বৈচিত্র্যময় লান্টানা ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্র্যময় লান্টানা ফুলের সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
লোকেশন
Device :- realme C55
প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না । ফুলকে সবাই খুব বেশি ভালোবাসে। ফুল দেখলে হৃদয় মাঝে অন্যরকম অনুভূতি জাগ্রত হয়। ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে সব সময় মুগ্ধ করে থাকে। ফুলের নান্দনিক সৌন্দর্য আমাদের সবাইকে বিমোহিত করে। উদ্ভিদের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস বলা যায় ফুলকে। আমরা প্রতি নিয়ত অনেক রকম ফুল দেখে থাকি। বৈচিত্র্যময় বাহারি রঙের ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুন হয়ে থাকে। ফুলে জাত অনুযায়ী ফুলের পাপড়ির গঠনে বৈশিষ্ট্য খুবই দুর্দান্ত হয়ে থাকে।
কিছু ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মন মাতানো ফুলের সৌরভ আমাদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। বলা যায় ফুলের সৌন্দর্য দেখে সবাই প্রেমে পড়ে থাকে। ফুলের সৌন্দর্য মানুষের মনকে আনন্দ দিয়ে থাকে। ফুলের সৌরভ মানুষের মনকে প্রশান্তি দেয়। এই পৃথিবীতে কত প্রকার ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কিছু কিছু ফুলের সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। তাই ফুল প্রেমিক মানুষ খুব শখ করে বাসা বাড়িতে, বাগানে ফুল চাষ করে থাকে। বাড়ি উঠানে, বাসার বারান্দায় বা, ছাদে, ফুল বাগিচায়, রাস্তার দুই পাশে ফুল চাষ করে থাকে।
আজ আমি আপনাদের মাঝে কিছু বৈচিত্র্যময় লান্টানা ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। লান্টানা ফুল গুলো আমাদের সকলের খুব পরিচিত ফুল। আমাদের দেশে এই ফুল গুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। সাধারণত ফুল গুলো লাল, সাদা, হলুদ, খয়রি গোলাপি এবং বেগুনি রঙের দেখতে পাওয়া যায়। হলুদ এবং গোলাপি রঙের ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। লান্টানা ফুলের অনেক জাত রয়েছে। লান্টানা ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই অসাধারণ। লান্টানা ফুলের সৌন্দর্য সত্যি খুব দারুণ। ফুলের অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়।
লান্টানা ফুল গুলো হলো ভারবেনা বা, ভারবেনাস ফুলের জাতের অন্তর্গত। গ্রাম অঞ্চলে এই ফুল গুলো বেশ দেখতে পাওয়া যায়। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বৈচিত্র্যময় বিভিন্ন রঙের জন্য এই ফুল গুলো সবার খুব পছন্দের ফুল। এই ফুল গুলো ব্যবহার অনেক। লান্টানা ফুলের ভেষজ গুণাবলী রয়েছে। বিশেষ করে ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, চিকেন পক্স রোগের জন্য বেশ উপকারী । তাছাড়া হাঁপানি, আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ফুলের পাতা, শিকড় ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদের নির্যাস শ্বাসতন্ত্র সংক্রমণের চিকিৎসার জন্যও ব্যবহার করা হয়েছে। খুব সহজেই জন্মায় এবং অল্প পরিচর্যায় বেঁচে থাকতে পারে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1909835335233872011?t=pCFqLYqFpNwJ5iOm9eaCIA&s=19
খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ফটোগ্রাফি পোস্টটি না দেখলে জানতে পারতাম না লাল্টালা ফুল এত রঙের হয়ে থাকে। প্রতিটি রঙ দেখে মুগ্ধ হয়ে গেলাম। একসাথে এতগুলো একই ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে। মনোমধ্যকার ফটোগ্রাফি গুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন। চমৎকার উপস্থাপনায় পোস্টটি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
ফুলের ফটোগ্রাফি দেখে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
ল্যান্টেনা ফুলগুলো ছোট তবে এগুলোর সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। এত কালারের ফুল আমি আগে কখনো দেখিনি। হলুদ রংয়ের টাই শুধুমাত্র দেখেছিলাম আগে। আপনার আজকের পোষ্টের মাধ্যমে বাকি কালারের ফুল গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
এতো দারুন অনুভূতি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
কি সুন্দর ছবি তুলেছেন আপনি এই ফুলগুলো তো আমাদের এখানেও হয়। বনে বাদাড়ে এমনি হয়ে থাকে। তবে যে কোন জিনিস কে যত্ন করে সুন্দর করে ছবি তুলে নিলে তাকে যেন অসাধারণ দেখতে লাগে। আপনার এই ফুলের ফটোগ্রাফি তো তাই মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
এতো সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাই, এই ফুলগুলো সৌন্দর্য খুবই দারুণ। ধন্যবাদ আপনাকে ভাই।
আজকে আপনি বিচিত্রময় লান্টানা ফুলের ফটোগ্রাফি করেছেন । তবে এই ফুলগুলো আমাদের এদিকে কমবেশি দেখা যায়। তবে বিভিন্ন ধরনের লান্টানা ফুলের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে লান্টানা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
এতো সুন্দর অনুভূতি করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
https://x.com/MdAgim17/status/1909975232754090069?t=pewClh6m0VNj7rySGDi53Q&s=19
https://x.com/MdAgim17/status/1909976282504532134?t=uHGK5p0PaWwkN9YB3QydMQ&s=19
https://x.com/MdAgim17/status/1909977611708858498?t=LqDayLlzNPZ-NuYb1_iLUQ&s=19