||জেনারেল রাইটিং:-বিপদেই বন্ধুর পরিচয় ||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে জেনারেল রাইটিং:-বিপদেই বন্ধুর পরিচয় আমি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করি।আসলে আমার বাংলা ব্লগে নতুন কিছু শেয়ার করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে।তো আমি যে বিষয় নিয়ে পোস্ট করব আপনারা হয়তো বুঝতে পারছেন কি বিষয় পোস্ট করবো।আজকে একটু পোস্টটি শেয়ার করতে দেরি হলো, কারণ বাসায় ওয়াইফাই নেই যার কারণে এই সমস্যাটি।যাইহোক পরে ফোনে এমবি ভরে পোস্ট লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। বিপদ কখন আসে বলা যায় না। তো দেরি না করে শুরু করা যাক।
আসলে আমাদের জীবনে চলাচল করতে অনেক বন্ধু-বান্ধব দেখা যায়।এবং তাদের সাথে সম্পর্ক অনেক ভালো থাকে আমাদের।তবে সব বন্ধু কিন্তু একরকম না।কিছু বন্ধু রয়েছে চিরদিনের জন্য, এবং কিছু বন্ধু রয়েছে ক্ষণিকের জন্য।আসলে আমাদের কম বেশি সবার জীবনেই কিন্তু বন্ধু নামক জিনিস টি রয়েছে।তবে কার কাছে কার বন্ধু কেমন ছিল বা কেমন এটা আমি জানি না।তবে আবারও কয়েকটি বন্ধু রয়েছে যেগুলো আমার অনেক কাছের।তো মূলত আমি যে বিষয় নিয়ে পোস্ট লিখবো এটা হচ্ছে যে,বিপদেই কিন্তু বন্ধুর পরিচয় পাওয়া যায়।বন্ধু খুঁজতে গেলে অনেক পাবেন তবে কাছের বন্ধু ১০ এর মধ্যে ১-২ জন পাবেন।বাকি যেগুলো রয়েছে সেগুলো ক্ষনিকের জন্য।
তো যাই হোক বিপদ আপদ কখন আসে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না।এই যে একটু আগে বললাম আমাদের ওয়াইফাই নিয়ে,হুট করে কিন্তু এই সমস্যাটি আমাদের। ওয়াইফাই না থাকার কারণে কিন্তু আজকে আমি পোস্ট অনেক দেরি করে করলাম।যাই হোক তো কালকে কিন্তু আমি রাত ১১ টার দিকে হুট করেই আমার একটি সমস্যা হয়,যার কারণে কিছু টাকার প্রয়োজন ছিলো।তো এমন সময় বিপদ আসছে এটা কিন্তু আমি জানি না, বা আসবে তাও আমি জানিনা।তবে যে সময় আমার সমস্যাটি ওই সময় কিন্তু আমার হাতে কোন টাকা ছিল না।তো পরে ভাবলাম যে কি করা যায়, অনেক টেনশনে ছিলাম আরকি।
তো এইভাবে ভাবতে ভাবতে পরে চিন্তা করলাম যে আমার কয়েকটি ফ্রেন্ডকে বলে দেখি তারা কি বলে। যদি আমার ৩ থেকে ৪০০ বা ৫০০ টাকা লাগতো তারা এটা তো সবাই দিতে পারতো।কিন্তু আমার টাকা লাগতো দুই থেকে তিন হাজার টাকার মত।যাইহোক পরে আমি আমার এক ফ্রেন্ডকে বললাম,তো সে বলতেছে আমি বাইরে,সেও কিন্তু একটি প্রোগ্রামে ছিল যার কারণে তার কাছে একটু টাকা শর্ট ছিলো।তবে সে কিন্তু কিছু কয়েন কিনে হোল্ড করে রাখছিল।আমি ভাবলাম যে কিছু কয়েন গুলো নিয়ে আমি সেল দেই কিছু টাকা ম্যানেজ করা যাবে আলা।কিন্তু সে এমন জায়গায় ছিল যার ফোনে নেট ছিল না এবং তার আশেপাশে কেউ ছিলো না।তো তার কাছে নেট না থাকার কারণে সে কয়েন আমাকে দিতে পারল না।
তো পরে আমার এক আরো কাছের এক ফ্রেন্ডকে ফোন দিলাম।এই ফ্রেন্ডটা হচ্ছে আমার বাসার কাছে বাসা, আমি ওর সঙ্গে সব সময় ফ্রি,ও যেখানে আমিও সেখানে।তো ওর সঙ্গে প্রথমে ফোন দিয়ে আমি অনেক ধরনের কথা বললাম ভালো মন্দ জিজ্ঞেস করলাম।তো তাকে বললাম যে এইরকম আমি অনেক বিপদে আছি আমাকে এক্ষুনি দুই থেকে তিন হাজার টাকার মত লাগবে।তবে তাকে বলি নাই যে আমি বিপদে আছি, তাকে বললাম যে টাকা লাগবে,সে কিন্তু বলল যে,আমার কাছে টাকা নেই, তবে তুই যদি চাস কিছু কয়েন আছে সেগুলো আমি তোকে দিতে পারি।তো বলার সাথে সাথে সে কিন্তু আমাকে কয়েন গুলো দিলো। এবং আমার যে কাজটা ছিলো সেটা সেরে ফেললাম।আসলে এরকম বন্ধু-বান্ধব থাকা আমাদের জীবনে অনেক বড় একটি ব্যাপার।তবে আমি ওর কাছে অনেক কৃতজ্ঞ, যে আমাকে কখনো না বলে নাই চাওয়ার সাথে সাথে আমাকে দিছে।তবে ও যদি আমার কাছে কোনদিন হেল্প চায়।আমি কোনদিন না বলবো না,আমার জীবন থাকা অবস্থায় তার হেল্প করে যাবো ইনশাল্লাহ।আসল কথা হচ্ছে বিপদেই কিন্তু বন্ধুর পরিচয় বের হয়ে আসে।যাই হোক এইরকম আরো দুই তিনটি ফ্রেন্ড রয়েছে,যাদের কাছে কিছু চাইলে কখনো তারা না করেনা, সঙ্গে সঙ্গে আমাকে দেয়। তো বন্ধুরা আজকের মত আমি এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
বিপদ বলে কয়ে আসেনা এটা যেমন সত্য তেমনি কাকে দিয়ে আমাদের উপকার হবে আমার কাকে দিয়ে হবে না এটাও অজানা বড় এক সত্যি। তবে ১০০ জন বন্ধু নয় বন্ধুর মত দু একজন থাকলেই যথেষ্ট। সকল বিপদকে সেরে ফেলা যায়। যেমন আপনার বাসার পাশের সেই বন্ধুর কাছে টাকা না থাকা সত্ত্বেও সে বেশ কিছু কয়েন আপনাকে দিয়ে দিয়েছিলো। তবেই আপনি আপনার বিপদ থেকে উদ্ধার হয়েছেন। যাইহোকের এরকম বন্ধু থাকা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি প্রয়োজন।
ধন্যবাদ আপনাকে ভাই সব সময় সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আমাদের চারপাশে অনেক বন্ধু বান্ধব থাকে। কিন্তু আসল বা প্রকৃত বন্ধু কে সেটা বিপদে পড়লেই বোঝা যায়। আপনি আপনার বিপদে যে বন্ধুকে পাবেন সেই আসলে আপনার প্রকৃত বন্ধু। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
জীবনে বন্ধু থাকা ভালো। বিপদে-আপদে বন্ধুদের প্রয়োজন হয়। তবে বিপদের মুহূর্তগুলো মানুষকে শিক্ষা দিয়ে যায়। কে কতটা আপন আর পর সেটাও জানা যায় ও যাচাই করা যায়। তাই বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। বেশি জন নয় বিপদের বন্ধু একজন হলেও যথেষ্ট।
জি আপু প্রকৃত বন্ধু একজন হলেই যথেষ্ট।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বিপদে বন্ধুদের সত্যিকার পরিচয় পাওয়া যায়, এবং আপনার বন্ধুরা সত্যিই অসাধারণ। তাদের সাহায্য ও সহানুভূতির মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে প্রকৃত বন্ধু কারা। বন্ধুত্বে সঠিক মানুষের উপস্থিতি জীবনে এক অমূল্য রত্ন।
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বিপদের সময়ে বন্ধুদের প্রকৃত মানে বোঝা ও চেনা যায়। যখন জীবন অন্ধকারে ঢেকে যায়, তখনই কিছু মানুষই আমাদের পাশে থাকে। তাদের ভালোবাসা ও সহানুভূতি আমাদের শক্তি দেয়। এই মুহূর্তগুলোই আসল বন্ধুত্বের পরিক্ষা। এতেই জানা যায়, কে সত্যিই আপনার পাশে, আর কে শুধু সময়ের সঙ্গী। একজন প্রকৃত বন্ধুই আসলে বিপদে সবচেয়ে বড় সম্বল।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
বিপদের বন্ধুই সত্যিকারের বন্ধু। আমরা যখন বিপদে পড়ি তখন আশেপাশের মানুষকে যেমন চিনতে পারি তেমনি বন্ধুবান্ধব সহ আত্নীয় স্বজন কে ও ভালো ভাবে চেনা যায়। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার বিপদে যেহেতু আপনার বন্ধু না করেনি বরং আপনাকে হেল্প করেছে তার মানে আপনি প্রকৃত বন্ধু খুঁজে পেয়েছেন। আপনাদের এই বন্ধুত্ব সারাজীবন এভাবেই অটুট থাকুক এই দোয়া রইল।
দোয়া করবেন আমাদের বন্ধুত্ব যেনো এইভাবে অটুট থাকে।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া বিপদ না আসলে আপন মানুষ কখনোই চেনা যায় না। এই পৃথিবীতে চলার পথে হাজারো মানুষের সাথে দেখা হবে কিন্তু প্রকৃত বন্ধু শুধু বিপদের সময় খুঁজে পাওয়া যাবে। যে প্রকৃত বন্ধু সে বিপদে আপনার পাশে সব সময় থাকবে। খুবই সুন্দর কথা লিখেছেন ভাইয়া খুবই ভালো লাগলো ধন্যবাদ।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।