দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায়।
শুভ রাত্রি 🌃
আজ ২৩ ই ডিসেম্বর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
এই স্বার্থবাদী দুনিয়ায় সবাই স্বার্থের আশায় ঘুরে। বিশেষ করে যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায়। বেইমান এবং মুখোশধারী মানুষদেরকে সহজে চেনা যায় না। তারা সামনে ভালো ব্যবহার করে, পেছন দিক দিয়ে ছুরি মারে। দুনিয়াতে চলতে গেলে কখনো ভালো,আবার কখনো খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করতে হয়। কিন্তু আপনি যদি দুর্বল হয়ে পড়েন অথবা সহজ সরল মনোভাব পোষণ করেন তাহলেই আপনি সবচাইতে বড় বিপদে পড়বেন। মানুষের চেহারা দেখে কখনো বিচার করতে নেই। বর্তমানে চোগলখোরি মানুষের দুনিয়াতে অভাব নেই। তারা নিজের ভালো ও স্বার্থের চিন্তা সব সময় করেন। তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি নিঃসন্দেহে বিপদে পড়বেন। শুধু তাই নয় সকল কষ্টের মোকাবেলা এই ধরনের মানুষদের বেশি করতে হয়।
প্রতিটি কর্মক্ষেত্রে কিছু তেলবাজ মানুষ রয়েছে। আপনার নামে বিভিন্ন সমালোচনা করবে। শুধু কি তাই! তারা সব সময় ভালো বন্ধু সৃষ্টি করে এবং মানুষের থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিছু মানুষ ভালো বন্ধুত্বের জন্য তাদের ফাঁদে পা বাড়ায়। সবটুকু বিলিয়ে দিতে কখনো পিছু পা হয় না। তারপরেও সাধারণ মানুষগুলো সবচাইতে বড় বিপদের মাঝে পড়ে। ভালো কাজের ফলাফল তার কাছে সীমাবদ্ধ থাকে এবং খারাপ কাজের ফলাফল সকলের কাছে প্রকাশ করে আপনাকে সবচাইতে ছোট এবং নিকৃষ্ট তৈরি করে তুলবে। তারাই সমাজের সবচাইতে বড় ময়লা ও আবর্জনা। সে মানুষগুলো মুখোশের আড়ালে সব সময় ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু এ ক্ষতি করে তার কোন লাভ হয় না। কিন্তু তারপরও সে এই কাজগুলো করে মনে অনেক শান্তি পায়। খারাপ মস্তিষ্কের মানুষগুলো সব সময় খারাপ চিন্তায় ব্যস্ত থাকে। আপনি যাকে বিশ্বাস করে সবকিছু উজাড় করে দিয়েছেন, এক সময় দেখবেন সেই ব্যক্তি সবচাইতে বড় শত্রুতে পরিণত হয়েছে। তবে আমি সব মানুষের কথা বলছি না। এখনো ভালো মানুষ আছে বিদায় সৃষ্টিকর্তা দুনিয়াকে টিকিয়ে রেখেছেন।
উপকার করলে বিপদে পড়বেন বা গর্তে পরার আশঙ্কা থাকবে এটাই স্বাভাবিক। কোথায় আছে যার জন্য করলাম চুরি সে বললো চোর। তাই সঠিক মানুষ সঠিক জায়গায় বুঝে বন্ধুত্ব তৈরি করতে হয়। কিছু কিছু কথা শুনার জন্য দেওয়ালও কান থাকে। বোবা অথবা যে মানুষ কথা বলতে পারে না তার শত্রু সবচাইতে কম। তাই মানুষ বুঝে ও যাচাই বাচাই করে গোপন কথা শেয়ার করতে হয়। নয়তো আপনি বড় ক্ষতির সম্মুখীন হবেন। কিছু মানুষের জন্য সমাজ ও সমাজের ভালো মানুষগুলো অত্যাচারের শিকার। তারা নিজে ভালো থাকবে না, অন্যকেও ভালো থাকতে দিবে না। আপনি একজন মানুষকে মন থেকে ভালোবাসেন, তার প্রতি আপনার আন্তরিকতার অভাব নেই। তারপরও এক শ্রেণির মানুষ আপনাকে তার কাছে কখনো ভালো হতে দেবে না। অবশেষে আপনি শত ভালো কাজ করেও সম্মান পাবেন না। সর্বদা বিপদে ও টেনশনে আপনার দিন কাটবে।
তবে সৃষ্টিকর্তা ভালো মানুষদের ভালোবাসেন, এদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলেন। কখনো বিপদ দিয়ে, আবার কখনো অসুস্থতায়। এ সকল পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। বিভিন্ন ঝড় ঝাপটা আপনার উপর দিয়ে যাবে। এই সব কিছু আপনাকে মোকাবেলা করতে হবে। দেখবেন আপনি খুব সহজেই ভালো ও খারাপ মানুষগুলোকে চিনতে পারবেন। তখন আপনি সঠিক মানুষের মূল্যায়ন ও কদর করতে পারবেন। কিন্তু যখনই আপনি খারাপ মানুষদেরকে চিনতে ভুল করবেন, তখনই আপনি সবচাইতে বেশি কষ্ট পাবেন। এটাই স্বাভাবিক এবং দুনিয়াতে এটাই হয়ে আসছে। আশাকরি আপনারাও এই ধরনের ঘটনার অস্বীকার হয়েছেন। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায়। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
প্রাথমিকভাবে মানুষ চিনতে আমরা সবাই ভুল করি। বিশেষ করে এই রাস্তায় আমরা যারা নতুন যাদের অভিজ্ঞতা একেবারে কম তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। আমি নিজেও এই অনূভুতি জানি। নিজের কাছের পরিচিত মানুষ টা যখন বদলে যায় তখন যে খারাপ লাগাটা কাজ করে সেটা প্রকাশ করা যায় না। বেশ দারুণ লিখেছেন আপনি।
নিজের কাছের মানুষ বদলে গেলে সব চাইতে বেশি খারাপ লাগে। ধন্যবাদ ভাই আপনাকে প্রশংসা মূলক কমেন্ট শেয়ার করার জন্য।
X-Promotion
দাদা সংসারে সব রকমের মানুষই থাকে। কি আর করা যাবে কিছু মানুষ ভুল চিনলে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হয় পরবর্তীতে সেই শিক্ষা কাজে না লাগাতে পারলে আবারও একই ভুল পদক্ষেপ ফেলতে হয়। মানুষ যে যার চরিত্র নিয়ে জন্মেছে সে তো আর বললেই বদলানো যায় না। সংসারে সব ভালো হলে পৃথিবীর রং টাই হয়তো অন্যরকম হতো।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।
সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। দুনিয়াতে মানুষ চেনা বড় দায়। কে ভালো কে মন্দ তা বোঝা অনেক মুশকিল। অনেকে আছে আপন হয়ে ঢুকে কথা কিনে কথা বেঁচে। আর পৃথিবীতে এদের সংখ্যা অনেক। তাই আমরা হাজারো এসব মানুষ ধারা বিপদে পড়লেও আবার তাদের সাথে চলাফেরা করতে হচ্ছে এটাই রিতি।
দুনিয়াতে মানুষ চেনার সত্যিই বড় দায় আপু। তারপরও চোখ কান খোলা রাখতে হবে আপু। ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন।
ঠিক বলেছেন ভাইয়া সার্থের জন্য সবাই ঘোরে মানুষ চেনা বড়ো দায়। কারো মুখ দেখে বিচার করা সম্ভব নয় সে ব্যাক্তি কেমন।আর একজন্য দুনিয়ায় যারা মানুষ চিনতে ভুল করে তারাই বেশী কষ্ট পায়।বেশ সুন্দর লিখতে। ধন্যবাদ বাস্তব কিছু কথা লিখে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া প্রতিটি প্রতিষ্ঠানের তেলবাজ মানুষ আছে। এই মানুষগুলো অন্যের সমালোচনা বেশি করে। এবং এই মানুষগুলো নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। তবে এরকম লোক আমি নিজেও বিদেশে দেখেছিলাম। এবং অনেক মানুষ আছে বিপদে পড়ে দোষ না করেও। সত্যি যে মানুষ চেনেনা সে সব কাজে কম বেশি বিপদে পড়ে।
আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক আলোচনা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।
আমরা যখন ঠকে যাই তখন আসলে মানুষের আসল চেহারা চিনতে পারি। উপর থেকে কখনো মানুষ চেনা যায় না ভাইয়া। বিপদে পড়লে প্রকৃত মানুষ চেনা যায়। তাই আমাদের বারবার ঠকে যেতে হয় কিংবা আঘাত পেতে হয়।
জি আপু বিপদে পড়লে আসল মানুষ গুলোর মুখোশ সামনে চলে আসে। ধন্যবাদ আপু যুক্তিযুক্ত কমেন্ট করার জন্য।
বর্তমান যুগে মানুষ চেনা বড় দায়। কারণ এখনকার বেশিরভাগ মানুষ হচ্ছে বহুরূপী। নিজেদের স্বার্থের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। তাই মানুষকে এখন সেভাবে বিশ্বাস করা যায় না। আর যারা বেশি বিশ্বাস করে, তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই মানুষ না চিনে বিশ্বাস করলে সব সময় ঠকে যেতে হয়। যাইহোক প্রশংসা মূলক মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।