"অবসর সময় লুডু খেলার অনুভূতি" "সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-অবসর সময় লুডু খেলার অনুভূতি আমি আমার বাংলা ব্লগে সব সময় চেষ্টা করি নতুন কিছু ব্লগ শেয়ার করার। আর এখানে নিজের অনুভূতি শেয়ার করতে খুবই ভালো লাগে। তাই নিজের অনুভূতি ও দুঃখ কষ্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যাইহোক দেরি না করে শুরু করা যাক।
লুডু হচ্ছে আমাদের প্রাচীন যুগের খেলা।এই খেলা কম বেশি সবাই খেলে বিশেষ করে যারা অবসর সময় পায় তারা এগুলো খেলে।এই খেলা যে সবাই পারে না তা না।এই খেলা ছোট বাচ্চারাও খেলতে পারে। কিছু কিছু ফ্যামলিতে দেখা যায় যে,বাসার কাজ কর্ম শেরে লুডু নিয়ে বসে।এই লুডু হচ্ছে আমাদের জনপ্রিয় একটি খেলা।আবার দেখা যাক পুরুষ ও ছেলে মানুষ গুলো, তারা যেকোনো ফ্রী সময় ফেলে লুডু নিয়ে বসে।এই লুডু শুধু আমাদের বাংলাদেশের মানুষ খেলা না বরং বিভিন্ন দেশে এই খেলা খুবই প্রচলিত। আমাদের মত অনেক দেশ রয়েছে যেগুলো দেশে এই খেলা বিখ্যাত। তবে আমাদের বাংলাদেশে আগের যুগের মানুষ এই খেলাটি বেশি খেলতো।আমি নিজেই ছোট বেলায় দেখছি আমার চাচি ও ভাবি-ভাই সবাই এই খেলাটি খেলতো।এখন বড় হয়ে বুঝতে পারছি এই খেলা কতটা মজার।
 |
তবে আগের যুগের মানুষ লুডু নিয়ে আসে খেলতো।মানে লুডু খেলার জন্য আগে একটা কাগজ পাওয়া যেতো।এবং সেই কাগজের সাথে লুডু মারার একটা কড়ি ও কিছু চাল দেওয়ার জন্য কড়ি থাকতো।মানে লুডুর যত কিছু জিনিসের প্রয়োজন সব দিতো।তবে এখন আধুনিকতার ছোঁয়ায় ওই কাগজে খেলা লুডু এখন কেউ খেলে না।এমনকি এই কাগজটি বর্তমান খুবই কম পাওয়া যায়। কারণ আমরা এখন সবাই 4G ফোন ব্যবহার করি তাই। এখন কার এন্ড্রয়েড ফোনে সব কিছু করা সম্ভব। যাইহোক তাহলে বোঝা যাচ্ছে লুডু খেলাটি কতো জনপ্রিয়। যদিও কাগজে কেউ না খেলে তাহলে সবাই ফোনে লুডু খেলে।তাই কিছু দিন আগে বাংলাদেশের নেট না থাকায় আমরা কিছু ছেলে ও ভাই বন্ধুদের নিয়ে লুডু খেলতাম।
 |
আপনারা হয়তো সবাই জানেন যে নেটওয়ার্ক কিছু দিন বন্ধ ছিল। এখন ফোনে নেট না থাকলে সেই ফোন আর ব্যবহার করার ইচ্ছে থাকে না।আমি নিজেই মনে করি যে,ফোনে যদি নেট না থাকে তাহলে এটা কোন ফোন না।এই জন্য নেট না থাকায় আমরা লুডু ইনস্টল করে সবাই মিলে আড্ডা দিতাম। আপনারা যেগুলো ছবি দেখতে পাচ্ছেন সব আমাদের লুডু খেলার ছবি।আমাদের গ্রামে অনেক কয়েকজন ছেলে রয়েছে যেগুলো ছেলে আমরা বন্ধুদের মতো। যাইহোক একদিন না দুই দিন না কম বেশি প্রতিদিন আমরা লুডু খেলতাম। এমনকি লুডু খেলা যদি রাত ৮-৯ টার দিকে শুরু করি তাহলে খেলা শেষ করতে রাত ১২-১ টা বেজে যায়। যারা লুডু খেলতে খেলতে একটা ম্যাচ হারবে পরের পিটে তারা বসতে পারবে না।তখন নতুন কেউ এসে খেলবে।এই ভাবে কম বেশি প্রতিদিন আমরা লুডু নিয়ে পড়ে থাকতাম।
 |
 |
তো আমাদের গ্রামে একটা মুরব্বি রয়েছে যার সাথে খেলতে আমাদের খুবই ভালো লাগে। কারণ এই খেলা গুলোর মধ্যে অনেক মজা ও হাসাহাসি খুবই হয়।কারণ কিছু লোক রয়েছে যারা খাওয়া দেখতে পায় না,অন্য কড়ি চাল দিয়ে ফেলে। এই কাহিনী গুলো দেখলে খুবই মজা লাগে। আমিও প্রায় দিন এদের সাথে লুডু খেলি।আমাকে লুডু খেলতে খুবই ভালো লাগে। তবে অবসর সময় হলে সব সময় লুডু খেলি। যাইহোক নেট কিছু দিন না থাকায় আমরা প্রতি দিন খুব মজা করে লুডু খেলছি।সব মিলিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করছি। তো আজকের মত এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

ডিভাইস | Tecno camon 20 |
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |


আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |

You can also vote for @bangla.witness witnesses

https://x.com/Polashislam681/status/1822875606532682229?t=wQKSp75jmcTR5ji3g2pKCg&s=19
ঠিক বলেছেন ভাইয়া সবাই মিলে লুডু খেললে অনেক রকম মজা হয়। তাছাড়া অনেকে আবার গুটি খেয়ে ফেললে তখন খুবই রাগ হয়ে যায়। আপনারা তো দেখছি খুব সুন্দর একটি জায়গায় লুডু খেলেছেন। সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।
জি আপু সবাই মিলে লুডু খেলতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।
সবাই মিলে এরকম লুডু খেলার মজাটাই আলাদা। তবে আমার কাছে মোবাইলে খেলতে তেমন একটা ভালো লাগে না। আমরা বাসায় লুডু বোর্ডেই খেলি। কয়েকদিন আগেও একটা কিনে এনেছি। বাসার সবাই মিলে সুযোগ পেলেই খেলার চেষ্টা করি। আপনাদের অবসর সময় লুডু খেলার মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। এই খেলাটা বেশ মজার একটা খেলা। আর সময় গুলোও কেটে যায়।
লুডু বোর্ডে এখন আর খেলতে ভালো লাগে না।তাই আমরা সবাই মোবাইলে লুডু খেলি।ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।
অবসর সময় লুডু খেলতে খুবই ভালো লাগে।আর যখনই লুডু খেলি তখন শুধু খেলার দিকেই মনোযোগ চলে যায় এবং খেলা থেকে একদমই উঠতে ইচ্ছা করেনা। আজকে আপনি লুডু খেলার দারুন কিছু অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা অনুভূতি গুলো পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমরাও একসময় কাগজের তৈরি লুডুতে খেলেছি। ওই সময়টাতে আসলে এত আধুনিকতা ছিল না। এজন্য আমাদের খেলাধুলা করার একটা অন্যতম মাধ্যম ছিল লুডু। অবসর সময়ে ঘরে বসে অথবা বৃষ্টির দিনে ঘরে বসে পরিবারের সবাই মিলে লুডু খেলতাম। তবে ভাই মোবাইলে লুডু খেলার ব্যাপারটা আমার কাছে খুব বেশি একটা ইন্টারেস্টিং লাগে না। তারপরও সবাই মিলে মজা করেছেন লুডু খেলতে গিয়ে, এটা জেনে খুব খুশি হলাম।
আসলে সবাই এখন মোবাইলে লুডু খেলে তাই আরকি।ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
লুডু ইনডোর গেমস কিংবা ঘরে বসে খেলা যায় এমন খেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, আমাদের দেশের মানুষজন এটিকে এমন আপন করে নিয়েছে যে এটিকে জীবনযাত্রা থেকে বাদ দেয়া যায় না।
গ্রামে কিংবা ছোট শহরে, সবখানেই অবসরের জন্য একদম পারফেক্ট খেলা হলো এটি। যেকোন আড্ডায় এটি মানানসই।
আপনি বেশ দারুণ একটি লুডু খেলার দিক,গ্রাম্য প্রতিচ্ছবি ও ছবির ভেতরে কিছু বর্ণনা তুলে ধরেছেন। যা সত্যিই মনে রাখার মতো।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।
অবসর সময় পেলে আমিও ভাই লুডু খেলি। আসলে সবাই মিলে লুডু খেলার আনন্দটাই অন্যরকম। আগে প্রতিদিন বোর্ডেই লুডু খেলতাম বন্ধুরা সবাই মিলে। আপনার লুডু খেলার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ভাই।
জি ভাই সবাই মিলে লুডু খেলতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
অবসর সময়ে লুডু খেলতে সত্যি অনেক ভালো লাগে। কয়েকদিন আগে যখন ইন্টারনেট সমস্যার কারণে কারো সাথে যুক্ত হতে পারছিলাম না তখন আমিও একটি লুডু কিনেছিলাম। ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে।