স্বপ্ন নয় তবে শখ🥰

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ রাত্রি বন্ধুরা😊আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি তবে এক্সামের একটু প্রেসার চলছে🥵।
আমি যে আপনাদের মাঝে কখনো আসবো এটা স্বপ্নেও ভাবিনি।এই কিছুদিন আগেও জাস্ট শুনতাম অনলাইনে মানুষজন কিসব কাজ করে।আমার বাসায় এক ভাড়াটিয়া ছিল।পালিয়ে বিয়ে করেছে জন্য বাসার কারো সাথে আরকি সম্পর্ক ছিলনা।তো স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় ভাড়া থাকতো।ভাইয়া প্রথমদিকে কোকা-কোলাসহ বিভিন্ন পানীয়ের ডিলারসিপ নিয়েছিলেন।কিন্তু ধরা খেয়েছিল কিছুদিন ব্যাবসার পর।
IMG20210730190131.jpg

ডিলারশিপের পাশাপাশি নাকি অনলাইনে কিসব লিখতো।যাইহোক, সেটা তখনো জানতাম না।ব্যাবসায় ধরা খাওয়ার পর ভাই বাসা থেকে তেমন বের হতেন না।তো সবাই এটা ভাবতো যে ব্যাবসায় ক্ষতি হইছে সেটা বোধয় মেনে নিতে পারছেনা।
কিন্তু বিষয়টা তা ছিলনা।ব্যাবসার পাশাপাশি উনি যে কাজটা করতেছিলেন অনলাইনে,ব্যাবসায় ধরা খাওয়ার পর উনি ওই কাজেই আরো সময় বেশি দিচ্ছিলেন।ধীরে ধীরে ওনার রোজগারও বাড়তে শুরু করেছিল।এখন যতদূর জানি,উনি ঢাকায় আছেন এবং প্রায় ১৮০ জন লোক ওনার আন্ডারে আছেন।

তো যাইহোক,তার ওসব ঘটনা দেখে বা শুনেও আমার এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিলনা।করোনার জন্য বাসায় বসে থাকতাম।প্রায় ৭/৮ মাস বাসায় বসে থাকার পর শুভ ভাইয়া আমায় বলেছিল এখানে কাজ করার কথা।আমি তখনো না করেছিলাম।পরে বাবা আর মা যখন বললো তারপর এই প্লাটফর্মে যোগ দিয়েছিলাম।আজ অব্দি এটাই আমার প্রথম কাজ এবং আমার বাংলা ব্লগই আমার একমাত্র কমিউনিটি।
প্রথম প্রথম বোরিং লাগতো এসব লেখালেখি। জাস্ট দায় সারতাম আরকি।কিন্তু দিন গড়াতে গড়াতে আজ প্রায় ৫ মাস হচ্ছে। সত্যি বলতে নেশাই হয়ে গেছে।শখের ভেতর পরে গেছে কাজটা।যেখানে যা দেখি ছবি তুলি,সেটা নিয়ে এটা সেটা ভাবি।বলতে গেলে নিজের ভেতোরও অনেক পরিবর্তন আসছে।মন-মানসিকতাও পালটে গেছে।সব কিছুর ভেতোরই গল্প খুজি,বিষয়টা নিয়ে অনেক ভাবি🙂।স্বপ্ন আমার ডাক্তার হওয়ার😊আল্লাহ কি লিখে রাখছেন জানিনা,তবে এই শখটা রয়ে যাবে🥰।
Snapchat-1115022516.jpg

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.15/11/21

Sort:  
 3 years ago 

পরীক্ষা ভালো করে দিও, তোমার জন্য শুভেচ্ছা রইলো। লেখালেখি চালিয়ে যাও, ভবিষ্যতে আরও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য ।

 3 years ago 

দুআ করি আপনারা জন্য আল্লাহ যেনও আপনার সপ্ন পূরণ করে দেয়।
আমার ও এক সময় এমন সপ্ন ছিল হয়তো কিছু কারণে সপ্ন গুলো বাস্তব করতে পারি নাই 😥।

ভালো করে পড়াশোনা করবেন ভাইয়া।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

স্বপ্নের পেছনে নাছোরবান্দা হয়ে পড়ে থাকেন, সৎ মনে সেই লক্ষ নিয়ে পড়াশুনা করেন ইনশাল্লাহ একদিন স্বপ্ন পূরন হবে। এখন আপাতত আপনার সামনে যেইটা আছে সেইটাকে সুন্দর করে মোকাবিলা করায় আপনার প্রধান কাজ। পরীক্ষা ভালভাবে শেষ করেন। দোয়া ও শুভ কামনা রইলো আপনার প্রতি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67