পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র।
শুভ সকাল 🌇
আজ ১২ ই এপ্রিল,
রোজ শনিবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ ,বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
সারা বিশ্বজুড়ে আমাদের মাঝে পৃথিবীর নানা চাকচিক্য ঢেকে রেখেছে। পৃথিবীটা হলো পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষা কেন্দ্র আমাদের সকলকে পরীক্ষা দিয়ে পাস করতে হয়। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন খাদ্য অক্সিজেন এবং চাহিদা অনুযায়ী দ্রব্য। প্রয়োজন আছে পরিবার আত্মীয়স্বজনের সুষম সংঘ। ভালো থাকতে হলে অপরকে ভালবাসতে হবে সর্বদা। এই পৃথিবীতে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো অতিবাহিত করতে হবে। জন্মের পর থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত এই সামান্য হায়াতের জিন্দেগীতে আমরা অনেক কিছু শিখতে পারি এবং ভুল থেকে শিক্ষা জন্য করি।
হঠাৎ বিপদ এবং অসুস্থতার কারণে নিজের জীবনের মূল্য উপলব্ধি করতে পারি। আমাদের সকলের জীবনের মূল্য রয়েছে। দুনিয়াতে সফলতা অর্জন করতে না পারলে মন খারাপের কিছুই নেই। পরকালের সফলতা অর্জনের মধ্য দিয়ে নিজের আসল সফলতা অর্জিত হয়। বাস্তব জীবনে লেখাপড়ার করে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে শিক্ষিত করে তোলার জন্য তৈরি করে থাকি। তবে অনেক মানুষ লেখাপড়া করেও মানুষ হতে পারেনি। তার কারণ লেখাপড়া করে মানুষ হবে এ বিষয়টা আমাদের নিশ্চিত। পরিবার থেকে আসল শিক্ষা ও মনুষ্যত্ব না থাকলে শিক্ষিত হওয়া যায় না।
ছোট থেকে যে মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে বড় হয়েছে। বাবা মা আত্মীয়-স্বজনের পাশে থেকেছে। সদা সর্বদা ভালো কাজ করেছে এবং অন্যকে উৎসাহ দিয়েছে, সে মানুষটি কখনো অমানুষ হতে পারে না। কেনান সমাজ এবং পরিবার তার জন্য মন থেকে দোয়া করে মঙ্গলের জন্য। তাই বিশাল পৃথিবীতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এবং সামান্য প্রয়োজন মেটানোর জন্য অস্থির হয়ে যাই। তিন ঘন্টার পরীক্ষা আমাদেরকে যেমন ভালো ফলাফল বয়ে আনতে পারে, ঠিক তেমনি পৃথিবীতে কাটানো সত্তর বছর কয় অথবা বেশি বয়স ভালো কাজের মধ্যে দিয়ে পরকালের অসীম সুখ শান্তি আমরা পেতে পারি। তবে জীবন যুদ্ধে পৃথিবীর নানা মহো এবং লোভ লালসতার কারণে প্রতিনিয়ত নিজের বিপদ ডেকে নিয়ে আসছি। অতিরিক্ত চাহিদা এবং পরিবারকে সুখে রাখার জন্য কঠিন পরিশ্রম দুনিয়াতে কেবলমাত্র পরীক্ষা।
কখনো কখনো প্রিয় মানুষদের কাছ থেকে শুনতে হয় লাঞ্ছনা এবং অবহেলা। স্বার্থে জন্য দুনিয়ার সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া অন্যের উপকার বর্তমান পৃথিবীতে খুবই কম। তবে টাকা পরীক্ষার উত্তরপত্র হিসেবে কাজ করে। এই পৃথিবীতে যার কাছে টাকা আছে সে মানুষটি খুব সহজেই কঠিন পরীক্ষার উত্তর গুলো খুব সহজেই দিতে পারে। তাকে সাহায্য করার মতো বন্ধুর অভাব হয় না। সকলেই তাকে সম্মান করে। তবে এ সম্মান অল্প সময়ের জন্য। টাকা যতদিন থাকে ততো দিন ভালোবাসা দেয়। কিন্তু যে দিন টাকা শেষ হয়ে যায় সেদিন থেকে বিপদে পড়লে সে মানুষদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাই পৃথিবী থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। তবে এ যাবতীয় কার্যক্রম পৃথিবীর পরীক্ষা মাত্র। এ পরীক্ষা কেন্দ্র ভালো ফলাফল পাওয়া খুবই কষ্টকর। তারপরে আমাদেরকে আত্মবিশ্বাস ও ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে সব সময়। সকল বাধা অতিক্রম করে সফলতার জন্য লড়াই করতে হবে সব সময়। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 💞
বিভাগ | জেনারেল রাইটিং। |
---|---|
ডিভাইস | রিয়েলমি সি-৫৫। |
বিষয় | পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1910541455044862374?t=W7IAgneeuwa6KBEo4OGctA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910026209389601257?t=2eitbN4LUx-VF2-RH_X1yA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910352109654151233?t=0o4aqV8WQaJcKG-ilvmdAg&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910523495215452331?t=OTNJLcPeRfEziRx7Z9TD_g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910543652113572340?t=kiSn8tJ63bej8OXR19ljCw&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910546986765607381?t=O0OLXshhxK1TYoFagqoVYA&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910549093535146109?t=eAYa5anMxgtf3WCnfqJL1g&s=19
https://x.com/nazmulhasanbd01/status/1910889206320435682?t=t8ClQhuNJ1WL-ehSTbhhRw&s=19