||স্পোর্টস:-বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে স্পোর্টস:-বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। আজকে যে বিষয় নিয়ে পোস্ট করবো এটা আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন। আসলে বলতে গেলে আমি একজন ক্রিকেট প্রেমিক। বাংলাদেশের যেকোনো খেলা বে টুর্নামেন্ট হলেই আমি দেখার জন্য প্রস্তুত থাকি।আসলে জানিনা ক্রিকেট কার কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে ক্রিকেট খেলাটি ভীষণ ভালো লাগে।বাংলাদেশের খেলা যখনই হয় তখনই আমি যেভাবেই হোক খেলাটি দেখার চেষ্টা করি।যাই হোক আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয়েছে।বলতে গেলে এখন বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল বা কোয়ালিফায়ার খেলার কোন সুযোগ নেই। যাইহোক আমি সর্টকাটে খেলাটির রিভিউ আপনাদের মাঝে শেয়ার করি তাহলে।
তো নিউজিল্যান্ড টসে জিতে, এবং টসে জিতার পরে সিদ্ধান্ত নেয় বোলিং করার জন্য।তো বাংলাদেশ যেভাবে শুরুর দিকে ব্যাটিং করেছিল তা কিন্তু খুবই ভালো করছে।এবং তাদের খেলা দেখতে দেখতে আমি এতটা মুগ্ধ হয়েছি যা বলার বাইরে।আসলে পাওয়ার প্লে তে কিন্তু খুব সুন্দর একটি ইনিংস করছে এবং তারা উইকেট ধরে কিন্তু খেলছিল।তো দুইটি উইকেট যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের অধঃপতন শুরু হলো।আর আমি জানি বাংলাদেশের একটা উইকেট গেলে পরপরই কিন্তু তিন-চারটা উইকেট চলে যায়।যাইহোক সেম ওই দিনটিও তাদের কাছে দেখা হয়েছে।পর পরই কিন্তু তিনটি উইকেট হারিয়ে যায়।তবে মুশফিক,মাহমুদুল্লাহ এরা যে আউট হয়ে যাবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি।যাইহোক ৩৫ ওভারে ১৪৯ রান করে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।এখানে কিন্তু শান্ত আর জাকির আলী তারা দুজনেই কিন্তু উইকেট ধরে খেলছিল।
তো যাই হোক নাজমুল হোসেন শান্ত কিন্তু খুব সুন্দর একটি ইনিংস খেলছে এবং ৭৭ রান নিয়ে সে আউট হয়ে যায়। তারপরেই কিন্তু জাকির আলীর উপর ভরসা ছিল, সে কিন্তু ফিনিশার তাই ভাবছিলাম ভালো কিছু করবে।কিন্তু কি আর করার আফসোস,একটু পরেই জাকির আলী আউট হয়ে যান। ৫৫ বলে ৪৫ রান নিয়ে সে আউট হন।৪৮ ওভারে ২৩১ রান নিয়ে ৭ টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। আর বাংলাদেশের বলার তো কখনোই ব্যাটিং করতে পারে না।কারন আমি অনেক দেশের খেলা দেখছি তারা বোলিং এর পাশাপাশি ব্যাটিংও খুব সুন্দর রান করে।যাইহোক অবশেষে ৫০ ওভার খেলে ৯ টি উইকেট হারিয়ে ২৩৬ রান টার্গেট দিলো বাংলাদেশ।
এইদিকে নিউজিল্যান্ড ব্যাটিং করতে না করতেই তাদের ঝড় শুরু হয়ে গেলো।তবে বাংলাদেশ পাওয়ার প্লে তে দুইটি উইকেট পেয়েছে এটাই কিন্তু অনেক জন আশ্বাস পেয়েছিল যে বাংলাদেশ কিছু একটা করবে।কিন্তু নিউজিল্যান্ডের রানটা তাদের পয়েন্ট অনুযায়ী ছিলো।তবে বাংলাদেশের নাহিদ রানা এবার বড় আসরে খুব সুন্দর বোলিং করছে।উইকেটেও পেয়েছে সে।যাই হোক ১২ ওভার খেলে ৫৮ রান নেই এবং দুইটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।তো এখানে কিন্তু রাচিন রাভিন্দ্রা এবং কনওয়ে তাদের পার্টনারশিপ কিন্তু অনেক সুন্দর ছিলো।তারা দুজনেই কিন্তু দেখে দেখে এবং বুঝে শুনেই খেলছিল।আমি মনে করেছিলাম এই দুইটি উইকেট হারিয়ে গেলেই কিন্তু ম্যাচটি বাংলাদেশ হাতে চলে আসে।কিন্তু উইকেট দুটি পরছে তবে সেটা অনেক দেরি করে।
তবে রাভিন্দ্রা যেভাবে সেঞ্চুরি করছে এটা কিন্তু নিউজিল্যান্ডের জন্য অনেক বড় একটি উপহার।তো ১০৫ বল খেলে ১১২ রান করে রাভিন্দ্রা আউট হয়ে যায়।এইদিকে লাথাম কিন্তু খুব ভালো খেলছে।তবে যাই বলেন বাংলাদেশের খেলায় কিন্তু অনেক দুর্বলতা আছে।তারা ব্যাটিং করতে গেলে বোলিং পিচ হয়ে যায় এবং বোলিং করতে গেলে তাদের কাছে ব্যাটিং পিচ হয়ে যায়।বাংলাদেশের বলার অনেক চেষ্টা করছে উইকেট নেওয়ার জন্য কিন্তু তারা পারেনি। যাইহোক ৪৬ ওভার খেলে যাইহোক ৪৬ ওভার খেলে ২৩৬ রান নেই নিউজিল্যান্ড।এবং ৫ উইকেট থাকা অবস্থায় নিউজিল্যান্ড ম্যাচটি জিতে যায়। যাইহোক আমি সংক্ষেপে আপনাদের মাঝে পুরো খেলাটির রিভিউ শেয়ার করলাম।তো আজকের মত আমি এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাংলাদেশ দলের নিয়ে অনেক স্বপ্ন ছিল কিন্তু সেসব স্বপ্নগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের সাথে ভেবেছিলাম ভালো কিছু হবে কিন্তু আবার সেই হতাশা। নিউজিল্যান্ডের রাচি রবীন্দ্র একাই ১০০। যাইহোক বাংলাদেশ দলের জন্য তারপরেও অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এর খেলাটি আমি দেখেছিলাম এবং রিভিউ ও শেয়ার করেছি। যদি মাঝখানের কয়েকজন একটু ভালো খেলতে পারতো, আর কিছু রান যোগ হতো তাহলে ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনা ছিল। ধন্যবাদ।
জি ভাই মাঝখানের কয়েকজন যদি ভালো খেলতো তাহলে আরো কিছু রান হতো।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ক্রিকেট আমারও ভীষণ পছন্দের একটি খেলা। শান্ত দারুণ একটি পারফরম্যান্স করে গেছে সেই সাথে জাকির ও মাত্র ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেনি। যাই হোক বাংলাদেশ টিম সর্বমোট ২৩৬ রান করতে সক্ষম হয়েছিলো এটাই অনেক। তবে নিউজিল্যান্ডের হয়ে রাভিন্দ্রা দারুন একটি খেলা উপহার দিয়েছে। ৫ উইকেট হাতে নিয়েই নিউজিল্যান্ড ম্যাচ জিতে যায়। অভিনন্দন জানাচ্ছি টিম নিউজিল্যান্ডকে। আপনার রিভিউ এক কথায় দুর্দান্ত হয়েছে ভাই।
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।