এলার্জি সমস্যায় জীবন অতিষ্ঠ।
শুভ বিকাল 🌅
আজ ০৮ ই ফেব্রুয়ারী,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম লাইফ স্টাইল পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমি মাসের শুরুতে খুব চাপের মধ্যে থাকি। সেলারি টাইমে অফিসের কজের চাপ ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে। তাই আমাকে সকাল ও বিকাল দুই শিফটে ডাবল ডিউটি করতে হচ্ছে। সকালে গিয়ে রাতে বাসায় আসতে হয়। যাইহোক জীবন মানেই ব্যস্ততা এবং এটাই জীবন। এর মধ্যে আমি দীর্ঘদিন ধরে এলার্জি জনিত সমস্যায় ভুগছি। বিগত তিন মাস ধরে আমার দুই হাতের দুই আঙ্গুলে চুলকানি শুরু হয়। দিন যায় চুলকানি বেড়ে যাচ্ছে, সৃষ্টি হয় ছোট ছোট ফুসকুড়ি। ফুসকুড়ি থেকে পানি বের হয়ে প্রচন্ড জ্বালাপড়া শুরু করে। এই এলার্জি সমস্যায় জীবন অতিষ্ঠ। বাহিরের ফার্মেসি থেকে দেখিয়ে বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছে কিন্তু কোনো ফলাফল পাইনি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ।
তাই গত পাঁচ তারিখে বিকাল শিফটে ডিউটি নিয়ে সকালে দ্রুত চলে যাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। সরকারি হাসপাতালে লম্বা লাইন দেখে মাথায় হাত উঠে গেল। সরকারি হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসা হয়। কিন্তু সব জায়গায় লাইন ধরে চিকিৎসা সেবা নেওয়া অনেক সময় সাপেক্ষ। আমি লম্বা লাইনে দাঁড়িয়ে ৩০ মিনিট পরে টিকিট কাটতে পারি। প্রতি টিকেটের মূল্য ছিল দশ টাকা। টিকেট কেটে আবারো লাইন ধরতে হয় ডাক্তার দেখানোর জন্য। অবশেষে ডাক্তার দেখাতে পারি। ডাক্তার আমার এলার্জির সমস্যা দেখে দুইটি লোশন ও একটি ট্যাবলেট ১৫ দিন খাওয়ার জন্য উপদেশ দিয়েছেন।
![]() | ![]() |
---|
ছবির অবস্থান :- ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ।
যেহেতু হাতের কাজ সব সময় করি তাই দিনে দুইবার হাতের আঙ্গুলে ভালো করে লোশন লাগাতে বলেছে। আমি সব সময় মেশিনের কাজ করি, তাই হাতে গ্লাভস লাগিয়ে কাজ করতে বলেছেন। এক মাস পর আবারও দেখা করতে বলেছেন। গত দুই তিন দিন যাবৎ নিয়মিত ওষুধ খাওয়ার পর কিছুটা এলার্জির সমস্যা সমাধান পেয়েছি। এই ধরনের সমস্যা খুবই মারাত্মক। হাতে দুলা ময়লা লাগলে এলার্জির সমস্যা আরও বেড়ে যায়। বিশেষ করে এলার্জি জাতীয় খাবার গুলো ডাক্তার সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন এক মাসের জন্য। যাইহোক সবাই আমার জন্য দোয়া করবেন,আমি যেন দ্রুত এই এলার্জি জনিত সমস্যা থেকে মুক্তি পায়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | এলার্জি সমস্যায় জীবন অতিষ্ঠ । |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
এলার্জিরোগ টি এখন প্রায় মানুষের মাঝে রয়েছে। হঠাৎ করে এই রোগ টি অনেক মানুষের শরীরে আক্রমণ করেছে, এটা আসলেই আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার। আপনি এই এলার্জি রোগের জন্য ভালো ভাবে চিকিৎসা নেন ভাইয়া। নয়তো পরে আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
জি ভাই আমি চেষ্টা করছি ভালো ভাবে চিকিৎসা নেওয়ার জন্য। মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এলার্জি এখন অনেকেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটু অসতর্কতা বা পরিবেশের কারণে শরীরে প্রভাব ফেলতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নিতে হবে, নয়তো তা বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। স্বাস্থ্যকে গুরুত্ব দিন, সচেতন থাকুন। ধন্যবাদ
ধন্যবাদ আপু আপনাকে, গুরুত্বপূর্ণ কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য।
এলার্জি রোগ অনেক বিরক্তিকর একটি রোগ।এই রোগটি এখন প্রায় সবারি হচ্ছে। অনেক গবেষকরা গবেষণা করে দেখেছে যে করোনার টিকে দেওয়ার কারণে এলার্জি রোগ হচ্ছে। ভাইয়া আপনি ভালো চিকিৎসা নিন নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। আপনি তাড়াতাড়ি সুস্থ হন এ কামনা করি।
জি ভাই করোনা টিকা দেওয়ার পর থেকে আমারও চুলকানি শুরু হয়েছে। জানিনা এই বিষয়টা কতটুকু সত্য। ধন্যবাদ ভাই আপনাকে।
এলার্জি জনিত সমস্যা গুলো খুবই বিরক্তিকর। তাছাড়া এলার্জি সহজে কমতে চায় না। আপনি যেহেতু ডাক্তার দেখিয়েছেন, নিয়মিত ঔষধ সেবন করলে আশা করা যায় এলার্জি জনিত সমস্যা কিছুটা হলেও কমবে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো ভাই।