সহজ সরল মানুষ গুলো বেশি ধোঁকার শিকার হয়।
শুভ রাত্রি..🌃
আজ ২১ ই অক্টোবর,
সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
নীরবতা যদি দুর্বলতা হয়, তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। বর্তমান সময়ে সহজ সরল মানুষ গুলো গাধার সমতুল্য। সরল মানুষগুলো নির্যাতনের শিকার এবং মানুষের নিকট হাসির পাত্র। এই পৃথিবীতে সহজ সরল মানুষগুলো সব সময় ঠকে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে। তার মূল কারণ হলো ভালো ব্যবহার এবং সকলের মন জয় করে চলা তাদের প্রধান বাধা। দুনিয়াতে চলতে গেলে অনেক ধরনের মানুষের সঙ্গে চলতে হয়। কোথায় আছে ব্যবহার বংশের পরিচয় দিয়ে থাকে। আপনি কখনো ভালো কাজের মূল্য পাবেন না। অসাধু মানুষ গুলো সব সময় তাদের নিজের স্বার্থের জন্য সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে থাকে। ফলে সরল মানুষ গুলো কিছু বলতে পারে না এবং সইতেও পারে না। তাই সে সুবিধার্থে এক শ্রেণির মানুষগুলো তাদের উপর নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন করতেই থাকে। আমরা মানুষ হয়ে মানুষের মূল্য দিতে পারছি না। প্রতি নিয়ত সহজ সরল মানুষগুলো ঠকে যাচ্ছে।
আমরা যখন আমাদের ব্যক্তিগত কাজে রাস্তায় বের হই, তখন আমাদের দৈনন্দিন কাজে বেশ কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়ে থাকি। মানুষ মানুষের জন্য, এক ভাই বিপদে পড়লে আমাদের উচিত তার বিপদের পাশে দাঁড়ানো। বিপদ গ্রস্থ ভাইকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাহলে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে। কিন্তু আমাদের নজরে পরে ভিন্ন কিছু। সুযোগের সদ্ব্যবহার মানুষ করতে একটুও দ্বিধাদ্বন্দ্ব করে না। কিভাবে মানুষের ক্ষতি করা যায় এই চিন্তা চেতনা খারাপ মানুষের মাথায় ঘুরপাক খায়। তাই তাদের ভবিষ্যৎ অন্ধকারে থেকে যায়। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনার চোখের সামনে একটি মানুষ বড় ভুল করেছেন। যে ব্যক্তি ভুল করেছেন সে একজন সাধারন এবং সরল মানুষ। তাই তাকে ছাড় দিয়ে কোন কথা বলা হয় না। অপরদিকে ক্ষমতাশীল মানুষকে হুজুর বলে সম্বোধন করা হয়।
এই হলো আমাদের দেশের বর্তমান অবস্থা। যারা পরিশ্রম করে হালাল উপার্জন করছেন তাদের উপর কুদৃষ্টি। যারা পরিবার-পরিজন নিয়ে দু'মুঠো ভাত খেয়ে শান্তিতে আছে, তাদের উপর মানুষের খারাপ দৃষ্টি বেশি থাকে। কর্মক্ষেত্রে সরল মানুষ গুলো বেশি প্রতারিত হয়। সব সময় তারা হুকুমের গোলাম হয়ে থাকে। সমাজে ভালো মানুষগুলো ভালো কাজ করে সকলের নিকট প্রশংসা পাওয়ার যোগ্য না। কিন্তু সমাজে কিছু তেলবাজ এবং অসৎ লোক রয়েছে তারা প্রতিনিয়ত গা বাঁচিয়ে চলে, অবশেষে তারাই প্রিয় মানুষ। কিন্তু সৃষ্টিকর্তার ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আজকে আপনি একজন সরল মানুষকে আপনার ক্ষমতার অপব্যবহার করে তাকে পুতুলের মত ব্যবহার করছেন। একদিন সময় আসবে আপনি ভালো মানুষের কাজের মূল্য দিতে শিখবেন। কিন্তু সে সময় আপনার অনেক দেরী হয়ে যাবে। অবশেষে আপনি আফসোস করবেন।
সে দিন অসাধু মানুষগুলো তাদের কাজের উচিত ফলাফল পাবে। সহজ সরল মানুষগুলো প্রতিনিয়ত ঠকে যায় এবং তারা ঠকে গিয়েও জিতে যায়। আমি বিভিন্ন পরিস্থিতিতে ও কর্মক্ষেত্রে সহজ সরল মানুষগুলোর উপর অত্যাচার এবং নির্যাতনের প্রতিচ্ছবি গুলো দেখতে পাই। তাই মনের অনুভূতি নিয়ে আজকে একটি ভিন্ন রকম পোস্ট লিখতে চেষ্টা করেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | সহজ সরল মানুষ গুলো বেশি ধোঁকার শিকার হয়। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1848083815077691398?t=YCxyAdJvHw48hiQNbvho5w&s=19
পৃথিবী টা এখন এমন হয়ে গিয়েছে ভাই তেলবাজ রাই ভালো আছে। আপনি সাধারণ থেকে নীরব থেকে কখনোই ভালো থাকতে পারবেন না। আপনার উপর নেমে আসবে অত্যাচার জুলুম। আর তারাই আমাদের ধোঁকা দিতে পারে যাদের আমরা পুরোপুরি বিশ্বাস করি।
আমার পোস্ট আপনি বুঝতে পেরে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা একেবারে ঠিক, যারা সহজ সরল তাদেরকে অন্যরা বেশি ঠকায়। কিন্তু যে মানুষগুলো ঠকায় সেই মানুষগুলো দিন শেষে জিততে পারে না। অন্যদিকে আবার যে মানুষগুলো ঠকে যায় তারাই ভালো কিছু করতে পারে। তাদের সাথেই ভালো কিছু হয় পরবর্তীতে। অন্যকে ঠকিয়ে কখনো নিজে বড় হওয়া যায় না। যে যেরকম সে ঐরকম ফল পাবে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য। আশা করছি সব সময় পাশে থাকবেন।
ভালো মানুষেরা সব সময় ধোকার শিকার হয় এ কথা সত্য। কারণ ভালো মানুষেরা সহজ সরল মন নিয়ে চলে। আর সবকিছুকে খুব সহজে বিশ্বাস করে নাই এবং সত্য মনে করে। কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভালো মানুষের স্থান নয়।
সহজ সরল মনের মানুষ গুলোই বেশির ভাগ সমাজে ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে সহজ-সরল মানুষের কোন জায়গা নেই। কেননা এই সহজ সরল মানুষগুলোকে সমাজের প্রভাবশালী লোকেরা কখনো একটুও পাত্তা দেয় না। আজ আপনি যে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন সেই পোষ্টের সব কথাগুলো একদম সঠিক। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার পোস্ট ভিজিট করে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলে এরকম হাজারো মানুষ রয়েছে যারা অন্যকে ঠকাতে সবথেকে বেশি পছন্দ করে। আর ভালোভাবে দেখে শুনে সহজ সরল মানুষগুলোকেই বেশি ঠকায় তারা। অন্যকে ঠকিয়ে কখনো নিজে বড় কিছু হওয়া যায় না এটা আমরা সবাই জানি। আর এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি। আমরা যেটার কারণে একটা মানুষকে ঠকাবো, দেখা যাবে তার ডাবল কিছু আমাদের সাথে হবে। আর এটাই চিরন্তন সত্য।
মানুষ সব সময় অন্যকে ঠকানোর জন্য সব সময় চেষ্টা করে। তবে খারাপ কাজ করে কেউ বেশি দূর যেতে পারে না এই কথা সত্য। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া সহজ সরল মানুষগুলো বেশি ধোঁকা খায়। আর বর্তমানে সহজ-সরল মানুষগুলো গাধার মত। তবে একজন ভাই যখন বিপদে পড়ে অন্যজন তার পাশে দাঁড়ানো এটিই কর্তব্য। আর কিছু অসাধু লোক আছে তারা সব সময় সুবিধা নিতে চাই। আর সহজ সরল মানুষগুলো সব সময় সবার কাছে ধোঁকা খায়। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিক বলেছেন ভাই, মানুষ মানুষের পাশে থাকবে এটাই মানুষের দায়িত্ব ও কর্তব্য। আমার পোস্ট ভিজিট করে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ঠিকই বলেছেন, বর্তমানে সমাজে বেশির মানুষ যারা সরল, সৎ থাকে তাদের প্রকিনিয়ত ঠকানের চেষ্টা করে। তাদের সরলতার সুযোগ নেয়