প্রাণী অথবা মানুষ প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না।
শুভ রাত্রি 🌃
আজ ১৯ ই জানুয়ারি,
রোজ রবিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
বন্ধুত্ব শব্দটি অতি আপন এবং কছের। মানুষগুলো সব সময় বিপদে পাশে থাকবে এটাই হওয়া উচিত। বন্ধুত্ব যে কোন পর্যায়ে হতে পারে। মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব, পোষা প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব। বর্তমান সময়ে প্রতিটি বাসা বাড়িতে পোষা প্রাণী পালন করতে দেখা যায়। তৈরি হয় বন্ধুত্ব, মায়া এবং ভালোবাসা দিন দিন বৃদ্ধি পায়। প্রকৃত বন্ধুর বন্ধন চিরকাল অটুট থাকে। প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না। ভালো বন্ধুর প্রতি ভালোবাসা সব সময় থাকে। স্বার্থ নিয়ে এগিয়ে চলে না। মানুষ কখনো কখনো বিশ্বাসঘাতকের রূপ নেয়। কিছু অসৎ মানুষের জন্য ভালো মানুষের জায়গা হয় না। তারা সব সময় চেষ্টা করে মানুষের ক্ষতি করার জন্য। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতের কারণে তারা সব সময় ব্যর্থ হয়। মানুষ নিজের স্বার্থ ও চাহিদা পূরণের জন্য যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হয় না। অপর দিকে পোষা প্রাণী গুলো মানুষের সঙ্গে কখনো বেইমানি করে না। সামান্য আদর যত্নে অসহায় প্রাণীকে প্রকৃত বন্ধু হিসেবে পরিণত করে। তারা কখনো বেইমানি করে না। মানিকের হুকুম শুনতে পেলে দূরে হতে চলে আসে মালিকের সঙ্গী হওয়ার জন্য।
কিন্তু অপরদিকে মালিক মানুষের উপকার করা সত্ত্বেও মানিকের সঙ্গে মানুষ বেইমানি করে। অনেক শ্রমিকের মাঝে প্রকৃত বন্ধুত্ব প্রকাশ পায়। মালিক যেভাবে আদেশ করেন সেভাবে কাজ করতে আগ্রহী। ফলে সৃষ্টি হয় প্রকৃত বন্ধুত্ব, একজন প্রকৃত বন্ধু সব সময় বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করে। ছেড়ে যেতে চায়না তার বন্ধুকে। কিন্তু বেশির ভাগ সময় দুর্বলতার সুযোগ নিয়ে বন্ধু শত্রুতে পরিণত হয়। সামান্য অর্থ ও লোভ লালসতার জন্য সবকিছু ভুলে গিয়ে নিজের মালিক অথবা বন্ধুকে বিপদের মুখে রেখে চলে যায়। এই সকল বন্ধুগুলো বন্ধুত্বের মান রক্ষা করতে পারে না। সময় ও সুযোগের অভাবে মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। একটি বিষয় লক্ষ্য করে দেখতে পারবেন পোষা প্রাণী সঙ্গে ছোট বাচ্চাদের খুব সহজেই ভালোবাসার বন্ধুত্ব তৈরি হয়। তার প্রধান কারণ হলো ছোট বাচ্চাটি প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার ও বন্ধুসুলভ আচরণ করে। তাই পোষা প্রাণী বাচ্চাদেরকে খুব সহজেই আপন করে নেয়। অল্প সময়ে প্রাণীর সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি হয়।
আমাদের সমাজে দেখে লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারি একটি কুকুর প্রকৃত বন্ধু হতে পারে। এই বন্ধুত্ব কখনো তার বন্ধুকে ছেড়ে যায় না। সামান্য রুটি ও খাবার দিয়ে লালন পালন করলে আপনাকে সব সময় মানসিক শান্তি জোগাবে। বিপদে পড়লে নিজের জীবন দিয়ে রক্ষা করতে চেষ্টা করবে। কখনো বেইমানি করবে না। এরাই হলো প্রকৃত বন্ধু। পশু পাখি মানুষের ভালোবাসা খুব সহজে বুঝতে পারে। যখন মানুষ ঘুমিয়ে থাকেন তখন পোষা প্রাণী যেমন কুকুর নামক সেই প্রাণীটি সারা রাত জেগে আপন মনিবকে পাহারা দিয়ে থাকে। কেউ মালিকের ক্ষতি করতে চাইলে, নিজের জীবনকে উৎসর্গ করে ঝাঁপিয়ে পরেন। তাই প্রকৃত বন্ধু সামান্য ভালোবাসা পেলে কখনো ছেড়ে যেতে চায়না। এটাই হলো আসল বন্ধুত্বের পরিচয়। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | প্রাণী অথবা মানুষ প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
প্রকৃত বন্ধু যারা তারা কখনো বন্ধুকে ফেলে কোথাও যায় না। সমস্ত মুহূর্তে এসে চেষ্টা করে প্রিয় মানুষের পাশে থাকার। আপনি দারুন একটি বিষয়কে কেন্দ্র করে পোস্ট লিখেছেন দেখে অনেক ভালো লাগলো আমার।
জি ভাই বন্ধু কখনো ফেলে যায় না। সব সময় নিজেকে তার বন্ধুর জন্য উৎসর্গ করে দেয়। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
বন্ধুত্বের প্রকৃতি এবং তার গভীরতা খুব ভালোভাবে প্রকাশ করেছেন। আপনি বন্ধুত্বের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যেমন মানুষের মধ্যে বন্ধুত্ব, পোষা প্রাণীর সঙ্গে বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বের অটুট সম্পর্ক। আপনি যে বিশ্বাসের সাথে পোষা প্রাণীর কথা বলেছেন, তা সত্যিই হৃদয়স্পর্শী। মানুষের মাঝে কখনো বিশ্বাসভঙ্গ হলেও, পোষা প্রাণীরা কখনো ছেড়ে যায় না, এই সত্যিটি চমৎকারভাবে তুলে ধরেছেন।
প্রাণী কখনো বিশ্বাসঘাতক হয় না। সামান্য রুটি খেয়ে মালিকের জন্য জীবন উৎসর্গ করতে পিছপা হয় না। ধন্যবাদ ভাই আপনাকে।
চমৎকার একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে ভাইয়া মানুষ মানুষের সাথে স্বার্থের জন্য বেইমানি করে। কিছুটা আঘাত লাগলে দূরে সরে যায়। কিন্তু আপনি যদি পশুপাখি পালেন এক বেলা খাবার না দিলেও আপনার কথা কখনো ভুলবে না বা আপনার প্রতি কোন কষ্টও আনবে না। আজ আপনার পোস্টটি পড়ে আমি একটি কুকুর পালতাম সে কুকুরের কথা ভীষণ মনে পড়ে গেল।
অসংখ্য ধন্যবাদ আপু, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।