বন্ধুর বৌভাতের দাওয়াতে কিছু সময় কাটানোর অনুভূতি।
![]() |
---|
শুভ রাত্রি..🌃
আজ ৩০ ই সেপ্টেম্বর,
রোজ সোমবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম বন্ধুর বৌভাতের দাওয়াতে কিছু সময় কাটানোর অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গতকাল রাত থেকে স্টিমিট ওয়েবসাইটে সার্ভার জনিত সমস্যার কারণে পোস্ট করতে খুবই কষ্ট হচ্ছে। আমি যেহেতু সারাদিন অফিসে কাজ করি তাই রাতে আমার পোস্ট করতে অনেক সুবিধা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত রাতের দিকে সার্ভার সমস্যা বেশি দেখা যায়। তবে আশা করা যায় খুবই দ্রুত এই সমস্যার সমাধান হবে এই কামনাই ব্যক্ত করছি। যাইহোক গত সপ্তাহে আমার বন্ধুর বিয়ে ছিল। কাজের চাপের জন্য এবং সময় মতো ছুটি না পাওয়ার কারণে কাছের বন্ধুদের বিয়েতে যেতে পারি না। গত শুক্রবার আমার বন্ধু আমাকে বিয়েতে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে ছিল। কিন্তু আমি যেতে পানিনি। শুক্রবার বিয়ে হয় এবং শনিবারে বৌভাতের আয়োজন ছিল। শুক্রবার ছুটি না পাওয়ার কারণে শনিবার ছুটি নিয়ে বৌভাতের দাওয়াতে অংশগ্রহণ করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমার বন্ধুর বাসা বেশি দূরে ছিল না। অটোরিকশা দিয়ে আমার বাসা থেকে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। বন্ধুর বাসা ছিল ময়মনসিংহ সদরে আকুয়া বাইপাস ওয়ারলেস মোড়ে। আমার বন্ধু তার নিজ বাসার মাঠে খাওয়া-দাওয়ার আয়োজন করেছিল। আমি বৌভাতের দাওয়াতে এসে দেখি অলরেডি খাবার খাওয়া শুরু হয়ে গিয়েছে। আমি জোহরের নামাজ পড়ে এসেছিলাম তাই একটু দেরি হয়ে গিয়ে ছিল। প্রথম ব্যাচের খাবার চলমান। আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করি এবং আমার বন্ধুর সঙ্গে দেখা করি। আমার বন্ধু খুব ব্যস্ত ছিল, তাই আমাকে বেশি সময় দিতে পারেনি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
দুপুরে প্রচন্ড গরমের কারণে সবার খাবার খেতে কিছু সমস্যা হয়েয়ে থাকে। গরমের ভেতরে খাবার খাওয়া অনেক কষ্টদায়ক, কিন্তু ডেকোরেশন এবং পরিবেশ খুব সুন্দর ছিল। তাই তেমন বেশি অসুবিধা হয়নি। তবে সব চাইতে মজার বিষয় হলো সকলেই খাবারের প্রশংসা করছিল, রান্না নাকি অনেক সুস্বাদু হয়েছিল। তাই সকলেই জমিয়ে খেয়েছিল। কিছু সময় পর প্রথম ব্যাচের খাবার খাওয়া শেষ হয়ে যায়।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
বন্ধুর বিয়ের বৌভাতের দাওয়াতে অনেক মেহমানের সমাগম হয়েছিল। কিছুক্ষণ পর আমিও খাবার খেতে শুরু করে দিলাম। প্রতিটি রেসিপি খুব টেস্ট হয়েছিল। আমি চেয়েছিলাম ফটোগ্রাফি করতে, কিন্তু সকলের সামনে খাবারের ফটোগ্রাফি করতে পারিনি। যাইহোক খাবার খাওয়ার আগে আমি বেশ কিছু ফটোগ্রাফি এবং একটি সেলফি নিয়েছিলাম। তারপর খাবার খেয়ে বন্ধুর সঙ্গে কিছু সময় আড্ডা দিয়ে বাড়ির দিকে রওনা করি। আমি দাওয়াত মাঝে মধ্যে গ্রহণ করতে চেষ্টা করি। কিন্তু সময় সুযোগের কারণে হয়ে ওঠে না। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আমি নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | লাইফ স্টাইল। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বন্ধুর বৌভাতের দাওয়াতে কিছু সময় কাটানোর অনুভূতি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1840812957183402453?t=S7K2bNMqmCfDrXbj4G1qtw&s=19
আসলেই ব্যস্ততার কারণে অনেক সময় দাওয়াতে অংশগ্রহণ করা যায় না। তবে কাছের মানুষদের দাওয়াত সহজে মিস করা যায় না। যাইহোক বন্ধুর বৌভাতের অনুষ্ঠানে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন দেখছি। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই বন্ধুর বিয়ে বলে কথা,তাই জমিয়ে খেয়েছিলাম। আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।