প্রথমবার মুফতি নজরুল ইসলাম কাসেমী হুজুর এর ওয়াজ সরাসরি শুনলাম।

in World Steemit Loverslast year

প্রথমবার মুফতি নজরুল ইসলাম কাসেমী হুজুর এর ওয়াজ সরাসরি শুনলাম।

IMG_20231022_225713.jpg

IMG_20231022_225710.jpg

IMG_20231022_225704.jpg

আমাদের প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তায়ালার দিনকে মেনে চলা, তার রসূল এর আদর্শ অনুযায়ী চলা ফরজ। কিন্তু আমরা হলাম সবচেয়ে বেহায়া জাতী৷ যারা কিনা আল্লাহ তায়ালার ইবাদতে সবচেয়ে বেশি অলসতা দেখায়৷ দু'মুখী সাপের মতো আচরণ করি৷ মুখে বলি আমরা ইসলামকে মানি, কিন্তু অন্তর দিয়ে সেটা বিশ্বাস করি না এবং কাজেও তা বাস্তবায়ন করি না৷ যার ফলে আমরা আল্লাহ তায়ালার রহমত থেকে বঞ্চিত থাকি সর্বদা। আমাদের অন্তরা মোহর মারা হয়ে গিয়েছে, যার ফলে যতই আল্লাহ তায়ালার দিকে ডাকা হয় আমরা সারা দিতে চায় না।

গতকালকে গাজিপুরে ভূরুলিয়া মাদ্রাসা (গাজিপুর) কৃতক আয়োজন করা হয়েছিল এক বিশাল ইসলামি জলসার। যেখানে প্রধান বক্তা ছিলেন আমার প্রিয় একজন বক্তা, "মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব"৷ আমি ইউটিউব এ উনার ওয়ারজ প্রায় প্রতিনিয়ত শুনি৷ অনেক ভালো লাগে। এই প্রথমবার সরাসরি সামনে বসে ওয়াজ শুনতে পেরে খুবই ভালো লাগল। যা বলে বোঝানো যাবে না। তার মতো একজন বিচক্ষণ মানুষের মুখ থেকে কুরআনের বানী শোনাটাও ভাগ্যের।

আমি প্রথম দিকে অন্য বক্তাদের আলোচনা তেমন একটা শুনি নাই৷ রাত ১০ টার দিকে গিয়েছিলাম। তার আগে অন্য বক্তারা তাদের মূল্যবান আলোচনা পেশ করতেছিলেন৷ আমি আমার পড়াশুনা কিছুটা শেষ করে আবাসিকের আমার বন্ধুদের সাথে গেলাম ওয়াজ শুনতে। গিয়ে কিছুটা সময় পরই প্রধান বক্তা চলে আসলেন৷ এরপর তিনি তার মূল্যবান আলোচনা করলেন। অসম্ভব সুন্দর আলেচনা করলেন৷ যা আমাদের ব্যক্তিজীবনে, সামাজিক জীবন, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনে দরকার।

আপনারা যারা হুজুরের ওয়াজ শুনেছেন তারা বুঝবেন, তিনি কতটা সুন্দর আলোচনা করে। তবে তিনি অল্প সময় আলোচনা করেছেন৷ অল্প সময় আলোচনা করলেও তার বিষয়টা ছিল খুবই সময় উপযোগি। এরপর আমরা সবাই ১২:৩০ টার দিকে আবার আবাসিকে ফিরে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে৷

ধন্যবাদ৷।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96585.56
ETH 2770.85
SBD 0.65