||শবে বরাত:-ক্ষমা,রহমত ও মাগফিরাতের রাত||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে শবে বরাত:-ক্ষমা,রহমত ও মাগফিরাতের রাত আমি সব সময় আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট নিয়ে আসার চেষ্টা করি।তো আজকে সকালে অনেক ব্যস্ত ছিলাম।যার কারণে পোস্ট টা আগে থেকে লিখতে পারি নাই।তো হুট করে মাথায় চলে আসলো, আজকে যেহেতু পবিত্র একটি দিন শবে বরাতের রাত। এই শবে বরাত নিয়ে আজকে একটু মনের অনুভূতি দিয়ে কিছু কথা বলি।আমরা সবাই জানি শবে বরাত মানে কি,। এবং এই পবিত্র রাতে আমাদের জন্য কতটা স্পেশাল ও গুরুত্বপূর্ণ।তবে আমাদের জন্য এবং মুসলমানদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাত।যাইহোক আমরা কিন্তু কমবেশি সবাই জানি এই রাতের কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমাদের জন্য উপকারী।আমরা দুনিয়ার জিন্দেগীতে যতদিন বেঁচে আছি এবং আজ পর্যন্ত যতদিন থাকবো। কেউ আমরা বলতে পারব না যে আমরা গুনাহ করি নাই।কারণ গুনাহ করেছি এবং গুনাহ মাপ চাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে।
শবে বরাত ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রাত, যাকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের রাত। এই রাতকে আল্লাহর রহমতের বিশেষ রাত হিসেবে গণ্য করা হয়, যখন তিনি বান্দাদের প্রতি ক্ষমা ও দয়া বর্ষণ করেন।এই রাতে মুসলমানরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, অতীতের ভুলত্রুটির জন্য অনুতপ্ত হয়। এবং আগামীর জন্য কল্যাণ কামনা করে। কবর জিয়ারত, নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত এবং দরুদ পাঠ সবই এই রাতের আমলের অংশ।
শবে বরাত আমাদের শেখায় যে, আত্মশুদ্ধির জন্য সময় কখনো শেষ হয়ে যায় না। এই রাত আমাদের সুযোগ দেয় আল্লাহর কাছে ফিরে আসার, তাঁর রহমতের ছায়ায় আশ্রয় নেওয়ার।আসুন, আমরা সবাই এই পবিত্র রাতে নিজেদের জন্য, পরিবার ও সমগ্র মানবজাতির জন্য দোয়া করি, এবং আল্লাহর কাছে হেদায়েত ও মাগফিরাত প্রার্থনা করি।
তবে আমাদের এই সমাজে এখনও যদি আপনারা লক্ষ্য করে দেখেন কিছু কিছু লোক রয়েছে এই রাতে তারা কোন রাত মনে করে না।আসলে আমরা যে গুনাহগার এটা আমরা কখনোই নিজে থেকে বুঝার চেষ্টা করি না।আসলে আমরা যত গুলো গুনাহ করেছি।সেই সৃষ্টিকর্তা আমাদের জন্য অপেক্ষা করে আছে কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে।কিন্তু আফসোস আমরা বান্দা হয়ে সৃষ্টিকর্তার কাছে ঠিকমতো কোন ক্ষমা বা মাফ চাইতে পারিনা।তবে আমাদের এই রাত গুলো অনেক সুযোগ আছে।এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে কান্না করে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনো ফিরে দেয় না।
যাইহোক আমরা সবাই ফিরে আসি এবং আমাদের যত গুলো জীবনের গুনাহ রয়েছে সব গুলো সৃষ্টিকর্তার কাছে মাফ চাবো।এবং আগামী দিন গুলো যেন সৃষ্টিকর্তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মতো যেনো চলতে পারি এই কামনা এবং প্রার্থনা করবো।আজকে কিন্তু আমাদের মাফ চাওয়ার অনেক বড় একটি সুযোগ।আল্লাহ না করুক, জানি না সামনের বছরের শবে বরাত পাবো কি পাবো না।যাইহোক আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এবং প্রতিটা মানুষের জীবনের গুনাখাতা যেন মাফ করে এই কামনাই করি।তো আজকের মত আমি এখানেই বিদায় নিলাম।যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শবে বরাতের গুরুত্ব ও ক্ষমা প্রার্থনার বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের সবাইকে আত্মশুদ্ধির পথ অনুসরণ করে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করতে হবে। আসলেই, এই পবিত্র রাত আমাদের জীবনের গুনাহ মুছে ফেলার এক অমূল্য সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
একটি বিশেষ দিন শবে বরাত সম্পর্কে আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম ভাই। যতদূর মনে পড়ছে আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন এই শবে বরাতের দিন বাজি ফুটতো বলে মনে আছে। তবে জানি না আমি ঠিক বললাম কিনা। এই বিশেষ দিন নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
আমিও শুনেছি তবে দেখি নাই বাজি ফুটতো কিনা।যাইহোক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।
পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানাই। এই রাত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মুনাজাত করলে সব ক্ষমা মাফ করে দেন নিশ্চয়ই আল্লাহর সকল বান্দাদেরকে। তাই আমরা সবাই চেষ্টা করে থাকি এই রাতকে অধিক মূল্যায়ন করার। এই রহমতের মাসে সবার গুনাহ মাফ করে দিক দোয়া কামনা করছি।
জি আপু এ-ই রাতের অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সবার উচিত সৃষ্টিকর্তার কাছে মাফ চাওয়া।
শবে বরাতের রাত আমাদের জন্য এক মহান অনুগ্রহ, যেখানে আল্লাহ আমাদের গুনাহ মাফ করার সুযোগ দেন। এই রাতটি আমাদের আত্মা পরিশুদ্ধ করার এবং আল্লাহর সান্নিধ্য লাভের অমূল্য সময়। আমাদের উচিত এই রাতে বেশি বেশি ইবাদত করে, তাওবা ও ক্ষমা প্রার্থনা করা, যেন আমাদের জীবন থেকে সব গুনাহ মুছে যায় এবং আমরা আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ও সঠিক পথ প্রদর্শন করুন।
ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
শবেবরাতে ক্ষমা চাইলে হযতো কোনো উসিলাতে ক্ষমা পাওয়া যেতে পারে। তাই এই রাত আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।