ভালো কাজের মূল্য নেই।
![]() |
---|
শুভ রাত্রি..🌃
আজ ২৭ ই অক্টোবর,
রবিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
এই পৃথিবীতে ভালো কাজের মূল্য পাওয়া যায় নি। দুনিয়াটা হল স্বার্থপর, এই স্বার্থপর দুনিয়ায় মানুষগুলো নিজের স্বার্থপর জন্য ভালো কাজকে কখনো ভালো বলে সাব্যস্ত করে নি। একটি কোম্পানি ও প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর মানুষ কাজ করে। কিন্তু সবার স্বভাব আচরণ এক হয় না। আপনি খারাপ কাজ করবেন এবং বসকে সম্মান করে কিছু কথা বানিয়ে তার সঙ্গে তেল মারতে পারলে আপনি স্যারের কাছে খুবই ভালো মানুষ। কিন্তু একদিন সামান্য ভুলের কারণে আপনি হয়ে যাবেন আপনার স্যারের কাছে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ। বর্তমান সমাজে স্বার্থপর মানুষদের কাছে ভালো কাজ করে কখনো মেডেল কিংবা পুরস্কার পাওয়া যায় নি। কিন্তু একটু অবহেলা করে কাজ করলে আপনি সবচাইতে খারাপ মানুষ হিসেবে প্রমাণিত হবেন।
হ্যাঁ এটাই দুনিয়া, দুনিয়ায় দুনিয়া করে মানুষ মরিয়া হয়ে যায়। এক সময় দুনিয়াও মানুষের সঙ্গে বেইমানি করে। দুনিয়াতে তেলবাজ মানুষদের জায়গার অভাব হয় না। যেখানে খুশি সেখানেই তাদের জায়গা ধীরো ও শক্ত হয়ে যায়। সামান্য ইস্যুতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি রাগ অভিমান করে বসবে। এবং মুখের খারাপ ভাষায় গালি গালাজ করবে। এটাই বুঝি কর্মক্ষেত্রের রূপ মডেল। বর্তমান বিশ্বে চাকরি এখন জেলখানার মতো মনে হয়। পার্থক্য শুধু সামান্য বিষয়ের। জেলখানা অন্যায় অত্যাচারের শাস্তির জন্য যেতে হয় এবং বিভিন্ন কোম্পানিতে প্রতিনিয়ত জেলখানার মতো খেটে মরতে হয়। তাই আমরা চাকরি জীবনকে জেলখানার জীবন মনে করি।
আজকে আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছেন এবং আপনার পকেটের টাকা দিয়ে তাকে ভালো-মন্দ খাবার কিনে দিচ্ছেন জমিয়ে আড্ডা মারছেন। কিন্তু একদিন আপনি খালি পকেটে রাস্তায় বের হয়ে পরীক্ষা করলে বুঝতে পারবেন দুনিয়া কত কঠিন। কেউ আপনাকে ৫ টাকা দিয়ে সাহায্য করবে না। আরো উল্টো চেষ্টা করবেন আপনাকে কিভাবে বিপদে ফেলা যায়। হাজারো ভালো কাজ করে আপনি কখনো কারো মন জয় করতে পারবেন না। দুনিয়াতে খারাপ মানুষ গুলোর কারণে মন মানসিকতা সব নষ্ট হয়ে যায়। কর্মক্ষেত্রে বিভিন্ন তেলবাজ ও পা চাটা মানুষ লেগে থাকে। এই অসাধু মানুষগুলোর কারণে ভালো মানুষের জায়গা হয় না। মূল্যায়ন করতে পারে না ভালো কাজগুলোর।
কিন্তু সৃষ্টিকর্তা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো কাজ করে দুমুঠো ভাত তৃপ্তি সহকারে খেয়ে উঠছেন। অচিরেই ধ্বংস হয়ে যাবে অসাধু মানুষগুলোর জীবনযাত্রা ও বিলাসিকতা জীবন যাপন। দুর্নীতিমুক্ত হলে খুব সহজেই ভালো কাজের মূল্য পাওয়া যাবে এবং ভালো মানুষগুলো তার প্রতিভা বিকাশ করতে পারবে। সৃজনশীলতা ও কাজের চেতনা খুব কম মানুষের হয়। ভালো কাজগুলোর মাধ্যমে মানুষের আস্তা ও বিশ্বাস অর্জন করতে সম্ভব হয়। আসুন আমরা সকলেই ভালো কাজ করি এবং ভাল কাজের মূল্যায়ন করতে শিখি। তাহলে আমরা যোগ্য কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মজীবী মানুষদেরকে খুঁজে পাব।
তাই আমাদের সকলের উচিত, দুর্নীতির শিখল ভেঙে সাহসিকতা মনোভাব লালন করা। অন্যায়ের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়াতে হবে। উপরে বড় চেয়ারে বসে থাকা মানুষগুলো তাদের আচরণ এবং শ্রমিকের উপর মানসিক অত্যাচারের কঠিন বিচার পাবে। এর ফলে ভালো মানুষ ও ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি পাওয়া যাবে। যাইহোকে এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | ভালো কাজের মূল্য নেই। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1850252320866758828?t=FcuCCBkQaXDjo6yf9L1L7w&s=19
ভাই একটি দারুণ বিষয় আপনি জেনারেল রাইটিং এর মাধ্যমে শেয়ার করেছেন। একদম ঠিক কথা বলেছেন। অনেক ভালো কাজ করেও সামান্য একটি ভুলের জন্য কারো কাছে খারাপ হয়ে যেতে হয়। এর থেকে বড় সত্য আর নেই। আর কর্মক্ষেত্রে এ তো সর্বৈব সত্য। সেখানে আপনার ভালো কাজের মূল্যায়ন কেউ করবে না। কিন্তু খারাপ কাজটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এটাই যে আমাদের বর্তমান যুগের বৈশিষ্ট্য। আর তার সঙ্গেই আমাদের মানিয়ে চলতে হয়। দুর্ভাগ্য আমাদের।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন ভাইয়া ভালো কাজের মূল্য এই দুনিয়াতে নেই। এই যুগে ভালো কাজের বা ভালো মানুষের কদরও কেউ করেনা।যদি কেউ পিছনে হাজারো বদনাম করে সামনে গিয়ে একটু ভালো ব্যবহার করে তার সম্বন্ধে প্রশংসা করে তাহলেই সে ভালো হয়ে যায়। কিন্তু যে ভালো কাজ করে যাচ্ছে দিন দিন তার প্রতি কোন খেয়াল থাকে না। বিশেষ করে কর্মক্ষেত্রে এমনটা হয়ে থাকে বসের কথা মত চলতে পারলে। তার কথায় উঠতে বসতে পারলেই সে ভালো।দারুন কিছু কথা তুলে ধরেছেন ভাইয়া। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভালো কাজের মূল্যায়ন এই দুনিয়াতে নাই, আপনার যত ভালো কাজ করবেন ততো বড় বিপদে পড়বেন। এখন সবাই এটাই মনে করে। সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আসলে ভালো কাজ নিয়ে আজকের যে পোস্টটি আপনি পড়েছেন তা এক কথায় অসাধারণ ছিল। আসলে সত্যি বলতে কি এখন মানুষ ভালো কাজের মর্ম কখনোই বোঝেনা। যদি তাদের সাথে খারাপ কোন কিছু হয় তাহলে তারা বুঝতে পারবে ভালো কাজের মর্ম কতটা বেশি।
জি ভাই আপনি ঠিক বলেছেন, মানুষ খারাপ কাজের বিনিময়ে ভালো কাজকে উপলব্ধি করতে পারে। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
বাস্তবিক কথা দিয়ে খুব দারুণ পোস্ট লিখেছেন ভাই। আসলে এই পৃথিবী বড়ই অদ্ভুত। আপনার পকেটে টাকা আছে আপনাকে সবাই সম্মান করবে। একদিন যদি পকেটে টাকা না থাকে কেউ আপনাকে ৫ টাকাও দেবে না কথাটি ঠিক বলেছেন। আর কিছু কিছু অসাধু লোক তারা অনেক দূর এগিয়ে গেল। আর সবাইকে এটি চিন্তা করতে হবে হিসাব-নিকাশ একদিন সবার হবে।ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
বর্তমান সময়ে অর্থ সম্পদ এবং টাকা কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই ভালো কাজের মূল্য দিন দিন কমে যাচ্ছে। আমার পোস্ট সম্পূর্ণ পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই আপনাকে।