পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ15 days ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কাটানো কিছু মুহূর্ত এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000071804.jpg

লোকেশনDevice :- realme C55

IMG20240413084433 (1).jpg

IMG20240413084608.jpg

ব্যস্ততার কারণে বাইরে যাওয়া তেমন একটা হয় না। বাবা চলে যাওয়াতে পরিবারের উপর ঝড় তুফান বয়ে গিয়েছে। প্রিয়জন হারিয়ে মন তেমন একটা ভালো নেই‌ । আসলে বাবা হারানোর যন্ত্রণাটা অত্যন্ত বিষাদের। যা বলে বোঝানো সম্ভব নয়। হৃদয় কতটা ক্ষতবিক্ষত হয়েছে শুধু যার বাবা হারিয়েছে সেই বুঝে। সবার মাঝে ঈদে আনন্দ বয়ে গিয়েছে । তবে আমার মনে ঈদের আনন্দ তেমন একটা নেই। তারপরও চেষ্টা করেছি সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। যেখানে যাই তেমন ভালো লাগে না। তাই ঈদের দুদিন পরে পড়ন্ত বিকেলে একা একা ঘুরতে গিয়েছে নদীর পাড়ে প্রকৃতির মাঝে।

IMG20240413084615.jpg

IMG20240413084720.jpg

আসরের নামাজের পূর্বে বাসা থেকে বের হয়ে যায় । পথে নামাজ পড়ে নদীর পাড়ে গিয়ে পৌঁছলাম। যখন আমি সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছলাম তখন সূর্য ডুবে গিয়েছে। চারদিকে পরিবেশ খুব চমৎকার। নদীর পাড়ের চারদিকে শুনশান নিরবতা বিরাজ করছে। মাঝে মাঝে দক্ষিণের হাওয়া বয়ে যাচ্ছে । আমিও একা একা নদীর পাড়ে কিছুক্ষণ ঘুরাঘুরি করলাম। তারপর সবুজ ঘাসের মধ্যে বসে পড়লাম । সবুজ ঘাসের বসে নদীর দিকে তাকিয়ে রইলাম। নদীর পানির ঢেউয়ের শব্দ আর দক্ষিণের হাওয়া হৃদয়ে কিছুটা প্রশান্তি চলে আসলো।

IMG20240413084801.jpg

একা একা অনেকক্ষণ যাবৎ বসে ছিলাম প্রকৃতির মাঝে। ইট পাথরের শহরের হাজার রকম শব্দ আর পরিবারের নানা রকম সমস্যা থেকে কিছুটা রেহাই পেলাম নদীর পাড়ের প্রকৃতির পরিবেশে বসে। শান্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো আমার। আসলে মন যখন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ভীষণ ভরাকান্ত। তখন একটু প্রাকৃতিক পরিবেশে নিজেকে কিছুক্ষণ বিলীন করে দিতে পারলে জীবনের সজীবতা ফিরে আসে। চারদিকে প্রকৃতির পরিবেশ বেশ চমৎকার ছিলো। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে নিজের জন্য কিছুক্ষণ সময় ব্যয় করেছি।

IMG20240413084804.jpg

প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য মনকে ভালো করে দিতে পারে। নদীর পারে কিছুক্ষণ অবস্থান প্রাকৃতিক এমন অপরূপ সৌন্দর্যের ছোঁয়াতে মন ভরে গেলো। সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত নদীর পাড়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। সন্ধ্যায় ঘনিয়ে আসার কারণে নদীর পাড় থেকে বাসার দিকে রওনা হলাম।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 15 days ago 

আজকে আপনি পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছেন।লেখাটি পড়ে মনে হল যেন আমি নিজেই নদীর পাড়ে বসে আছি! বিকেলের সোনালি আলো, নদীর শান্ত প্রবাহ—সবকিছু আপনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে চোখ বন্ধ করলেই ছবিটি ভেসে ওঠে।আপনার লেখায় নদীর পাড়ের শান্তির বর্ণনা খুবই আকর্ষণীয়।আপনার লেখাটি আমাকে ছোটবেলার গ্রামের নদীর পাড়ে কাটানো সেই সুন্দর বিকেলগুলোর কথা মনে করিয়ে দিল। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 15 days ago 

আপনাদের দিকে নদীতে এখনো অনেক পানি দেখা যায়। নদীর সুন্দর্য হলো পানি। বিকালে নদীর পাড়ে ঘুরতে পারলে অনেক ভালো লাগে।

 15 days ago 

ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 15 days ago 

ভাইয়া মা-বাবা চিরকাল এই পৃথিবীতে থাকে না। আপনার বাবা এই পৃথিবী থেকে চলে গেল সেটি শুনেছি। যাই হোক পড়ন্ত বিকেলে নদীর ধারে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর নদীর ধারে সৌন্দর্য মানুষকে এমনিতে আকৃষ্ট করে। আমি নিজেও মাঝেমধ্যে নদীর ধারে ঘুরতে যাই। তবে আপনার পড়ন্ত বিকেলের নদীর ধারে ঘুরতে যাওয়া পোস্ট দেখে বেশ ভালো লাগলো।

 15 days ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

 15 days ago 

পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটাতে অনেক ভালো লাগে। সুন্দর দৃশ্য গুলো দেখে বুঝতে পারছি কত সুন্দর একটি জায়গা।‌ এমন সুন্দর জায়গায়‌ সময় কাটাতে পারলে অনেক ভালো লাগবে। নদীর দৃশ্য গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 8 days ago 

জি আপু, নদীর দৃশ্য বেশ দারুন। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93725.97
ETH 1805.39
USDT 1.00
SBD 0.85