তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের দশম পর্ব।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে 'তোমাকে ছোঁয়ার সাধ্য আমার নেই' গল্পের দশম পর্ব উপস্থাপন করছি। আশা করি, গল্পের দশম পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।

pexels-vjapratama-935824.jpg
সোর্স


(রাজু বাইরে থেকে এসে দেখে মেঘা তার রুমে মুখ অন্ধকার করে বসে রয়েছে। সঙ্গে সঙ্গে রাজু মেঘার কাছে যে মেঘাকে বলে।)

রাজু:কি হয়েছে তোর?এমন মুখ অন্ধকার করে কেন বসে রয়েছিস?
মেঘা:দাদা আমার কিছু হয়নি আমাকে একটু একা থাকতে দে।
রাজু: আমি জানি আমার বোনের কিছু না কিছু হয়েছে।সৃষ্টি তোকে কোন কিছু বলেছে তার জন্য মন খারাপ।
মেঘা: সৃষ্টি কেন আমাকে কিছু বলতে যাবে। আমি ওকে আরো কথা শুনিয়েছি।
রাজু: তাইলে কি নিয়ে মন খারাপ করে বসে আছিস কেউ কিছু বলেছে?
মেঘা: না দাদা আমাকে কেউ কিছু বলেনি।
রাজু: আচ্ছা তোর বলতে হবে না। আচ্ছা সৃষ্টি কেমন আছে?
মেঘা: সৃষ্টি খুব ভালো আছে দাদা। ওর মত ভালো এই পৃথিবীতে আর কেউ নেই।
রাজু: আমি জানতাম ও খুব ভালো থাকবে। কারণ ওর মতন মেয়ে খারাপ থাকতে পারে না। আচ্ছা সৃষ্টির ফোন কেন বন্ধ ছিল কিছু জানতে পারলি?
মেঘা: হ্যাঁ জানতে পেরেছি।
রাজু: কেন বন্ধ ছিল তার ফোন?
মেঘা: ও এখন এতই ভালো আছে দাদা, যে এখন ওর ফোন ব্যবহার করার প্রয়োজন হয় না।
রাজু:বাহ এটা তো খুব ভালো কথা। তোর বন্ধুকে একদিন আমাদের বাড়িতে আসতে বল?
মেঘা: দাদা, সৃষ্টিকে আমি আসতে বললেও ও আসতে পারবে না।
রাজু: কেন পারবে না তুই ওর কাছের বন্ধু। তোর কথা ও ফেলতে পারবে না। সৃষ্টি যতই ব্যস্ততার মধ্যে থাকুক না কেনো।
মেঘা: দাদা আমি হাজার বললেও ও আর কোনদিন বাড়ির বাইরে আসতে পারবে না।
রাজু:আমি জানতাম ও একটি ভালো মেয়ে কিন্তু ওর ভেতর এতটা অহংকার সেটা আমি কোনদিন কল্পনাও করিনি।
মেঘা: দাদা তুই ওকে এমনটা বলিস না ও খুব ভালো মেয়ে, যার জন্য আজ ওর এই অবস্থা।
রাজু: মেঘা আমি তোর কথা বুঝতে পারলাম না।
মেঘা: দাদা, সৃষ্টির এখন চার দেয়ালে বন্দি তার পৃথিবীটা এখন অন্ধকার সে আর কোনদিন আলো দেখতে পারবে না।
রাজু: কি সব বলে যাচ্ছিস আমাকে খুলে বল।
মেঘা: দাদা ,তোর মনে আচ্ছা তুই যখন দেশে এসেছিলি। এয়ারপোর্টে আমি সৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সৃষ্টি এলো না।
রাজু: হয়তো তার অফিসে কাজ ছিল। তা কি হয়েছে?
মেঘা: কাজ ছিল না দাদা। তোর আসার কথা শুনে ও অফিস থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় হঠাৎ একটি লরি ওর গাড়িতে আঘাত করে। সৃষ্টি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় ওকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ডাক্তার জানায় সৃষ্টি আর কোনদিন দেখতে পারবে না 😢😢😢।
রাজু: কি সব বলছিস তুই। আমি এটা বিশ্বাস করি না।
মেঘা: আমি সত্যি বলছি দাদা। আজ যখন আমি ওদের বাড়িতে যাই তখন সবটাই জানতে পারি। কিন্তু দাদা ও হাজার কষ্টে থাকলেও ও বারবার তোর কথা জিজ্ঞাসা করছিল।
রাজু: কি বলছিল আমার কথা 😔😔।
মেঘা: ও বলছিল যে তুই কেমন আছিস? ওর মনে খুব আশা ছিল যে তুই দেশে ফিরে ওকে কাছে টেনে নিবি। কিন্তু ও এতটাই কপাল পোড়া কাছে আশা তো দূরের কথা তোকে এখন সে দেখতেও পারবে না।
রাজু: তুই কি শুনানি আমাকে। আমি সৃষ্টিকে কতই না ভুল বুঝেছি। কিন্তু ও আমাকে এতটা ভালবাসে আমি বুঝতেই পারিনি। আমি কোনদিন নিজেকে ক্ষমা করতে পারবোনা। আজ আমার জন্য সৃষ্টির এই দুর্দশা।
মেঘা: তুই কেন নিজেকে দোষারোপ করছিস। তুই তো সৃষ্টিকে ভালোবাসিস না। ওর কপালে যেটা ছিল সেটাই হয়েছে।
রাজু: কে বলেছে আমি ওকে ভালোবাসি না। প্রথম দেখাতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ও যখন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিল তখন আমার মনের ভিতর একটি জেদ তৈরি হয়। তাই আমি নিজেকে পরিবর্তন করার জন্য ওর থেকে বাইরে চলে যাই। কিন্তু ফিরে এসে এমনটি হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি।
মেঘা: দাদা আমি একটা কথা বলব?
রাজু: হ্যাঁ অবশ্যই।
মেঘা: দাদা আমার মনে হয় সৃষ্টির এই বিপদে তোকে ওর পাশে দাঁড়ানো উচিত।
রাজু: তুই ঠিকই বলেছিস সৃষ্টির এই বিপদে তার পাশে থাকা উচিত। আমার একটা কথা রাখবি?
মেঘা: হ্যাঁ দাদা বল কি কথা রাখতে হবে?
রাজু: তুই ওকে যেভাবে হোক একটাবার বাইরে নিয়ে আয় আমি ওর সঙ্গে দেখা করতে চাই।
মেঘা: হ্যাঁ দাদা যেভাবে হোক আমি ওকে বাইরে নিয়ে আসব।


আজ গল্পের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  
 13 hours ago 

এই গল্পের প্রতিটা পর্ব সত্যি অনেক সুন্দর ছিল। আর আমার কাছে খুব ভালো লেগেছে আজকের পর্বটা। সৃষ্টিকে রাজু ভুল বুঝেছিল। আর মেঘা ভালোভাবে সবকিছু বলার পর সে বুঝতে পেরেছে। আর তার এই দুঃসময়ে ওরা পাশে থাকবে এটা শুনে ভালো লাগলো। এখন দেখা যাক সৃষ্টিকে মেঘা বাহিরে নিয়ে আসতে পারে কিনা। আর পরবর্তীতে কি হবে এটা দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83973.17
ETH 1968.45
USDT 1.00
SBD 0.77