আমি ভবিষ্যৎ বলতে কবরস্থানকেই বুঝি, কারণ এটা নিশ্চিত ভবিষ্যৎ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমি ভবিষ্যৎ বলতে কবরস্থানকেই বুঝি, কারণ এটা নিশ্চিত ভবিষ্যৎ এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
মানুষের জীবন বেশ অদ্ভুত এবং বৈচিত্র্যময়। মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। মানুষ কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তা নিশ্চিত ভাবে কেউ জানে না। বলা যায় যে, মানুষের জীবন হচ্ছে কচুর পাতার উপর পানির বিন্দুর মতো । পানির বিন্দু কখন নিচে পড়ে যাবে তা বলা যায় না। কিন্তু মানুষ প্রতি মুহূর্তে ভবিষ্যতে নিয়ে স্বপ্ন দেখে। মানুষ ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করা থাকে। ভবিষ্যৎ নিয়ে নানা রকম কর্ম পরিকল্পনা সাজিয়ে থাকে। পরিবার-পরিজন সবাইকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বিভোর থাকে। মানুষের জীবনে ভবিষ্যতে কি ঘটবে কেউ বলতে পারে না ।
কিন্তু একটা বিষয় নিশ্চিত তা হচ্ছে মানুষের ভবিষ্যতে মৃত্যু হবে। এইটাই চিরন্তন প্রকৃত সত্য। আমরা ভবিষ্যতে যতো রকম পরিকল্পনা করে থাকি সব রকম পরিকল্পনা বাস্তবায়ন হবে তা বলা যায় না। কিন্তু ভবিষ্যতে আমাদের মৃত্যু হবে এই বিষয়টা আমরা শতভাগ নিশ্চিত থাকতে পারি। মানুষের বয়স যতো বাড়ে ততোই মৃত্যুর দিকে ধাবিত হয়। এই বিষয়টা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। মানুষের মৃত্যু প্রকৃত সত্য। স্রষ্টা কর্তৃক নির্ধারিত হচ্ছে, প্রত্যেক প্রাণীকে জন্মিলে মরিতে হবে।
আমাদের জীবনে ভবিষ্যতে কি হবে? আমরা কোথায় যাব? কি করব, এবং কি অবস্থার মধ্যে থাকবো? তা আমরা বলতে পারি না। কিন্তু আমরা একটি বিষয় নিশ্চিত থাকতে পারি যে আমরা মৃত্যুর মুখোমুখি হবো। মৃত্যু আমাদের জীবনে একমাত্র ভবিষ্যৎ। যেহেতু আমাদের ভবিষ্যতে মৃত্যু নিশ্চিত তাই আমাদের প্রত্যেকের উচিত ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ বিভোর না থেকে বর্তমান জীবনকে খুব সুন্দর এবং স্বাভাবিক ভাবেই পরিচালনা করা। ভবিষ্যৎ নিয়ে এতো বেশি চিন্তা না করে বর্তমান নিয়ে চিন্তা ভাবনা করে জীবনকে সুন্দর ভাবে গঠন করা।
যাতে করে ভবিষ্যতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। ভবিষ্যৎ নিয়ে যতো কর্ম পরিকল্পনা সাজিয়ে থাকি ঐ কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের গন্তব্য কোথায়? আমাদের জীবনকে আমরা এমন ভাবে গঠন করবো যাতে করে ভবিষ্যতের অনিশ্চিত স্বপ্নের জন্য আমাদের জীবন খারাপ হতে না যায়। কারণ ভবিষ্যৎ বলতে নিশ্চিত আমাদের মৃত্যু। আমাদের প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য।
আমরা যে যেখানে যেভাবে অবস্থান করি আমাদের মনে রাখা উচিত ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের প্রত্যেকের জীবনে মৃত্যু আসবে। মৃত্যুকে আমাদের স্বাভাবিক মেনে নিতে হবে। মৃত্যু পর কবরস্থান আমাদের একমাত্র ঠিকানা। সাড়ে তিন হাত মাটি আমাদের ঠিকানা হবে। কবরস্থান ছাড়া আমাদের আর কোন ঠিকানা নেই। তাই আমি ভবিষ্যৎ বলতে কবরস্থানকেই বুঝি, কারণ এটা নিশ্চিত ভবিষ্যৎ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1908977494675570797?t=DKUWEM42JJGXwVcYvUOTyw&s=19
https://x.com/MdAgim17/status/1908979957998420367?t=kObGCI6y6WgUOl2WCRS_kw&s=19
https://x.com/MdAgim17/status/1908981141765317083?t=xmMsN_0tq2bMqTZvdUeAoQ&s=19
https://x.com/MdAgim17/status/1908982152924123623?t=M48s4YaOR1st9WiviJafEg&s=19
https://x.com/MdAgim17/status/1908982152924123623?t=M48s4YaOR1st9WiviJafEg&s=19
https://x.com/MdAgim17/status/1908984166277927194?t=q1TcAMI6EiOsmxi01ZME8A&s=19
https://x.com/MdAgim17/status/1908982963397607723?t=ogsRDSLBCqM-RQDXaLXcjQ&s=19
https://x.com/MdAgim17/status/1908985354733887498?t=vJO88QhXHjoURwjGznoEog&s=19
https://x.com/MdAgim17/status/1908985896109777136?t=vJO88QhXHjoURwjGznoEog&s=19
https://x.com/MdAgim17/status/1908988155950137377?t=VG1-EzY_xnjwKkE_-zGvYg&s=19