দেশে দুর্নীতির জন্য আমরা আজও পিছিয়ে।
শুভ সকাল 🌇
আজ ০৫ ই মার্চ,
রোজ বুধবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
দেশে দুর্নীতির জন্য আমরা প্রতিটি ক্ষেত্রে এখনো পিছিয়ে আছি। দেশের এই অবস্থা দেখে মাঝেমধ্যে নিজের কাছেও লজ্জা লাগে। কিন্তু লজ্জা নেই সে অসাধু ব্যবসায়ীদের, তারা প্রতিনিয়ত তাদের সিন্ডিকেট ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই এগুলো হলো নিত্য দিনের সঙ্গী। বিভিন্ন নিউজে চাঁদাবাজি ও ডাকাতির ঘটনা প্রতিদিনই শুনতে পাই। আমার প্রসঙ্গ আজকে এই বিষয়ে নয়। তারপরও না বলে পারছি না, দেশে এখন প্রতিটি মানুষ অনিরাপদ। পশুদের মায়া মহব্বত মানুষের চাইতেও বেশি। ফেসবুক কিংবা বিভিন্ন নিউজে প্রতিনিয়ত ঘটনা গুলো দেখে নিজের চোখ কপালে উঠে যায়। মানুষ হয় অমানুষের কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। তবে আমি সবার কথা বলব না, কিছু মানুষ এখনো ভালো আছে বিধায় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এখনো টিকিয়ে রেখেছেন।
রমজান মাস শুরু হয়েছে আজকে নিয়ে পাঁচ দিন। রমজান মাস অতি বরকতম এবং রহমতের মাস। এ মাস কে অপেক্ষা করে একদল অসাধু কাঁচা ব্যবসায়ী বাজার সিন্ডিকেট ও দুর্নীতি করে চলছে। গত এক সপ্তাহ আগেও বিভিন্ন কাঁচামালের দাম খুবই কম ছিল। মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে নিম্ন স্তরের মানুষগুলো খুব সহজেই তাদের চাহিদা অনুযায়ী সবজি কেনার সামর্থ্য ছিল। কিন্তু রোজা আসার সঙ্গে সঙ্গে সবগুলো সবজির দাম দ্বিগুন বাড়িয়ে দেওয়া হয়। একদিকে শুনতে পাই কৃষক ভাই অল্প দামে ফসল বিক্রি করে তার সঠিক মুনাফা পাচ্ছে না। বাজারে গেলে ব্যবসায়ী ভাইদের মুখে শুনতে পাই। আপনারা যেসব দাম বলছেন সে দামে আমি কিনে আনতে পারিনি। অবাক করা কথাবাত্রা শুনে সবাই এখন চিন্তিত। যে লেবুর দাম ছিল ১০ থেকে ১৫ টাকা হালি এখন সে লেবুর দাম ৫০ থেকে ৬০ টাকা হালি। এই ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর।
শুধু লেবু নয় কাঁচা শাকসবজি মধ্যে যেগুলো রমজান মাসে ইফতার ও সেহরির জন্য প্রয়োজন সে জিনিসগুলোর দাম বর্তমান বাজারে সবচাইতে বেশি। সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী মানুষেরা হয়তো এই সবজিগুলো কেনার সামর্থ্য রাখে। কিন্তু একজন সাধারন মানুষ অথবা দিনমজুর তার প্রয়োজনীয় সবজি না কিনতে পেরে সাধারণ রেসিপি দিয়ে কোন রকম খেয়ে দিন পার করছে। দেশের এই করুন অবস্থায় দুর্নীতি এখন অতিরিক্ত মাথায় চলে গিয়েছে। যে দেশে সাধারণ মানুষ তাদের স্বাধীনতা অর্জন ও নিরাপদ ভাবে চলতে পারে সেই দেশ অনেক আগে উন্নত হয়। সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য দুর্নীতি হলো সবচেয়ে বড় বাঁধা। কথায় আছে দশের লাঠি একের বোঝা। তাই সবাইকে একত্রিত হয়ে এই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে হবে। কেননা চাহিদা অনুযায়ী প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি করে দেওয়া হয়। অপরদিকে চাষিরা তাদেট সঠিক দাম না পাওয়ায় কৃষিচাষ করতে পারেনা। ফলে বিভিন্ন সবজির সংকট ঘটে।
তাই সব চাইতে বড় দুর্নীতি হচ্ছে ব্যবসায়ীদের মাঝে। তারা অল্প দাম দিয়ে বিভিন্ন মালামাল ক্রয় করে গুদামজাত করে রাখেন। যখন মানুষের চাহিদা হয় তখন উচ্চ দামে বক্তাদের নিকট বিক্রি করা হয়। আর আমরা বক্তাগণ সব সময় দুর্নীতির শিকার হই। কেননা এই দেশের কোন কিছুর সঠিক মূল্য তালিকা নেই। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি করা হয়, কিন্তু কোনো সঠিক মাপকাঠি নেই। ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা আদায় করা হয়। কিন্তু সাধারণ মানুষ নিরুপায় হয়ে দুর্নীতি শিকারের আবদ্ধ হয়। তাই স্বাধীনতার পরও আমরা এখনো বিভিন্ন দেশ থেকে পিছিয়ে। মানুষ হয়েও অমানুষের কাজ করি। খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদায় আমরা সর্বনিম্ন স্তরের মানুষ। কিন্তু দুর্নীতিতে সর্বোচ্চ ও গোল্ডেন এ প্লাস। তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। সকল ভেদাভেদ ভুলে ভালো মানুষ হিসেবে বাঁচতে শিখি। যাইহোক আমার চিন্তা চেতনা থেকে আজকে এই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | দেশে দুর্নীতির জন্য আমরা আজও পিছিয়ে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
আমাদের দেশের একদল অসাধু ব্যবসায়ীরা প্রতিবছর রোজা আরম্ভ হলেই সব কিছু দাম বাড়িয়ে দেয় সত্যিই এভাবে খারাপ ব্যাপার। আসলে এসব কারনে আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে উন্নতি করতে পারি না। দেশের প্রত্যেকটা জায়গাতেই রয়েছে প্রচুর প্রচুর দুর্নীতি। আমাদের দেশ যেদিন দুর্নীতির হাত থেকে বাড়িয়ে বেরিয়ে আসতে পারবে সেদিন অনেক সফলতা অর্জন করা হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
জি ভাই দুর্নীতির কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য শেয়ার করার জন্য।
কি আর বলবো ভাইয়া বাজারে সব জিনিসের দাম বেশি। দাম বেশি হয়েও যদি সঠিক সুন্দর জিনিস গুলো পাওয়া যেত তাহলে আর কোন আফসোস থাকত না। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা বেশি দাম দেয় আবার জিনিস ভালো দেয় না। এই ধরনের দুর্নীতি গুলোর মাঝে পড়ে গেলে ভীষণ খারাপ লাগে। সব এলাকাতে এরকম দুর্নীতিবাজ আছেই। কবে যে এখান থেকে রক্ষা পাব। তবে আমাদের সবার উচিত এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আমরা যদি সবাই চেষ্টা করি অবশ্যই সম্ভব। ধন্যবাদ ভাইয়া।
অবশ্যই রুখে দাঁড়াতে হবে, তা না হলে দুর্নীতি আরও বেড়ে যাবে। গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমাদের মত উন্নয়নশীল দেশগুলিতে এই সমস্যাটি এখন আরো প্রকট হয়ে উঠেছে ভাই। দুর্নীতি এমন এক জায়গায় ঢুকে গেছে যেখান থেকে টেনে বার করা কারো পক্ষেই সম্ভব হচ্ছে না। আর সেই দুর্নীতির ফলে আমরা ধীরে ধীরে আরো পিছিয়ে যাচ্ছি। আসলে এইসব কিছুর পিছনেই আছে রাজনীতি। আর রাজনীতি আমাদের সবকিছুকেই পিছন দিকে পিছিয়ে দিচ্ছে। সবকিছু আসলে রাজনীতির বৃত্তে আবর্তিত হয়।
ঠিক বলেছেন ভাই রাজনীতির কুফল আমরা ভোগ করছি। তাই চতুর্দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন মানুষের চেয়ে পশু পাখির মায়া মমতা বেশি। রমজান আসার সাথে সাথে সব কিছু দাম অনেক বেড়ে গেল। আমাদের এদিকে ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নেই। আর সব কিছুর দাম মনে হয় দিনে দিনে বেড়ে গেল। এতে করে ব্যবসায়ীরা বেশিরভাগ দাম বৃদ্ধি করেছে। সাধারণত দুইটি কলা ৩০ টাকা করে বিক্রি করে। আপনি বাস্তবিক কথা দিয়ে সুন্দর পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
সুযোগ পেলেই অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট ভিজিট করে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
আমাদের দেশ কখনোই দূর্নীতি মুক্ত হবে না আগেও ছিলো না এখনো নেই ভবিষ্যৎতেও হবে না।যারাই ক্ষমতায় আসুক না এসে লোভী হয়ে পরে এবং দূর্নীতি দমনে ব্যাথ হয় আর সেজন্য তো রমজান উপলক্ষে দাম কমানোর পরিবর্তনে বাড়িয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর বাস্তব পোস্ট করার জন্য।
জি আপু আপনার মূল্যবান মন্তব্যের সাথে আমিও একমত। এই দেশে দুর্নীতি আর কখনো কমার সম্ভাবনা নেই। মূল্যবান মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
বিশ্বের অন্য দেশগুলো তে রমজান মাসে সবকিছুর দাম কমে কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ আলাদা। এটা চিন্তা করতেই কেমন লাগে। নিত্যপ্রয়োজনীর পণ্যের দাম অতিরিক্ত। আর ব্যবসায়ীদের কথা আর না হয় না বললাম।
এই অতিরিক্ত দাম ও অসাধারণ ব্যবসায়ীর জন্য দুর্নীতি এখনো বাংলাদেশের সব জায়গাতে রয়েছে। কেবল সৃষ্টিকর্তাই জানে এগুলো থেকে আমরা কবে মুক্তি পাব।