তু অবশ্যই লাগাম ছাড়া চাহিদা না।
হঠাৎ এই এলোমেলো কথাগুলো মাথার মধ্যে ঘুরছিলো। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে আমার সঙ্গে একমত নাও হতে পারেন । কিন্তু আমার কথা শুনে কেউ রাগ হবেন না। একেকজনের চিন্তাধারা একেক রকমের।
যাই হোক সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

একদম বাস্তব সম্মত কিছু কথা বলেছেন আপু । আসলে আমরা একটু বেশি চিন্তা করে ফেলি ভবিষ্যৎ নিয়ে । কিন্তু আমরা কি আদৌ এক সেকেন্ড বাঁচবো কিনা সেটা ভাবি না । আর হচ্ছে ভবিষ্যতের জন্য আমরা একটু বেশি সঞ্চয় করে ফেলি । যদিও বর্তমান অনেক কঠিন সময় চলে যাচ্ছে আমাদের । কিন্তু উচিত ছিল এটা ভাবা যে কিভাবে বর্তমান সময়টাকে যাতে ভালোভাবে কাটানো যায় ।
সব থেকে বেশি আমার মনে হয় তো বর্তমানকে প্রাধান্য দেওয়া উচিত। তারপরে ভবিষ্যৎ। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমিও আপনার সাথে একমত পোষণ করছি আপু। অনেক মানুষ আছে যারা বর্তমানে খুব কষ্ট করে চলবে,কিন্তু ভবিষ্যতের জন্য বেশ ভালোই সঞ্চয় করে। এটা মোটেই ঠিক না। মূলত এগুলো কৃপণ মানুষেরা করে থাকে। এদের আত্মাও নাকি অভিশাপ দেয়। ভবিষ্যতের জন্য সঞ্চয় করা ভালো, কিন্তু সেটা স্বল্প পরিমাণে। বর্তমানে ভালো থাকতে না পারলে, ভবিষ্যতের সঞ্চয় দিয়ে কোনো লাভ নেই। লাগামহীন খরচের পক্ষপাতিত্ব আমিও করি না। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছে বর্তমানকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। বর্তমানের সব শখ পূরণ করার পরেই না ভবিষ্যতের জন্য সঞ্চয় করা উচিত। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কথাটা একদম ১০০% সত্যি।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
আসলে প্রত্যেকটা মানুষের চাহিদা অনেক বেশি থাকে। আর তারা তাদের চাহিদা একটা পূরণ করলেই আরেকটা দেখে। তারা তাদের সাধ্যের বাহিরে বেশিরভাগ সময় চিন্তা করে থাকে। আমাদের উচিত বর্তমান নিয়ে বেশি চিন্তা করা। আর পরবর্তী দিনের জন্য কিছু টাকা হলেও সঞ্চয় করে রাখা। আপনি যে টপিকটা তুলে আজকের পোস্টটা লিখেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমাদের চাহিদা কে সংযত করা উচিত এটা ঠিক।
মানুষের চাহিদার কোন শেষ নেই। তাই বলে যে সব চাহিদা পূরণ করতে হবে তা কিন্তু না। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
দারুন একটা পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। আপনার এই পোস্ট যখন করেছিলাম তখন সত্যি অনেক বেশি ভালো লাগছিল,কারণ আপনি বাস্তব ধর্মী কিছু কথা আমাদের মাঝে তুলে ধরেছেন। আমিও সেটাই মনে করি ভবিষ্যতের কথা ভেবে শুধু সঞ্চয় করে গেলে চলবে না, বর্তমান অবস্থার কথাও চিন্তা করতে হবে। সঞ্জয় করা অনেক ভালো তবে বর্তমানকে কষ্ট দিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করাটা সত্যিই বোকামি। এমন অনেক মানুষ আছে যারা এরকম বোকামি করে কিন্তু সে বেঁচে থাকবে কি থাকবে না এটার কোনো গ্যারান্টি নেই। আবার কিছু কিছু মানুষ আছে যারা কিনা সাধ্যের বাহিরে তাদের চাওয়া পাওয়া এদের আবার চলাচল করা অনেকটাই কষ্টকর এরা আবার ভবিষ্যতের কথা বিন্দুমাত্র চিন্তা করে না। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের যে অবস্থা মানুষ কিভাবে সঞ্চয় করবে..! দ্রব্য সামগ্রির ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত পরিবার গুলো সত্যিই অনেক বেশি কষ্টে দিন পার করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
অনেকেই এমন করে বর্তমানে খুব কষ্ট করে জীবন অতিবাহিত করে ভবিষ্যতের জন্য সব জমিয়ে রাখে। তারা আদৌ কি সে সব সম্পত্তি ভোগ করতে পারে কিনা সন্দেহ। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
খুব সুন্দর পোস্ট আপু।আমিও আপনার সাথে একমত।আমিও কখনোই বর্তমান কে কষ্ট দিয়ে সুখী অতিত কামনা করি না।তাই বলে যে একেবারে সঞ্চয় করবো না তা নয়।নিজেকে কষ্ট দিয়ে সঞ্চয় নয়।অনেকেই আছে ভবিষ্যৎ ভেবে ভেবে খুব কষ্টে দিনপাত করে কিন্তুু আসলে কি এটা ঠিক।মরে গেলে তো সব কেউ নিয়ে যাবে না।তাই আমিও মনে করি সবার নিজেকে কষ্ট না দিয়ে চলা।বর্তমানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যা বর্তমান বয়সেই দরকার কিন্তুু সেটা যদি বৃদ্ধ বয়সে পেতে চাই তাহলে কি করে হবে। খুব ভালো লাগলো পোস্ট টি।ধন্যবাদ আপু সুন্দর গুছিয়ে পোষ্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু নিজেকে কষ্ট দিয়ে কখনোই সঞ্চয় নয়। যাই হোক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে মানুষ কখন যে, নিজের বর্তমান সময়টা নষ্ট করে ফেলে তা কেউই বুঝতে পারে না। মানুষ যত টাকা ইনকাম করে, তার থেকে বেশি চাহিদা থাকে। আর এই চাহিদার কারণে তারা কোন কিছু করতে পারে না। আসলে এতসব কিছু পরিকল্পনা করতে করতে আমরা কখন যে মারা যাব, এই বিষয়টা কেউই চিন্তা করি না।
একদম ঠিক বলেছেন ভাইয়া ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানকে নষ্ট করে ফেলে। শেষে গিয়ে সেই ভবিষ্যতকেও ভোগ করতে পারে না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে আপু মানুষের চাহিদার কোন শেষ নেই। আমাদের আয় অনুযায়ী সঞ্চয় করতে হবে। ভবিষ্যতের জন্য চিন্তা করে বতর্মান খারাপ করে কোন লাভ নেই। কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় এর প্রয়োজন আছে। বতর্মানে ভালো ভাবে চলতে হবে এবং ভবিষ্যতের জন্যেও সঞ্চয় করতে হবে। তবেই না জীবন সুন্দর হবে। বেশ চমৎকার লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।।
ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তা বর্তমানে সচ্ছলভাবে চলার পরেই করা উচিত। ধন্যবাদ মন্তব্যের জন্য।