সম্মিলিত ভাবে ইফতারি আয়োজন।
সম্মিলিত ভাবে ইফতারি আয়োজন।
এই তো আর মাত্র ১১ দিন পর, মাহো রমজানের আগমন হতে চলেছে। আল্লাহ তায়ালা যেন প্রত্যেক মুসলমান ব্যাক্তিকে এই রমজান পর্যন্ত হায়াতে তই্যবা দান করেন এবং সকলকে রমজানের ফজিলত হাসিল করার তৌফিক এবং রহমত দেন৷ (আমিন). আল্লাহ তায়ালা যেন আমাকে রমজানের পূর্ব প্রস্তুতি সঠিক ভাবে নেওয়ার তৌফিক দান করেন৷ আমি এডমিশনে আসার কিছু দিন পর থেকেই চেষ্টা করতাম প্রতি রবিবার রোজা পালন করার৷ এবং বেশ কিছু দিন করেও ছিলাম৷ বর্তমানেও করার চেষ্টা করে যাচ্ছি৷ তবে মাঝে মাঝে বিভিন্ন কারণে বাদ দিতে হয়৷ এই সুবাদে এবং শবে বরাত উপলক্ষ্যে আমরা গত শনি, রবি এবং সোমবার এই তিন আবাসিকের অনেকেই রোজা পালন করেছিলাম।
আমি বেশির ভাগ দিন রাতে পড়া শেষ করে সেহেরি খেয়ে তার পর ঘুমায়ে যেতাম৷ কারণ, যদি পরে ঘুম থেকে উঠতে না পারি, তাহলে রোজাটা পালন করা হবে নানে। আর ইফতারি প্রথম দিন একা একা রুমে করেছিলাম। পরের দিন আমার কোচিং ছিল, এজন্য কোচিং এর যখন মাগরিবের নামাজের বিরতি দিয়েছিল, তখন সেই গ্যাপে ইফতারি শেষ করে নামাজ আদায় করে নিয়েছিলাম৷ এবার আসি তৃতীয় দিনের কথা৷ তৃতীয় দিন আমাদের ক্লাস ছিল, না৷ এজন্য আমরা আবাসিকে যারা ছিলাম তারা সিদ্ধান্ত নিলাম সবাই টাকা তুলে এক সাথে ইফতারির আয়োজন করার জন্য৷ এরপর ২০ টাকা করে তুলে আমরা ইফতারির সকল জিনিস কিনে আনলাম।
কয়েকজন বসে ইফতারিগুলো প্রস্তুত করে নিলাম৷ সবাই মিলে এভাবে ইফতারিকরার আনন্দ অনেক। এতে অনোক বেশি নেকিও লাভ করা যায়। আল্লাহ তায়ালা যেন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নেন। সামনে রজমানে যেন সকল রোজা,তারাবিহ, ইফতারি এবং সেহেরি গুলো সঠিক ভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করেন। (আমিন).
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.