জেনারেল রাইটিং- দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি জেনারেল রাইটিং নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার জেনারেল রাইটিংটি দেখে আসি যে কি বিষয় নিয়ে লেখলাম। হ্যাঁ বন্ধুরা আজ আমার জেনারেল রাইটিং এর বিষয় হলো দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

Growth.png

বন্ধু হলো জীবনের এক চরম অধ্যায়। যেখানে থাকেনা কোন ধরা বাধা নিয়ম। জীবনের টানা পোড়নের সময়গুলোতে আমরা আমাদের জীবনে প্রিয় বন্ধুকে খুঁজে ফিরি বারে বারে। কারন আমরা বিশ্বাস করি একমাত্র আমাদের প্রিয় বন্ধুগুলোই আামাদের কে আকঁড়ে থাকবে সারা জীবন। আর বন্ধুর সাথে আমাদের শুধু বন্ধুর সম্পর্ক নয়। বন্ধুর সাথে আমাদের হৃদয় আত্মার সম্পর্ক।

পৃথিবীতে পরিবারের পরে যদি আপন কেউ থেকে থাকে তা হলো বন্ধু। একজন ভালো বন্ধু আমাদের কাছে আপনের চেয়েও আপন। আমাদের হৃদয়ের একাংশে আমরা সব সময়ই ভালো বন্ধু কে স্থান দিয়ে রাখি। কারন ভালো বন্ধুই কেবল আমাদের কে সফলতার পথ দেখায়। আমাদের হাত ধরে এগিয়ে নেয় আগামীর পথে। ভালো বন্ধু তো থাকে আমাদের হৃদয়ের একান্ত গভীরে। যার সাথে আমরা মনের কথাগুলো কে শেয়ার করতে পারি চোখ বুঝে।

তবে বন্ধু কিন্তু বন্ধুর মত হতে হবে। বন্ধু হতে হবে আত্মত্যাগী। বন্ধু হতে হবে উপকারী। আর বন্ধু হতে হবে বিশ্বস্থ। আমরা আমাদের চারপাশে অনেক বন্ধুই দেখতে পাই। কিন্তু আমাদের বিপদের সময়ে আমরা আর তাদের কে খুঁজে পাই না। বন্ধু যদি বন্ধুর বিপদে না আসে তাহলে কিসের বন্ধু? বন্ধু যদি হয় নিজের স্বার্থের জন্য উদার মনের, তাহলে সে কিসের বন্ধু হয়? বন্ধু যদি জীবনের অসময়ে পাশে না থাকে তাহলে সে কিসের বন্ধু হয়? তাই আমাদের কে আমাদের জীবনের জন্য ভালো এবং প্রকৃত বন্ধু খুজেঁ নিতে হবে।

একজন ভালো বন্ধু কিন্তু একজন ভাই বা বোনের মত। একজন ভালো বন্ধু জীবনের সফলতার সহায়তাকারী। একজন ভালো বন্ধু হলো অসময়ের সাথী। একজন প্রকৃত বন্ধু কখনও নিজেকে নিয়ে স্বার্থপরের মত করে ভাবতে পারে না। একজন প্রকৃত বন্ধু কখনও অন্য বন্ধুর সফলতায় হিংসা করে না। একজন প্রকৃত বন্ধু অন্যের দোষ ত্রুটি গুলো কখনও প্রচার করে বেড়ায় না। আর একজন ভালো বা প্রকৃত বন্ধু কখনও অন্য বন্ধুর ক্ষতি কামনা করে না।
বিপদের দিনে, অসময়ে আর নিজের প্রয়োজনে যদি বন্ধুকে পাশে পাওয়া না যায় তাহলে তো আর আমাদের বন্ধুর কোন প্রয়োজন পড়ে না। তাই তো আমাদের কে সঠিক এবং প্রকৃত বন্ধুদের কে আমাদের জীবনের জন্য খুঁজে নিতে হয়। কারন দুষ্ট গোয়ালের চেয়ে শূণ্য গোয়াল অনেক ভালো। আমরা যদি আমাদের জীবনে কোন ভালো বন্ধু না পাই তাহলে কি লাভ স্বার্থপর বন্ধু দিয়ে? তাই তো বলি একজন ভালো বন্ধু হলো একটি বইয়ের মত। যা সহজে পড়ে নেওয়া যায়।

পৃথিবীতে তারাই সফল যারা কিনা প্রকৃত বা সত্যিকারের বন্ধু তার জীবনের জন্য খুঁজে পেয়েছেন। একজন ভালো বন্ধু যারা খুঁজে পেয়েছে তারাই বোঝে বন্ধুত্বের মজা। যে মানুষের জীবনে একজন ভালো বন্ধু আছে তার সফলতার জন্য আর অন্যকে খুঁজতে হয় না। আমি মনে করি দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। তাই আসুন আমরা আমাদের জীবনের জন্য একজন ভালো এবং প্রকৃত বন্ধু খুঁজে নেই।

আশা করি প্রতিদিনের মত করে আজও আপনাদের কাছে আমার আজকের পোস্টটি বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্যের আসায় রইলাম।

আমার পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️

image.png

Sort:  
 6 days ago 

বন্ধু জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ৷ কখনো কখনো দেখা যায় আত্মীয়দের থেকেও বন্ধুদের ভূমিকা জীবনে অনেক বড় হয়ে ওঠে। আর যারা জীবনে প্রকৃত বন্ধু পায় তাদের সব কাজে সফলতা অনেক সহজে চলে আসে। কিন্তু বন্ধু ভাগ্য সবার হয় না। অনেক সময় বন্ধু সেজে অনেকে প্রতারণায় মানুষকে ঠকিয়ে দেয়। তাই সঠিক বন্ধু নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তে যে সফল হয়েছে সে জীবনেও সফল হয়েছে।

 6 days ago 

আসলে আমিও মনে করি প্রকৃত বন্ধু জীবনে থাকা আমাদের সবার প্রয়োজন। তবে যাই হোক আমার জীবনে দুই একটি আমার প্রকৃত বন্ধু রয়েছে,যাদের কাছে কখনো কিছু চাইলে না করে নেই।এবং এখনো এক বন্ধুর সাথে জীবন যাপন চালিয়ে যাচ্ছি।সৃষ্টিকর্তা যেনো আমাদের বন্ধুত্ব টিকে রাখার তৌফিক দেন।যাই হোক আপনার পোস্ট টি পড়ে ভীষণ ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

Polish_20250226_173743083.jpg

 6 days ago 

একজন মানুষের প্রকৃত বন্ধু পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু মানুষের জীবনকে সুন্দর করে তুলতে সহায়তা করে। যার প্রকৃত ভালো বন্ধু নেই, সেই মানুষটি সত্যিই অনেক দূর্ভাগা।তাই প্রতিটি মানুষের জীবনে একজন প্রকৃত বন্ধু থাকুক এটাই চাওয়া।

 6 days ago 

আপনার কথাগুলো সত্যিই গভীর এবং হৃদয়স্পর্শী। বন্ধুত্ব যে শুধু একটি সম্পর্ক নয়, বরং জীবনের এক অমূল্য অঙ্গ, তা আপনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রকৃত বন্ধু সঙ্গী, সহযাত্রী, এবং কখনো কখনো আমাদের জীবনের শক্তি হয়ে থাকে। যেমন আপনি বলেছেন, বন্ধু যদি বিপদে পাশে না থাকে, তবে তার বন্ধুত্বের মূল্য কি? সত্যিই, একজন ভালো বন্ধু কখনো স্বার্থপর হতে পারে না, সে সব সময় আমাদের সুখ-দুঃখে আমাদের সঙ্গে থাকে, আমাদের সাফল্যে আনন্দিত হয় এবং আমাদের বিপদে সহায়ক হয়। এমন বন্ধু খুঁজে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। আপনি যা বলছেন, তা পুরোপুরি একেবারে সত্য প্রকৃত বন্ধু জীবনে সফলতা এবং শান্তির সাথী।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.032
BTC 82669.17
ETH 2058.63
USDT 1.00
SBD 0.63